ETV Bharat / sports

Sourav Ganguly : দুবাইয়ে কার রেসিংয়ে মজে সৌরভ, সমালোচনার জেরে মুছলেন পোস্ট - car racing

কোটিপতি লিগের দ্বিতীয় ভাগের আয়োজনে এইমূহূর্তে দুবাইয়ে রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায় ৷

Sourav Ganguly
Sourav Ganguly
author img

By

Published : Jun 8, 2021, 7:27 AM IST

দুবাই, 8 জুন : বেশিদিন হয়নি ইনস্টাগ্রামে পা রেখেছেন ৷ ইনস্টা পোস্টে ছোট ছোট ভাললাগাগুলো শেয়ার করে থাকেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ পছন্দের বাটনে চাপ দিতে কার্পণ্য় করেন না সৌরভ অনুরাগীরাও ৷ সম্প্রতি দুবাইয়ে গিয়ে কার রেসিংয়ে অংশ নিয়েছিলেন মহারাজ ৷ হাতে হেলমেট নিয়ে ও কার রেসারের পোশাকে ছবি শেয়ার করেছিলেন অনুরাগীদের সঙ্গে ৷ যদিও কিছুক্ষণ পর সেই পোস্ট মুছে দিতে বাধ্য হন সৌরভ !

2021 আইপিএলের বাকি অংশ অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরশাহীতে ৷ শুরু হচ্ছে 19 সেপ্টেম্বর ৷ ফাইনাল ম্যাচ রয়েছে 15 অক্টোবর ৷ কোটিপতি লিগের দ্বিতীয় ভাগের আয়োজনে এইমূহূর্তে দুবাইয়ে রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ যেখানে করোনার বাড়াবাড়ি নেই ৷ লকডাউন, কার্ফু নেই ৷ বাধানিষেধের গণ্ডি না থাকায় নতুন কিছু করার উদ্দেশে কার রেসিংয়ে নেমে পড়েছিলেন সৌরভ ৷ রেসারদের লাল, কালো পোশাক ও মাথায় হেলমেট চড়িয়ে নেমে পড়েছিলেন ট্র্যাকে ৷

সৌরভের ইনস্টা পোস্ট
সৌরভের ইনস্টা পোস্ট

ইনস্টাগ্রামে সেই ছবি দিয়ে লেখেন, "আজ কার রেসিং করলাম ৷ অবিশ্বাস্য় গরম অনুভব করছি ৷" জানা গিয়েছে, দুবাই মোটর সিটির দুবাই অটোড্রমে গিয়ে কার রেসিংয়ের মজা উপভোগ করেছেন সৌরভ ৷ প্যানডেমিকের মধ্যে এমন ছবি দিয়ে সমালোচনার মুখে পড়েন ৷ একজন অনুরাগী লিখেছেন, "এসব বোকা বোকা কাজ না করে সমাজের জন্য কিছু করুন ৷ এতে মানুষ আপনাকে আরও বেশি পছন্দ করবে ৷"

আরও পড়ুন : অবশিষ্ট আইপিএল শুরু 19 সেপ্টেম্বর, ফাইনাল 15 অক্টোবর

অন্য একজন লেখেন, "নিজের স্বাস্থ্যের খেয়াল রাখুন ৷ এসব এড়িয়ে চলার চেষ্টা করুন ৷" চলতি বছরের প্রথমদিকে হার্টের সমস্যা ধরা পড়েছিল সৌরভের ৷ বুকে দুটি স্টেন্ট বসানো রয়েছে তাঁর ৷ তাই করোনা পরিস্থিতিতে এসব করে স্বাস্থ্যের বারোটা না বাজানোর পরামর্শ দিয়েছেন কেউ কেউ ৷ ট্রোলের চাপে পোস্টটা মুছে দিতে বাধ্য হন সৌরভ ৷

দুবাই, 8 জুন : বেশিদিন হয়নি ইনস্টাগ্রামে পা রেখেছেন ৷ ইনস্টা পোস্টে ছোট ছোট ভাললাগাগুলো শেয়ার করে থাকেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ পছন্দের বাটনে চাপ দিতে কার্পণ্য় করেন না সৌরভ অনুরাগীরাও ৷ সম্প্রতি দুবাইয়ে গিয়ে কার রেসিংয়ে অংশ নিয়েছিলেন মহারাজ ৷ হাতে হেলমেট নিয়ে ও কার রেসারের পোশাকে ছবি শেয়ার করেছিলেন অনুরাগীদের সঙ্গে ৷ যদিও কিছুক্ষণ পর সেই পোস্ট মুছে দিতে বাধ্য হন সৌরভ !

2021 আইপিএলের বাকি অংশ অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরশাহীতে ৷ শুরু হচ্ছে 19 সেপ্টেম্বর ৷ ফাইনাল ম্যাচ রয়েছে 15 অক্টোবর ৷ কোটিপতি লিগের দ্বিতীয় ভাগের আয়োজনে এইমূহূর্তে দুবাইয়ে রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ যেখানে করোনার বাড়াবাড়ি নেই ৷ লকডাউন, কার্ফু নেই ৷ বাধানিষেধের গণ্ডি না থাকায় নতুন কিছু করার উদ্দেশে কার রেসিংয়ে নেমে পড়েছিলেন সৌরভ ৷ রেসারদের লাল, কালো পোশাক ও মাথায় হেলমেট চড়িয়ে নেমে পড়েছিলেন ট্র্যাকে ৷

সৌরভের ইনস্টা পোস্ট
সৌরভের ইনস্টা পোস্ট

ইনস্টাগ্রামে সেই ছবি দিয়ে লেখেন, "আজ কার রেসিং করলাম ৷ অবিশ্বাস্য় গরম অনুভব করছি ৷" জানা গিয়েছে, দুবাই মোটর সিটির দুবাই অটোড্রমে গিয়ে কার রেসিংয়ের মজা উপভোগ করেছেন সৌরভ ৷ প্যানডেমিকের মধ্যে এমন ছবি দিয়ে সমালোচনার মুখে পড়েন ৷ একজন অনুরাগী লিখেছেন, "এসব বোকা বোকা কাজ না করে সমাজের জন্য কিছু করুন ৷ এতে মানুষ আপনাকে আরও বেশি পছন্দ করবে ৷"

আরও পড়ুন : অবশিষ্ট আইপিএল শুরু 19 সেপ্টেম্বর, ফাইনাল 15 অক্টোবর

অন্য একজন লেখেন, "নিজের স্বাস্থ্যের খেয়াল রাখুন ৷ এসব এড়িয়ে চলার চেষ্টা করুন ৷" চলতি বছরের প্রথমদিকে হার্টের সমস্যা ধরা পড়েছিল সৌরভের ৷ বুকে দুটি স্টেন্ট বসানো রয়েছে তাঁর ৷ তাই করোনা পরিস্থিতিতে এসব করে স্বাস্থ্যের বারোটা না বাজানোর পরামর্শ দিয়েছেন কেউ কেউ ৷ ট্রোলের চাপে পোস্টটা মুছে দিতে বাধ্য হন সৌরভ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.