ETV Bharat / sports

Team India Coach : ভাবনায় দ্রাবিড়কে রেখেই বিরাটদের কোচের পদে আবেদন চাইল বিসিসিআই - Rahul Dravid

একদা সতীর্থ, প্রিয় বন্ধুকে অনেক অনুরোধ করে অবশেষে রাজি করিয়েছেন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ দু'বছরের চুক্তিতে নাকি ভারতীয় দলের কোচ হচ্ছেন রাহুল দ্রাবিড় ৷ সব ঠিকঠাক থাকলেও বিসিসিআই'কে তার কাজ তো করতেই হবে ৷

Team India Coach
ভাবনায় দ্রাবিড় তবু কোচের পদে আবেদন চাইল বিসিসিআই
author img

By

Published : Oct 17, 2021, 5:05 PM IST

Updated : Oct 17, 2021, 5:28 PM IST

মুম্বই, 17 অক্টোবর : ভারতীয় ক্রিকেটে শাস্ত্রীয় জমানার অবসান হচ্ছে আসন্ন টি-20 বিশ্বকাপের ঠিক পরেই ৷ 'মেন ইন ব্লু'র কোচের হটসিটে রবি শাস্ত্রীর জুতোয় পা গলাবেন কে? জোর চর্চা ক্রিকেটমহলে ৷ আইপিএল ফাইনালের রাতেই কোহলিদের পরবর্তী কোচ বাছাই ইস্যুতে বড়সড় ডেভলপমেন্ট সেরে নিয়েছে বিসিসিআই ৷ জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধানের পদ থেকে সরিয়ে রাহুল শারদ দ্রাবিড়কে কোহলিদের হেডস্য়ার পদে বসাচ্ছে বিসিসিআই ৷ দিনের আলো দেখার খুব কাছে দেশের ক্রিকেট অনুরাগীদের বহুদিনের স্বপ্ন ৷

একদা বিশ্বস্ত সতীর্থ, প্রিয় বন্ধুকে অনেক অনুরোধ করে অবশেষে রাজি করিয়েছেন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ দু'বছরের চুক্তিতে নাকি ভারতীয় দলের কোচ হচ্ছেন রাহুল দ্রাবিড় ৷ সব ঠিকঠাক থাকলেও বিসিসিআই'কে তার কাজ তো করতেই হবে ৷ তাই দ্রাবিড়কে ভাবনায় রেখেও রবিবার কোচের পদে আবেদন চেয়ে বিজ্ঞপ্তি জারি করল বিসিসিআই ৷

তবে হেড কোচের পদেই কেবল নয়, কোহলিদের বোলিং এবং ফিল্ডিং কোচের পদেও আবেদন জানানোর কথাও জানিয়েছে সৌরভের বোর্ড ৷ কারণ শাস্ত্রীর সঙ্গেই টি-20 বিশ্বকাপের পর মেয়াদ শেষ হচ্ছে ভরত অরুণ এবং আর শ্রীধরের ৷ ব্যাটিং কোচ হিসেবে বিক্রম রাঠোর তাঁর দায়িত্ব সামলাবেল সেটা একপ্রকার নিশ্চিত, তবে পুনরায় আবেদন করতে হবে তাঁকেও ৷

আরও পড়ুন : শাস্ত্রীর উত্তরসূরী দ্রাবিড়, বিরাট বললেন "নো আইডিয়া"

একইসঙ্গে বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির স্পোর্টস সায়েন্সের প্রধান বিভাগের জন্য়েও আবেদন চেয়েছে বিসিসিআই ৷ জাতীয় পুরুষ দলের প্রধান কোচের পদে আবেদনের শেষ তারিখ 26 অক্টোবর ৷ অন্যান্য পদে আগামী 3 নভেম্বর পর্যন্ত আবেদন জানানো যাবে ৷

মুম্বই, 17 অক্টোবর : ভারতীয় ক্রিকেটে শাস্ত্রীয় জমানার অবসান হচ্ছে আসন্ন টি-20 বিশ্বকাপের ঠিক পরেই ৷ 'মেন ইন ব্লু'র কোচের হটসিটে রবি শাস্ত্রীর জুতোয় পা গলাবেন কে? জোর চর্চা ক্রিকেটমহলে ৷ আইপিএল ফাইনালের রাতেই কোহলিদের পরবর্তী কোচ বাছাই ইস্যুতে বড়সড় ডেভলপমেন্ট সেরে নিয়েছে বিসিসিআই ৷ জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধানের পদ থেকে সরিয়ে রাহুল শারদ দ্রাবিড়কে কোহলিদের হেডস্য়ার পদে বসাচ্ছে বিসিসিআই ৷ দিনের আলো দেখার খুব কাছে দেশের ক্রিকেট অনুরাগীদের বহুদিনের স্বপ্ন ৷

একদা বিশ্বস্ত সতীর্থ, প্রিয় বন্ধুকে অনেক অনুরোধ করে অবশেষে রাজি করিয়েছেন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ দু'বছরের চুক্তিতে নাকি ভারতীয় দলের কোচ হচ্ছেন রাহুল দ্রাবিড় ৷ সব ঠিকঠাক থাকলেও বিসিসিআই'কে তার কাজ তো করতেই হবে ৷ তাই দ্রাবিড়কে ভাবনায় রেখেও রবিবার কোচের পদে আবেদন চেয়ে বিজ্ঞপ্তি জারি করল বিসিসিআই ৷

তবে হেড কোচের পদেই কেবল নয়, কোহলিদের বোলিং এবং ফিল্ডিং কোচের পদেও আবেদন জানানোর কথাও জানিয়েছে সৌরভের বোর্ড ৷ কারণ শাস্ত্রীর সঙ্গেই টি-20 বিশ্বকাপের পর মেয়াদ শেষ হচ্ছে ভরত অরুণ এবং আর শ্রীধরের ৷ ব্যাটিং কোচ হিসেবে বিক্রম রাঠোর তাঁর দায়িত্ব সামলাবেল সেটা একপ্রকার নিশ্চিত, তবে পুনরায় আবেদন করতে হবে তাঁকেও ৷

আরও পড়ুন : শাস্ত্রীর উত্তরসূরী দ্রাবিড়, বিরাট বললেন "নো আইডিয়া"

একইসঙ্গে বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির স্পোর্টস সায়েন্সের প্রধান বিভাগের জন্য়েও আবেদন চেয়েছে বিসিসিআই ৷ জাতীয় পুরুষ দলের প্রধান কোচের পদে আবেদনের শেষ তারিখ 26 অক্টোবর ৷ অন্যান্য পদে আগামী 3 নভেম্বর পর্যন্ত আবেদন জানানো যাবে ৷

Last Updated : Oct 17, 2021, 5:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.