কলকাতা, 5 জুলাই : ভারতীয় ক্রিকেট বোর্ড চলতি মরসুমে রনজি ট্রফি ( RANJI TROPHY) আয়োজনের কথা জানিয়ে দিয়েছে । বোর্ডের সিদ্ধান্ত জানার পরেই বাংলার ক্রিকেট নিয়ামক সংস্থার অন্দরে প্রস্তুতি শুরু হয়েছে । মরশুমের প্রথম টুর্নামেন্ট হিসাবে বাংলা দল মুস্তাক আলি টি-টোয়েন্টি ( MUSHTAQ ALI T20) প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে । এই টুর্নামেন্ট দিয়েই ভারতের ঘরোয়া মরসুম শুরু হতে চলেছে ।
এরপর রনজি ট্রফি । নতুন মরশুমে ভালো ফলের লক্ষ্যে 15 জুলাই থেকে অনুশীলন শুরু করতে চায় বাংলা । কোচ অরুণলাল রনজি ট্রফিকেই প্রধান লক্ষ্য করেছেন । 2019-20 মরশুমে ফাইনালে উঠেও হেরে গিয়েছিল বাংলা । সৌরাষ্ট্রের বিরুদ্ধে সেই হারের ক্ষত এখনও ভুলতে পারেননি অরুণলাল ।
গত মরসুমে করোনা সংক্রমণের জেরে রনজি ট্রফি হয়নি । ফলে এই মরসুমে রনজি ট্রফিকে পাখির চোখ করে প্রথম থেকে ঝাঁপাতে চাইছে বাংলা শিবির। কোচ অরুণলাল বলছেন, "এবার রনজি ট্রফি হচ্ছে এটা ভাল খবর । ক্রিকেটের স্বার্থে জরুরি ছিল । আপাতত ঠিক করেছি 15 জুলাই থেকে প্রাকমরশুম প্রস্তুতি শুরু করব । তবে বর্তমান পরিস্থিতিতে সবকিছু তো হাতে নেই । সরকার কী ভাবছে, সিএবি কী সিদ্ধান্ত নিচ্ছে সেটাও জানা জরুরি । "
আরও পড়ুন : Dinesh Karthik : "ব্যাট হল প্রতিবেশীর স্ত্রী", বিতর্কিত মন্তব্যে মা-স্ত্রীর বকা খেলেন কার্তিক
সিএবি কর্তারাও জুলাই থেকে প্রস্তুতির ইঙ্গিত দিচ্ছেন । প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া বলেন, " 15 জুলাই থেকে প্রস্তুতি শুরু করব । তার আগে পরিকল্পনা সাজিয়ে নেব । কোচিং সাপোর্ট স্টাফে কিছু রদবদল হবে ।" চলতি সপ্তাহে সিএবির অ্যাপেক্স কাউন্সিলের বৈঠক রয়েছে । সেখানে অরুণলালকে মেন্টর রেখে সহকারী কোচ হিসেবে সৌরাশিস লাহিড়ীকে দায়িত্ব দেওয়া হতে পারে । ব্যাটিং কোচ হিসেবে দেবাং গান্ধি আসতে পারেন । রণদেব বসুর বদলে বোলিং কোচের জায়গা পেতে পারেন শিবশঙ্কর পাল । ব্যাটিং পরামর্শদাতা ভিভিএস লক্ষ্মণের পারফরম্যান্স বিশ্লেষণ হতে পারে বৈঠকে ।