ETV Bharat / sports

জাতীয় দলের ক্রিকেটারদের রঞ্জি খেলা বাধ্যতামূলক করতে চলেছে বিসিসিআই - রঞ্জি ট্রফি

Ranji Trophy Participation Mandatory: ভারতীয় দলের জার্সি গায়ে চাপাতে আরও কঠোর নিয়ম লাগু করছে বিসিসিআই ৷ রঞ্জি-সহ বিসিসিআইয়ের অন্যান্য ঘরোয়া টুর্নামেন্টে অংশগ্রহণ বাধ্যতামূলক করতে চলেছে বোর্ড ৷ ইটিভি ভারতের সঞ্জীব গুহকে বিশেষ সাক্ষাৎকারে এমনটাই জানালেন বোর্ডের এক শীর্ষস্তরের বিশ্বস্ত সূত্র ৷

ETV BHARAT File Image
ETV BHARAT File Image
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 10, 2024, 5:06 PM IST

Updated : Jan 10, 2024, 9:38 PM IST

কলকাতা, 10 জানুয়ারি: ভারতীয় ক্রিকেটে এমন একটা সময় ছিল, যখন সব সেরা ক্রিকেটাররা তাঁদের রাজ্য দলের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলতেন ৷ আরও নির্দিষ্ট করে বললে, আন্তর্জাতিক ম্যাচ না-থাকলে রঞ্জি ট্রফি খেলতেন ৷ কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে, বিষয়টি বিসিসিআই কর্তাদের নজর এড়িয়েছে ৷ খেলোয়াড়রা ধীরে ধীরে রঞ্জি ট্রফির মতো 'সবচেয়ে গুরুত্বপূর্ণ' টুর্নামেন্ট থেকে দূরে সরে গিয়েছেন ৷

তবে আর নয় ৷ মুখ্য নির্বাচক অজিত আগরকরের নেতৃত্বে বিসিসিআই এবার এই বিষয়ে লাগাম টানতে চলেছে ৷ বিসিসিআইয়ের এক সূত্র জানিয়েছেন, আন্তর্জাতিক ক্রিকেটের মাঝে যখনই সুযোগ হবে, জাতীয় দলের ক্রিকেটারদের রাজ্য দলের হয়ে ঘরোয়া টুর্নামেন্ট খেলা বাধ্যতামূলক করা হবে ৷ বুধবার বিসিসিআই-এর ওই সূত্র বলেন, "হ্যাঁ, এবার থেকে জাতীয় দলের ক্রিকেটারদের রঞ্জি ট্রফিতে অংশ নিতে হবে ৷ যদি না তাঁদের দেশের হয়ে কোনও টুর্নামেন্ট ও সিরিজ খেলতে হয় ৷"

তিনি এও জানিয়ে দিয়েছেন, "যদি কোনও ক্রিকেটার যথাযথ কারণ ছাড়াই, ঘরোয়া টুর্নামেন্টের ম্যাচ এড়িয়ে যান, তাহলে সেই ক্রিকেটার জাতীয় দলে সুযোগ পাবেন না ৷" এতবছর পর হঠাৎ করে এই লাগাম টানার কথা কেন মনে হল বিসিসিআই এবং জাতীয় নির্বাচক কমিটির ? এর পিছনে মূলত, কিছু তরুণ ক্রিকেটার রয়েছেন ৷ তাঁদের মধ্যে অন্যতম, জাতীয় দলের হয়ে তিন ফরম্যাটে অভিষেক করে ফেলা ঈশান কিষাণ এবং শ্রেয়স আইয়ার ৷ সূত্রের দাবি অনুযায়ী, ঈশান এবং শ্রেয়স ঘরোয়া টুর্নামেন্ট না-খেলে প্রোমোশন এবং অন্যান্য কাজে নিজেদের ব্যস্ত রাখছেন ৷ যা বিসিসিআই এবং নির্বাচক কমিটি ভালোভাবে নেয়নি ৷

তবে কি সেই কারণেই ঈশান কিষাণ এবং শ্রেয়স আইয়ারকে ঘরের মাঠে আয়োজিত তিন ম্যাচের টি-20 সিরিজ থেকে বাদ দেওয়া হয়েছে ? যে প্রশ্নে, ওই সূত্র কিছু জানাতে চাননি ৷ তিনি বলেন, "বিষয়টা সেরকম নয়... কয়েকজন ক্রিকেটারকে সতর্ক করা হয়েছে এবং স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে, ভবিষ্যতে জাতীয় দলে সুযোগ পেতে হলে, ঘরোয়া টুর্নামেন্টে খেলতে হবে ৷"

তাই আরও একবার এখানে উল্লেখ করা প্রয়োজন ৷ ঘরের মাঠে টি-20 সিরিজে ঈশান এবং শ্রেয়স 16 জনের স্কোয়াডে জায়গা পায়নি ৷ সেই সঙ্গে হার্দিক পান্ডিয়া এবং সূর্যকুমার যাদব চোটের জন্য মাঠের বাইরে ৷ এই পরিস্থিতিতে রোহিত শর্মা এবং বিরাট কোহলি জানিয়ে দিয়েছেন, তাঁরা টি-20 বিশ্বকাপ খেলবেন ৷ সেক্ষেত্রে রোহিত শর্মাকে অধিনায়ক করা হয়েছে ভারতীয় দলের ৷

আর সবশেষে বলতেই হয়, কিংবদন্তি সচিন তেন্ডুলকর হোক বা প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ এমনকী বর্তমানের চেতেশ্বর পূজারা এবং অজিঙ্ক রাহানে ঘরোয়া মরশুম বা রঞ্জি ট্রফিকে বরাবর গুরুত্ব দিয়ে এসেছেন ৷ আর সেটাই শোনা গেল বোর্ডের ওই বিশ্বস্ত সূত্রের মুখেও ৷ সচিন-সৌরভদের উদাহরণ টেনে তিনি প্রশ্ন ছুঁড়ে দিলেন, "জাতীয় দলের দায়িত্ব শেষ হওয়ার পরেই সচিন তেন্ডুলকর এবং সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো উঁচু স্তরের ক্রিকেটাররা ঘরোয়া টুর্নামেন্ট খেলতেন ৷ তাহলে, এখনকার খেলোয়াড়রা কেন খেলবেন না ?"

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন:

  1. 34-এ অস্ট্রেলিয়ার টেস্ট ওপেনার স্টিভ স্মিথ, নিশ্চিত করলেন জর্জ বেইলি
  2. কেপটাউনের পিচ শুধুই 'অসন্তোষজনক', জানাল আইসিসি
  3. অর্জুন পুরস্কারে সম্মানিত শামি, 'এই সম্মান স্বপ্ন' জানালেন বঙ্গপেসার

কলকাতা, 10 জানুয়ারি: ভারতীয় ক্রিকেটে এমন একটা সময় ছিল, যখন সব সেরা ক্রিকেটাররা তাঁদের রাজ্য দলের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলতেন ৷ আরও নির্দিষ্ট করে বললে, আন্তর্জাতিক ম্যাচ না-থাকলে রঞ্জি ট্রফি খেলতেন ৷ কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে, বিষয়টি বিসিসিআই কর্তাদের নজর এড়িয়েছে ৷ খেলোয়াড়রা ধীরে ধীরে রঞ্জি ট্রফির মতো 'সবচেয়ে গুরুত্বপূর্ণ' টুর্নামেন্ট থেকে দূরে সরে গিয়েছেন ৷

তবে আর নয় ৷ মুখ্য নির্বাচক অজিত আগরকরের নেতৃত্বে বিসিসিআই এবার এই বিষয়ে লাগাম টানতে চলেছে ৷ বিসিসিআইয়ের এক সূত্র জানিয়েছেন, আন্তর্জাতিক ক্রিকেটের মাঝে যখনই সুযোগ হবে, জাতীয় দলের ক্রিকেটারদের রাজ্য দলের হয়ে ঘরোয়া টুর্নামেন্ট খেলা বাধ্যতামূলক করা হবে ৷ বুধবার বিসিসিআই-এর ওই সূত্র বলেন, "হ্যাঁ, এবার থেকে জাতীয় দলের ক্রিকেটারদের রঞ্জি ট্রফিতে অংশ নিতে হবে ৷ যদি না তাঁদের দেশের হয়ে কোনও টুর্নামেন্ট ও সিরিজ খেলতে হয় ৷"

তিনি এও জানিয়ে দিয়েছেন, "যদি কোনও ক্রিকেটার যথাযথ কারণ ছাড়াই, ঘরোয়া টুর্নামেন্টের ম্যাচ এড়িয়ে যান, তাহলে সেই ক্রিকেটার জাতীয় দলে সুযোগ পাবেন না ৷" এতবছর পর হঠাৎ করে এই লাগাম টানার কথা কেন মনে হল বিসিসিআই এবং জাতীয় নির্বাচক কমিটির ? এর পিছনে মূলত, কিছু তরুণ ক্রিকেটার রয়েছেন ৷ তাঁদের মধ্যে অন্যতম, জাতীয় দলের হয়ে তিন ফরম্যাটে অভিষেক করে ফেলা ঈশান কিষাণ এবং শ্রেয়স আইয়ার ৷ সূত্রের দাবি অনুযায়ী, ঈশান এবং শ্রেয়স ঘরোয়া টুর্নামেন্ট না-খেলে প্রোমোশন এবং অন্যান্য কাজে নিজেদের ব্যস্ত রাখছেন ৷ যা বিসিসিআই এবং নির্বাচক কমিটি ভালোভাবে নেয়নি ৷

তবে কি সেই কারণেই ঈশান কিষাণ এবং শ্রেয়স আইয়ারকে ঘরের মাঠে আয়োজিত তিন ম্যাচের টি-20 সিরিজ থেকে বাদ দেওয়া হয়েছে ? যে প্রশ্নে, ওই সূত্র কিছু জানাতে চাননি ৷ তিনি বলেন, "বিষয়টা সেরকম নয়... কয়েকজন ক্রিকেটারকে সতর্ক করা হয়েছে এবং স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে, ভবিষ্যতে জাতীয় দলে সুযোগ পেতে হলে, ঘরোয়া টুর্নামেন্টে খেলতে হবে ৷"

তাই আরও একবার এখানে উল্লেখ করা প্রয়োজন ৷ ঘরের মাঠে টি-20 সিরিজে ঈশান এবং শ্রেয়স 16 জনের স্কোয়াডে জায়গা পায়নি ৷ সেই সঙ্গে হার্দিক পান্ডিয়া এবং সূর্যকুমার যাদব চোটের জন্য মাঠের বাইরে ৷ এই পরিস্থিতিতে রোহিত শর্মা এবং বিরাট কোহলি জানিয়ে দিয়েছেন, তাঁরা টি-20 বিশ্বকাপ খেলবেন ৷ সেক্ষেত্রে রোহিত শর্মাকে অধিনায়ক করা হয়েছে ভারতীয় দলের ৷

আর সবশেষে বলতেই হয়, কিংবদন্তি সচিন তেন্ডুলকর হোক বা প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ এমনকী বর্তমানের চেতেশ্বর পূজারা এবং অজিঙ্ক রাহানে ঘরোয়া মরশুম বা রঞ্জি ট্রফিকে বরাবর গুরুত্ব দিয়ে এসেছেন ৷ আর সেটাই শোনা গেল বোর্ডের ওই বিশ্বস্ত সূত্রের মুখেও ৷ সচিন-সৌরভদের উদাহরণ টেনে তিনি প্রশ্ন ছুঁড়ে দিলেন, "জাতীয় দলের দায়িত্ব শেষ হওয়ার পরেই সচিন তেন্ডুলকর এবং সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো উঁচু স্তরের ক্রিকেটাররা ঘরোয়া টুর্নামেন্ট খেলতেন ৷ তাহলে, এখনকার খেলোয়াড়রা কেন খেলবেন না ?"

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন:

  1. 34-এ অস্ট্রেলিয়ার টেস্ট ওপেনার স্টিভ স্মিথ, নিশ্চিত করলেন জর্জ বেইলি
  2. কেপটাউনের পিচ শুধুই 'অসন্তোষজনক', জানাল আইসিসি
  3. অর্জুন পুরস্কারে সম্মানিত শামি, 'এই সম্মান স্বপ্ন' জানালেন বঙ্গপেসার
Last Updated : Jan 10, 2024, 9:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.