ETV Bharat / sports

ICC World Cup 2023: ভারত-পাকিস্তান ম্যাচের অনলাইন টিকিট বিক্রি কবে থেকে? জানাল বিসিসিআই

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 7, 2023, 11:08 PM IST

Updated : Oct 8, 2023, 7:39 AM IST

14 অক্টোবর ভারত-পাকিস্তান ম্যাচের 14000 হাজার অনলাইন টিকিট রিলিজ করল বিসিসিআই ৷ রবিবার দুপুর 12টা থেকেই অনলাইনে টিকিট বুক করতে পারবেন অনুরাগীরা ৷

ICC World Cup 2023
14 অক্টোবর ভারত পাকিস্তান ম্যাচের টিকিট পাবেন কীভাবে

আমেদাবাদ, 7 অক্টোবর: বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্য়াচ নিয়ে এখন উত্তেজনা তুঙ্গে ৷ শনিবার 14 অক্টোবর ম্যাচের 14000 হাজার অনলাইন টিকিট রিলিজ করল বিসিসিআই ৷ আমেদাবাদের এই ম্যাচের জন্য় ইতিমধ্যেই মুখিয়ে আছে দর্শককূল ৷ বিরাট কোহলি-রোহিত শর্মা নাকি বাবর আজম অ্যান্ড কোং, বাজি মারবেন কারা সেটাই এখন দেখার ৷ নরেন্দ্র মোদি স্টেডিয়ামের আসন সংখ্যাা 1,32,000 ৷ এর আগে প্রথম ম্যাচে ভিড় তেমন হয়নি ঠিকই, তবে ভারত-পাকিস্তান ম্যাচে উত্তেজনা বাধ মানবে না তা সকলেরই জানা ৷

এদিন একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে বিসিসিআই জানিয়েছে, "রবিবার দুপুর বারোটা থেকে শুরু হবে টিকিট বিক্রি ৷ অনুরাগীরা চাইলে https://tickets.cricketworldcup.com এই ওয়েবসাইটে গিয়ে টিকিট সংগ্রহ করতে পারবেন ৷" পাকিস্তান প্রায় 7 বছর পর আবার ভারতে এসেছে ৷ এর আগে 2016 সালে টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে এসেছিল পাকিস্তান ৷ শাহিদ আফ্রিদির দল টি-20 বিশ্বকাপের আসরে সেবার লড়েছিল ভারতের বিরুদ্ধে ৷

আরও পড়ুন: রাজধানীতে 754 রানের ম্যাচে প্রোটিয়াদের কাছে হার শ্রীলঙ্কার

রাজনৈতিক সম্পর্কের টানাপোড়েনের জেরে এই মুহূর্তে দুই দেশের মধ্যে কোনও দ্বিপাক্ষিক সিরিজ হয় না ৷ আর তাই স্বাভাবিকভাবেই এশিয়ান ক্রিকেট কাউন্সিলের কোনও টুর্নামেন্ট যেমন এশিয়া কাপ অথবা আইসিসির কোনও ইভেন্ট থাকলে তবেই সম্মুখসমরে নামতে পারে এই দুই দল ৷ এর আগে 2011 সালে বিশ্বকাপেও ভারতের মাটিতে খেলেছিল পাকিস্তান ৷ সেবার অবশ্য হারের সম্মুখীন হতে হয় তাঁদের ৷ এবারের সফর জয় দিয়েই শুরু করেছে পাকিস্তান ৷ আর অন্যদিকে ভারত মাঠে নামছে আগামী রবিবার ৷ ভারতের প্রথম প্রতিপক্ষ অস্ট্রেলিয়া ৷

আরও পড়ুন: 'এবার আর কাজ অসম্পূর্ণ রাখতে চাই না', বিশ্বকাপের সফর শুরুর আগে বললেন রোহিত

আমেদাবাদ, 7 অক্টোবর: বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্য়াচ নিয়ে এখন উত্তেজনা তুঙ্গে ৷ শনিবার 14 অক্টোবর ম্যাচের 14000 হাজার অনলাইন টিকিট রিলিজ করল বিসিসিআই ৷ আমেদাবাদের এই ম্যাচের জন্য় ইতিমধ্যেই মুখিয়ে আছে দর্শককূল ৷ বিরাট কোহলি-রোহিত শর্মা নাকি বাবর আজম অ্যান্ড কোং, বাজি মারবেন কারা সেটাই এখন দেখার ৷ নরেন্দ্র মোদি স্টেডিয়ামের আসন সংখ্যাা 1,32,000 ৷ এর আগে প্রথম ম্যাচে ভিড় তেমন হয়নি ঠিকই, তবে ভারত-পাকিস্তান ম্যাচে উত্তেজনা বাধ মানবে না তা সকলেরই জানা ৷

এদিন একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে বিসিসিআই জানিয়েছে, "রবিবার দুপুর বারোটা থেকে শুরু হবে টিকিট বিক্রি ৷ অনুরাগীরা চাইলে https://tickets.cricketworldcup.com এই ওয়েবসাইটে গিয়ে টিকিট সংগ্রহ করতে পারবেন ৷" পাকিস্তান প্রায় 7 বছর পর আবার ভারতে এসেছে ৷ এর আগে 2016 সালে টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে এসেছিল পাকিস্তান ৷ শাহিদ আফ্রিদির দল টি-20 বিশ্বকাপের আসরে সেবার লড়েছিল ভারতের বিরুদ্ধে ৷

আরও পড়ুন: রাজধানীতে 754 রানের ম্যাচে প্রোটিয়াদের কাছে হার শ্রীলঙ্কার

রাজনৈতিক সম্পর্কের টানাপোড়েনের জেরে এই মুহূর্তে দুই দেশের মধ্যে কোনও দ্বিপাক্ষিক সিরিজ হয় না ৷ আর তাই স্বাভাবিকভাবেই এশিয়ান ক্রিকেট কাউন্সিলের কোনও টুর্নামেন্ট যেমন এশিয়া কাপ অথবা আইসিসির কোনও ইভেন্ট থাকলে তবেই সম্মুখসমরে নামতে পারে এই দুই দল ৷ এর আগে 2011 সালে বিশ্বকাপেও ভারতের মাটিতে খেলেছিল পাকিস্তান ৷ সেবার অবশ্য হারের সম্মুখীন হতে হয় তাঁদের ৷ এবারের সফর জয় দিয়েই শুরু করেছে পাকিস্তান ৷ আর অন্যদিকে ভারত মাঠে নামছে আগামী রবিবার ৷ ভারতের প্রথম প্রতিপক্ষ অস্ট্রেলিয়া ৷

আরও পড়ুন: 'এবার আর কাজ অসম্পূর্ণ রাখতে চাই না', বিশ্বকাপের সফর শুরুর আগে বললেন রোহিত

Last Updated : Oct 8, 2023, 7:39 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.