ETV Bharat / sports

David Beckham in India: ওয়াংখেড়ে'তে এসে নারীর ক্ষমতায়ন নিয়ে ব্যাট ধরলেন বেকহ্যাম - নারীর ক্ষমতায়ন নিয়ে ব্যাট ধরলেন বেকহ্যাম

ইউনিসেফের দূত হিসেবে ভারতে বিশ্বকাপ দেখতে এসেছেন ডেভিড বেকহ্যাম ৷ ওয়াংখেড়েতে এদিন ভারত-নিউজিল্যান্ড প্রথম সেমিফাইনাল ম্যাচে মেয়েদের জন্য সমতা এবং ক্ষমতায়নের ব্যাট ধরলেন কিংবদন্তি ফুটবলার বেকহ্যাম ৷

নারীর ক্ষমতায়ন নিয়ে ব্যাট ধরলেন বেকহ্যাম
David Beckham in India
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 15, 2023, 10:06 PM IST

Updated : Nov 15, 2023, 11:02 PM IST

মুম্বই, 15 নভেম্বর: বিশ্বকাপ দেখতে ভারতে ডেভিড বেকহ্যাম। এই মুহূর্তে মুম্বইয়ের ওয়াংখেড়েতে চলছে ভারত-নিউজিল্যান্ড সেমিফাইনাল ম্যাচ ৷ এরইমাঝে ইউনিসেফের দূত হিসাবে ভারতে এসেছেন বেকহ্যাম ৷ বিশ্বকাপ দেখতেও এসেছেন তিনি ৷ ইতিমধ্যেই গালি ক্রিকেট খেলতে দেখা গিয়েছে কিংবদন্তি ফুটবলারকে। আবার কখনও ছোট ছেলে-মেয়েদের সঙ্গেও সময় কাটাতে দেখা গিয়েছে। বিভিন্ন শহরে ঘুরছেন তিনি। কিংবদন্তি ফুটবলারকে বিভিন্ন রূপে দেখতে পাওয়া গিয়েছে। সোশাল মিডিয়ায়য় তিনিও এই মুহূর্তগুলি শেয়ার করেছেন ৷ আর আজ, বুধবার ওয়াংখেড়েতে মেয়েদের জন্য সমতা এবং ক্ষমতায়নের ব্যাট ধরলেন কিংবদন্তি ফুটবলার বেকহ্যাম ৷

এদিন ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারত-নিউজিল্যান্ডের সেমিফাইনাল ম্যাচের প্রথম ইনিংসে ব্যাট করে ভারত ৷ তাতে টপ অর্ডারের সমস্ত ব্যাটাররাই ভালো রান পেয়েছেন ৷ বিরাট কোহলি শতরান করেছেন ৷ শতরান করেছেন শ্রেয়স আইয়ারও ৷ তাতে গ্য়ালারি থেকে হাততালি দিয়ে অভিনন্দন জানিয়েছেন ইংলিশ ফুটবল তারকা ডেভিড বেকহ্যাম ৷ মাঠেও ক্রিকেটারদের প্রশংসা করছেন। আজ ওয়াংখেড়ে স্টেডিয়ামে আসার আগে, তিনি গুজরাতের শিশু এবং কিশোর-কিশোরীদের সঙ্গে দেখা করেন ৷ যারা পরিবর্তন এবং উদ্ভাবন নিয়ে আসছে ৷ রিংকু প্রবিভাইয়ের মতো তরুণীরা তাঁদের স্বপ্নপূরণ করতে সমস্ত বাধা অতিক্রম করছেন।

বেকহ্যাম আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সঙ্গে ইউনিসেফের অংশীদারিত্ব উদযাপন করতে ভারতে এসে বলেন, "এক মেয়ের বাবা হয়ে, আমি রিংকু এবং অন্যান্য অল্পবয়সি মেয়েদের সঙ্গ দেখা করতে পেরে গভীরভাবে অনুপ্রাণিত হয়েছি ৷ যারা পরিবর্তনের জন্য লড়াই করছে এবং তাঁদের ভবিষ্যৎ নিয়ে ভাবছে ৷"

21 বছর বয়সি রিংকু প্রবিভাই ছয় বছর আগে তাঁর বিয়ে স্থগিত করেছিলেন। তাঁর পরিবার, স্কুল ছেড়ে বিয়ে করার জন্য চাপ দেয়। ইউনিসেফ-সমর্থিত 'যুবতী মেয়েদের' গ্রুপে বাল্যবিবাহের ক্ষতিকর পরিণতি সম্পর্কে জানার পর, তিনি একজন সমাজকর্মীর কাছে তাঁর দুর্দশার কথা জানান এবং সিদ্ধান্ত নেন বিয়ে স্থগিত করার। আজ, রিংকু গুজরাতের বানাসকান্থা জেলায় নার্স হিসেবে প্রশিক্ষণ নিচ্ছেন। "রিঙ্কু অন্য মেয়েদের জন্য একটি রোল মডেল যারা তাঁদের পড়াশোনা শেষ করতে এবং তাঁদের স্বপ্নপূরণ করতে চায়", ফুটবলার যোগ করেন ৷

ভারতে তার চার দিনের সফরে এসেছেন বেকহ্যাম ৷ বেকহ্যাম ভারত সরকারের অংশীদারিত্বে ইউনিসেফ-সমর্থিত প্রোগ্রামগুলি মেয়েদের এবং মহিলাদের জন্য একটি পার্থক্য তৈরি করছে। তিনি সম্প্রদায়ের কর্মী, সরকারি কর্মকর্তা এবং কর্মীদের সঙ্গে যোগ দেন, যারা বাল্যবিবাহ এবং শিশুশ্রমকে 'না' বলে শিশুদের তাদের পড়াশোনা চালিয়ে যেতে সহায়তা করে। "বেকহ্যামের ভারত সফর প্রতিটি শিশুর জন্য সমান সুযোগ এবং অধিকারের গুরুত্ব দেওয়ার জন্য। তাঁর সফর সকলের, বিশেষ করে মেয়েদের ক্ষমতায়নের সমান সুযোগ করার জন্যই ইউনিসেফের এই প্রচেষ্টা, বলছেন ইউনিসেফের ভারতের প্রতিনিধি সিনথিয়া ম্যাকক্যাফ্রে।

আরও পড়ুন:

  1. 'বিরাট' নজির চাক্ষুষ করে কোহলি-বন্দনায় বেকস
  2. বিশ্বকাপ সেমিফাইনালের মঞ্চে ক্রীড়া জগতের দুই কিংবদন্তি সচিন ও বেকহ্যাম
  3. 'বিরাট' আবেগে ভাসলেন অনুষ্কা, বিরুষ্কার 'ফ্লাইং কিস' ভাইরাল

মুম্বই, 15 নভেম্বর: বিশ্বকাপ দেখতে ভারতে ডেভিড বেকহ্যাম। এই মুহূর্তে মুম্বইয়ের ওয়াংখেড়েতে চলছে ভারত-নিউজিল্যান্ড সেমিফাইনাল ম্যাচ ৷ এরইমাঝে ইউনিসেফের দূত হিসাবে ভারতে এসেছেন বেকহ্যাম ৷ বিশ্বকাপ দেখতেও এসেছেন তিনি ৷ ইতিমধ্যেই গালি ক্রিকেট খেলতে দেখা গিয়েছে কিংবদন্তি ফুটবলারকে। আবার কখনও ছোট ছেলে-মেয়েদের সঙ্গেও সময় কাটাতে দেখা গিয়েছে। বিভিন্ন শহরে ঘুরছেন তিনি। কিংবদন্তি ফুটবলারকে বিভিন্ন রূপে দেখতে পাওয়া গিয়েছে। সোশাল মিডিয়ায়য় তিনিও এই মুহূর্তগুলি শেয়ার করেছেন ৷ আর আজ, বুধবার ওয়াংখেড়েতে মেয়েদের জন্য সমতা এবং ক্ষমতায়নের ব্যাট ধরলেন কিংবদন্তি ফুটবলার বেকহ্যাম ৷

এদিন ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারত-নিউজিল্যান্ডের সেমিফাইনাল ম্যাচের প্রথম ইনিংসে ব্যাট করে ভারত ৷ তাতে টপ অর্ডারের সমস্ত ব্যাটাররাই ভালো রান পেয়েছেন ৷ বিরাট কোহলি শতরান করেছেন ৷ শতরান করেছেন শ্রেয়স আইয়ারও ৷ তাতে গ্য়ালারি থেকে হাততালি দিয়ে অভিনন্দন জানিয়েছেন ইংলিশ ফুটবল তারকা ডেভিড বেকহ্যাম ৷ মাঠেও ক্রিকেটারদের প্রশংসা করছেন। আজ ওয়াংখেড়ে স্টেডিয়ামে আসার আগে, তিনি গুজরাতের শিশু এবং কিশোর-কিশোরীদের সঙ্গে দেখা করেন ৷ যারা পরিবর্তন এবং উদ্ভাবন নিয়ে আসছে ৷ রিংকু প্রবিভাইয়ের মতো তরুণীরা তাঁদের স্বপ্নপূরণ করতে সমস্ত বাধা অতিক্রম করছেন।

বেকহ্যাম আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সঙ্গে ইউনিসেফের অংশীদারিত্ব উদযাপন করতে ভারতে এসে বলেন, "এক মেয়ের বাবা হয়ে, আমি রিংকু এবং অন্যান্য অল্পবয়সি মেয়েদের সঙ্গ দেখা করতে পেরে গভীরভাবে অনুপ্রাণিত হয়েছি ৷ যারা পরিবর্তনের জন্য লড়াই করছে এবং তাঁদের ভবিষ্যৎ নিয়ে ভাবছে ৷"

21 বছর বয়সি রিংকু প্রবিভাই ছয় বছর আগে তাঁর বিয়ে স্থগিত করেছিলেন। তাঁর পরিবার, স্কুল ছেড়ে বিয়ে করার জন্য চাপ দেয়। ইউনিসেফ-সমর্থিত 'যুবতী মেয়েদের' গ্রুপে বাল্যবিবাহের ক্ষতিকর পরিণতি সম্পর্কে জানার পর, তিনি একজন সমাজকর্মীর কাছে তাঁর দুর্দশার কথা জানান এবং সিদ্ধান্ত নেন বিয়ে স্থগিত করার। আজ, রিংকু গুজরাতের বানাসকান্থা জেলায় নার্স হিসেবে প্রশিক্ষণ নিচ্ছেন। "রিঙ্কু অন্য মেয়েদের জন্য একটি রোল মডেল যারা তাঁদের পড়াশোনা শেষ করতে এবং তাঁদের স্বপ্নপূরণ করতে চায়", ফুটবলার যোগ করেন ৷

ভারতে তার চার দিনের সফরে এসেছেন বেকহ্যাম ৷ বেকহ্যাম ভারত সরকারের অংশীদারিত্বে ইউনিসেফ-সমর্থিত প্রোগ্রামগুলি মেয়েদের এবং মহিলাদের জন্য একটি পার্থক্য তৈরি করছে। তিনি সম্প্রদায়ের কর্মী, সরকারি কর্মকর্তা এবং কর্মীদের সঙ্গে যোগ দেন, যারা বাল্যবিবাহ এবং শিশুশ্রমকে 'না' বলে শিশুদের তাদের পড়াশোনা চালিয়ে যেতে সহায়তা করে। "বেকহ্যামের ভারত সফর প্রতিটি শিশুর জন্য সমান সুযোগ এবং অধিকারের গুরুত্ব দেওয়ার জন্য। তাঁর সফর সকলের, বিশেষ করে মেয়েদের ক্ষমতায়নের সমান সুযোগ করার জন্যই ইউনিসেফের এই প্রচেষ্টা, বলছেন ইউনিসেফের ভারতের প্রতিনিধি সিনথিয়া ম্যাকক্যাফ্রে।

আরও পড়ুন:

  1. 'বিরাট' নজির চাক্ষুষ করে কোহলি-বন্দনায় বেকস
  2. বিশ্বকাপ সেমিফাইনালের মঞ্চে ক্রীড়া জগতের দুই কিংবদন্তি সচিন ও বেকহ্যাম
  3. 'বিরাট' আবেগে ভাসলেন অনুষ্কা, বিরুষ্কার 'ফ্লাইং কিস' ভাইরাল
Last Updated : Nov 15, 2023, 11:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.