ETV Bharat / sports

Bengal Ranji Practice: উনাদকটকে সামলাতে নেটে বাঁ-হাতি পেসারদের খেললেন মনোজ-অনুষ্টুপরা - Ranji Trophy

নেটে বাঁ-হাতি পেসারদের খেলতে দেখা গেল বাংলার ব্যাটারদের (Bengal Ranji Practice) ৷ কারণ, রঞ্জি ট্রফির ফাইনালে তাঁদের সামলাতে হবে জয়দেব উনাদকটের সুইং বোলিং ৷

Bengal Ranji Practice ETV BHARAT
Bengal Ranji Practice
author img

By

Published : Feb 14, 2023, 10:23 PM IST

কলকাতা, 14 ফেব্রুয়ারি: মিশন রঞ্জি ফাইনাল (Ranji Trophy) ৷ বাইশ গজে বল গড়াতে আরও 48 ঘণ্টা ৷ কিন্তু, কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে ৷ 33 বছর পরে ইডেনে রঞ্জি ফাইনাল ৷ বাংলার প্রতিপক্ষ এবার সৌরাষ্ট্র ৷ ইতিমধ্যে, ইডেন সাজানোর কাজ শুরু করেছেন কর্তারা ৷ ইডেন বেল বাজিয়ে খেলা শুরু করার নির্দেশ দেবেন রঞ্জি ট্রফিজয়ী বাংলা দলের অধিনায়ক সম্বরণ বন্দ্যোপাধ্যায় ৷ দর্শকদের জন্য ‘ইডেন চলো’ ডাক স্লোগান উঠেছে সোশাল মিডিয়ায় ৷ সিএবি ইডেনের বাছাই করা কয়েকটি গেট খুলে দেওয়ার কথা অফিসিয়ালি জানিয়েছে ৷ সামগ্রিক প্রচেষ্টায় ঘরের মাঠে রঞ্জি ট্রফি জেতার উদ্যোগ বঙ্গ ক্রিকেটের ৷ এদিন নেটে বাঁ-হাতি পেসারদের খেলতে দেখা গিয়েছে বাংলার ব্যাটারদের (Bengal Batters Played Left-Arm Pacers in Nets) ৷

ইন্দোরে দুরন্ত জয়ে গত বছরের চ্যাম্পিয়ন মধ্যপ্রদেশকে উড়িয়ে কলকাতায় ফিরেছেন মনোজ তিওয়ারিরা ৷ তার 48 ঘণ্টা পরে মাঠে নেমে পড়লেন মনোজরা ৷ ইতিমধ্যেই সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায় বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্লা এবং অধিনায়ক মনোজের সঙ্গে কথা বলেছেন ৷ সবুজ উইকেটে সৌরাষ্ট্রকে চ্যালেঞ্জ জানাতে চান মনোজ-লক্ষ্মীরা ৷ তাই ঈশান পোড়েল, আকাশ দীপ, মুকেশ কুমারের সঙ্গে আকাশ ঘটক দলে আসতে পারেন ৷ সেক্ষেত্রে সেমিফাইনালের দ্বিতীয় ইনিংসে ভালো পারফরম্যান্স করলেও প্রদীপ্ত প্রামাণিক সম্ভবত বাইরে থাকতে চলেছেন ৷

দলের ওপেনার সমস্যা বাংলার টিম ম্যানেজমেন্টের অন্যতম বড় চিন্তা ৷ করণলালকে সেমিফাইনালে ফের সুযোগ দিয়েও সমস্যা মেটেনি ৷ সুদীপ ঘরামিকে কোয়ার্টার ফাইনালে খেলিয়েও স্থিতি মেলেনি ৷ এই অবস্থায় অভিমন্যু ঈশ্বরণের ভালো পারফরম্যান্সের সঙ্গে অপর ওপেনারের কাছ থেকেও নির্ভরতা চাইছেন মনোজ এবং লক্ষ্মীরতন ৷ ইডেনের সবুজ উইকেট পেসার সহায়ক হলেও, দু'দিন পরে স্পিনাররাও সাহায্য পাবেন বলে মনে করা হচ্ছে ৷ সেক্ষেত্রে সেমিফাইনালের একাদশেই খেলা হবে, না কি পরিবর্তন হবে, তাই নিয়ে আলোচনা চলছে ৷

তবে একটি পরিবর্তনের সম্ভাবনা বেশি ৷ প্রতিপক্ষ সৌরাষ্ট্রের সঙ্গে তিনবছর আগের রঞ্জি ট্রফি ফাইনালের স্মৃতি মধুর নয় ৷ সেবার জয়দেব উনাদকট বাংলার আশায় জল ঢেলে ছিলেন ৷ এবছরও তিনি সৌরাষ্ট্র দলে রয়েছেন ৷ ভারতীয় দল থেকে বোর্ড তাঁকে রঞ্জি ফাইনাল খেলার জন্য অনুমতি দিয়েছে ৷ ইতিমধ্যে, সৌরাষ্ট্র ইডেনে নেমে পড়েছে ৷ তারাও বলছে সবুজ উইকেটে সমস্যা নেই ৷ বাংলার চ্যালেঞ্জ সামলাতে তৈরি তাঁরা ৷

আরও পড়ুন: মুম্বই ফ্র্যাঞ্চাইজির হয়ে রোহিতদের সাফল্যকে ছুুঁতে চান হরমনপ্রীত

বাংলা দল অবশ্য জয়দেব উনাদকটকে (Jaydev Unadkat) সামলাতে প্র্যাকটিসে বেশ কয়েকজন বাঁ-হাতি পেসার মঙ্গলবারের অনুশীলনে ডেকেছিল ৷ তাঁদের বিরুদ্ধে ব্যাটিং করে অনুষ্টুপ, সুদীপ, মনোজ, অভিমন্যুরা ঝালিয়ে নিলেন ৷ অনুশীলনের পরে অধিনায়ক মনোজ তিওয়ারি জানিয়েছেন, সৌরাষ্ট্র ধীর গতির উইকেটে সড়গড় ৷ এখানে সবুজ উইকেটে বাংলা দল স্বচ্ছন্দ ৷ সেভাবেই উইকেট তৈরি হচ্ছে বলে দাবি করেন মনোজ ৷ টস গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে জানিয়েছেন তিনি ৷

মনোজ বলেন, “আমাদের বাড়তি চাপ না নিয়ে ম্যাচটা খেলতে হবে ৷ রঞ্জি জয় আমাদের সবার স্বপ্ন ৷ সেই লক্ষ্যে আমাদের সবাইকে ঝাপাতে হবে ৷’’ অধিনায়কের সুর কোচ লক্ষ্মীরতন শুক্লার গলায় ৷ তিনিও জানালেন রঞ্জি জয় তাঁদের প্রধান লক্ষ্য ৷ বাস্তবের মাটিতে থেকে ম্যাচ জয়ের জন্য প্লেয়ারদের ঝাঁপাতে নির্দেশ দিয়েছেন ৷ সব মিলিয়ে মিশন রঞ্জি অভিযান শুরু বাংলার ৷

কলকাতা, 14 ফেব্রুয়ারি: মিশন রঞ্জি ফাইনাল (Ranji Trophy) ৷ বাইশ গজে বল গড়াতে আরও 48 ঘণ্টা ৷ কিন্তু, কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে ৷ 33 বছর পরে ইডেনে রঞ্জি ফাইনাল ৷ বাংলার প্রতিপক্ষ এবার সৌরাষ্ট্র ৷ ইতিমধ্যে, ইডেন সাজানোর কাজ শুরু করেছেন কর্তারা ৷ ইডেন বেল বাজিয়ে খেলা শুরু করার নির্দেশ দেবেন রঞ্জি ট্রফিজয়ী বাংলা দলের অধিনায়ক সম্বরণ বন্দ্যোপাধ্যায় ৷ দর্শকদের জন্য ‘ইডেন চলো’ ডাক স্লোগান উঠেছে সোশাল মিডিয়ায় ৷ সিএবি ইডেনের বাছাই করা কয়েকটি গেট খুলে দেওয়ার কথা অফিসিয়ালি জানিয়েছে ৷ সামগ্রিক প্রচেষ্টায় ঘরের মাঠে রঞ্জি ট্রফি জেতার উদ্যোগ বঙ্গ ক্রিকেটের ৷ এদিন নেটে বাঁ-হাতি পেসারদের খেলতে দেখা গিয়েছে বাংলার ব্যাটারদের (Bengal Batters Played Left-Arm Pacers in Nets) ৷

ইন্দোরে দুরন্ত জয়ে গত বছরের চ্যাম্পিয়ন মধ্যপ্রদেশকে উড়িয়ে কলকাতায় ফিরেছেন মনোজ তিওয়ারিরা ৷ তার 48 ঘণ্টা পরে মাঠে নেমে পড়লেন মনোজরা ৷ ইতিমধ্যেই সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায় বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্লা এবং অধিনায়ক মনোজের সঙ্গে কথা বলেছেন ৷ সবুজ উইকেটে সৌরাষ্ট্রকে চ্যালেঞ্জ জানাতে চান মনোজ-লক্ষ্মীরা ৷ তাই ঈশান পোড়েল, আকাশ দীপ, মুকেশ কুমারের সঙ্গে আকাশ ঘটক দলে আসতে পারেন ৷ সেক্ষেত্রে সেমিফাইনালের দ্বিতীয় ইনিংসে ভালো পারফরম্যান্স করলেও প্রদীপ্ত প্রামাণিক সম্ভবত বাইরে থাকতে চলেছেন ৷

দলের ওপেনার সমস্যা বাংলার টিম ম্যানেজমেন্টের অন্যতম বড় চিন্তা ৷ করণলালকে সেমিফাইনালে ফের সুযোগ দিয়েও সমস্যা মেটেনি ৷ সুদীপ ঘরামিকে কোয়ার্টার ফাইনালে খেলিয়েও স্থিতি মেলেনি ৷ এই অবস্থায় অভিমন্যু ঈশ্বরণের ভালো পারফরম্যান্সের সঙ্গে অপর ওপেনারের কাছ থেকেও নির্ভরতা চাইছেন মনোজ এবং লক্ষ্মীরতন ৷ ইডেনের সবুজ উইকেট পেসার সহায়ক হলেও, দু'দিন পরে স্পিনাররাও সাহায্য পাবেন বলে মনে করা হচ্ছে ৷ সেক্ষেত্রে সেমিফাইনালের একাদশেই খেলা হবে, না কি পরিবর্তন হবে, তাই নিয়ে আলোচনা চলছে ৷

তবে একটি পরিবর্তনের সম্ভাবনা বেশি ৷ প্রতিপক্ষ সৌরাষ্ট্রের সঙ্গে তিনবছর আগের রঞ্জি ট্রফি ফাইনালের স্মৃতি মধুর নয় ৷ সেবার জয়দেব উনাদকট বাংলার আশায় জল ঢেলে ছিলেন ৷ এবছরও তিনি সৌরাষ্ট্র দলে রয়েছেন ৷ ভারতীয় দল থেকে বোর্ড তাঁকে রঞ্জি ফাইনাল খেলার জন্য অনুমতি দিয়েছে ৷ ইতিমধ্যে, সৌরাষ্ট্র ইডেনে নেমে পড়েছে ৷ তারাও বলছে সবুজ উইকেটে সমস্যা নেই ৷ বাংলার চ্যালেঞ্জ সামলাতে তৈরি তাঁরা ৷

আরও পড়ুন: মুম্বই ফ্র্যাঞ্চাইজির হয়ে রোহিতদের সাফল্যকে ছুুঁতে চান হরমনপ্রীত

বাংলা দল অবশ্য জয়দেব উনাদকটকে (Jaydev Unadkat) সামলাতে প্র্যাকটিসে বেশ কয়েকজন বাঁ-হাতি পেসার মঙ্গলবারের অনুশীলনে ডেকেছিল ৷ তাঁদের বিরুদ্ধে ব্যাটিং করে অনুষ্টুপ, সুদীপ, মনোজ, অভিমন্যুরা ঝালিয়ে নিলেন ৷ অনুশীলনের পরে অধিনায়ক মনোজ তিওয়ারি জানিয়েছেন, সৌরাষ্ট্র ধীর গতির উইকেটে সড়গড় ৷ এখানে সবুজ উইকেটে বাংলা দল স্বচ্ছন্দ ৷ সেভাবেই উইকেট তৈরি হচ্ছে বলে দাবি করেন মনোজ ৷ টস গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে জানিয়েছেন তিনি ৷

মনোজ বলেন, “আমাদের বাড়তি চাপ না নিয়ে ম্যাচটা খেলতে হবে ৷ রঞ্জি জয় আমাদের সবার স্বপ্ন ৷ সেই লক্ষ্যে আমাদের সবাইকে ঝাপাতে হবে ৷’’ অধিনায়কের সুর কোচ লক্ষ্মীরতন শুক্লার গলায় ৷ তিনিও জানালেন রঞ্জি জয় তাঁদের প্রধান লক্ষ্য ৷ বাস্তবের মাটিতে থেকে ম্যাচ জয়ের জন্য প্লেয়ারদের ঝাঁপাতে নির্দেশ দিয়েছেন ৷ সব মিলিয়ে মিশন রঞ্জি অভিযান শুরু বাংলার ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.