ETV Bharat / sports

BCCI-Adidas Agreement: ভারতীয় দলের নয়া কিট স্পনসর অ্যাডিডাস, টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেই নতুন জার্সিতে রোহিতরা - বিসিসিআই

ভারতীয় দলের কিট স্পনসর হিসেবে বিসিসিআই-এর সঙ্গে চুক্তি করল অ্যাডিডাস ৷ ভারতীয় পুরুষ, মহিলা এবং অনূর্ধ্ব-19 দলের কিট স্পনসর হবে আন্তর্জাতিক এই স্পোর্টস মার্চেন্ডাইস ৷ ভারতীয় দলের জার্সির জন্য বিশেষ লোগো উন্মোচন করা হয়েছে ৷

BCCI-Adidas ETV BHARAT
BCCI-Adidas
author img

By

Published : May 23, 2023, 3:58 PM IST

মুম্বই, 23 মে: বিশ্ববিখ্যাত স্পোর্টস কিট প্রস্তুতকারক সংস্থা অ্যাডিডাসের সঙ্গে 5 বছরের চুক্তিবদ্ধ হল বিসিসিআই ৷ ভারতীয় পুরুষ, মহিলা এবং অনূর্ধ্ব-19 দলের অফিসিয়াল কিট স্পনসর হল জার্মানির আন্তর্জাতিক এই স্পোর্টস মার্চেন্ডাইস ৷ মঙ্গলবার বিসিসিআই-এর তরফে অফিসিয়াল ঘোষণা করা হয়েছে ৷ সেই সঙ্গে ভারতীয় জার্সিতে অ্যাডিডাসের যে বিশেষ লোগো থাকবে, তার আত্মপ্রকাশ করল ভারতীয় ক্রিকেট বোর্ড ৷ যাকে ‘থ্রি-স্ট্রাইপস’ নাম দেওয়া হয়েছে ৷ আর এই ‘থ্রি-স্ট্রাইপস’-এ ভারতীয় ক্রিকেটের সাফল্যের মুহূর্তগুলিকে তুলে ধরবে ৷

আজ বিসিসিআই-এর তরফে একটি টিজার উন্মোচন করা হয়েছে ৷ সেখানে 1983 সালে প্রথমবার ভারতের বিশ্বকাপ জয়, টি-20 বিশ্বকাপ জয়, 2011 বিশ্বকাপ, সচিন তেন্ডুলকর, বিরাট কোহলি, রোহিত শর্মা, ঝুলন গোস্বামী, মিতালি রাজ এবং হরমনপ্রীত কউরদের সাফল্যের মুহূর্তগুলিকেযুক্ত করা হয়েছে ৷ আর সেই সব মুহূর্তগুলিকেই ভারতীয় দলের জার্সিতে ব্যবহার করা অ্যাডিডাসের লোগোতে জায়গা দেওয়া হয়েছে ৷

2023 সালের জুন মাস থেকে এই চুক্তি কার্যকর হচ্ছে ৷ 2028 সালের মার্চ মাস পর্যন্ত বিসিসিআই ও অ্যাডিডাসের মধ্যে চুক্তি হয়েছে ৷ বিসিসিআই জানিয়েছে, আগামী 7 জুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতীয় দল তাদের নতুন কিট স্পনসরের জার্সি পরে মাঠে নামবে ৷ অ্যাডিডাসের সঙ্গে এই চুক্তির কথা সোমবারই জানিয়েছিলেন বিসিসিআই সচিব জয় শাহ ৷ এদিন বোর্ডের বিজ্ঞপ্তিতেও তিনি নিজের বক্তব্য জানিয়েছেন ৷ জয় শাহ বলেছেন, ‘‘আমরা ক্রিকেটের উন্নতির স্বার্থে এবং এই খেলাকে এগিয়ে নিয়ে যেতে বদ্ধপরিকর ৷ আর এই চেষ্টায় বিশ্বের সেরা স্পোর্টসওয়্যার ব্র্যান্ড অ্যাডিডাসের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে আমরা খুবই আনন্দিত ৷’’

আরও পড়ুন: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলতে মঙ্গলবারই লন্ডন পাড়ি বিরাটদের

অ্যাডিডাস সিইও বোরন গ্লাডেন এই চুক্তি নিয়ে বলেছেন, ‘‘বিশ্বের অন্যতম ঐতিহ্যশালী ভারতীয় ক্রিকেট দল এবং বিসিসিআই-এর সঙ্গে চুক্তি করে আমরা গর্বিত ৷ ভারতে ক্রিকেট সবচেয়ে জনপ্রিয় খেলা ৷ আর সেখানে বিনিয়োগ এবং নিজেদের আত্মপ্রকাশ করতে পারা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ ৷ তাই বিসিসিআই-এর থেকে ভালো পার্টনার কেউ হতে পারে না ৷ আমরা বিশ্বাস করি আগামী দশকে ভারত স্পোর্টস মার্কেট হিসেবে বিশ্বে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে ৷ ভারতের সেরা ব্র্যান্ড হওয়ার জন্য, আমাদের দলকে সমর্থন করার জন্য বদ্ধপরিকর ৷’’ উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসেই বিসিসিআই এবং অ্যাডিডাসের এই চুক্তির খবর প্রকাশ্যে এসেছিল ৷

মুম্বই, 23 মে: বিশ্ববিখ্যাত স্পোর্টস কিট প্রস্তুতকারক সংস্থা অ্যাডিডাসের সঙ্গে 5 বছরের চুক্তিবদ্ধ হল বিসিসিআই ৷ ভারতীয় পুরুষ, মহিলা এবং অনূর্ধ্ব-19 দলের অফিসিয়াল কিট স্পনসর হল জার্মানির আন্তর্জাতিক এই স্পোর্টস মার্চেন্ডাইস ৷ মঙ্গলবার বিসিসিআই-এর তরফে অফিসিয়াল ঘোষণা করা হয়েছে ৷ সেই সঙ্গে ভারতীয় জার্সিতে অ্যাডিডাসের যে বিশেষ লোগো থাকবে, তার আত্মপ্রকাশ করল ভারতীয় ক্রিকেট বোর্ড ৷ যাকে ‘থ্রি-স্ট্রাইপস’ নাম দেওয়া হয়েছে ৷ আর এই ‘থ্রি-স্ট্রাইপস’-এ ভারতীয় ক্রিকেটের সাফল্যের মুহূর্তগুলিকে তুলে ধরবে ৷

আজ বিসিসিআই-এর তরফে একটি টিজার উন্মোচন করা হয়েছে ৷ সেখানে 1983 সালে প্রথমবার ভারতের বিশ্বকাপ জয়, টি-20 বিশ্বকাপ জয়, 2011 বিশ্বকাপ, সচিন তেন্ডুলকর, বিরাট কোহলি, রোহিত শর্মা, ঝুলন গোস্বামী, মিতালি রাজ এবং হরমনপ্রীত কউরদের সাফল্যের মুহূর্তগুলিকেযুক্ত করা হয়েছে ৷ আর সেই সব মুহূর্তগুলিকেই ভারতীয় দলের জার্সিতে ব্যবহার করা অ্যাডিডাসের লোগোতে জায়গা দেওয়া হয়েছে ৷

2023 সালের জুন মাস থেকে এই চুক্তি কার্যকর হচ্ছে ৷ 2028 সালের মার্চ মাস পর্যন্ত বিসিসিআই ও অ্যাডিডাসের মধ্যে চুক্তি হয়েছে ৷ বিসিসিআই জানিয়েছে, আগামী 7 জুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতীয় দল তাদের নতুন কিট স্পনসরের জার্সি পরে মাঠে নামবে ৷ অ্যাডিডাসের সঙ্গে এই চুক্তির কথা সোমবারই জানিয়েছিলেন বিসিসিআই সচিব জয় শাহ ৷ এদিন বোর্ডের বিজ্ঞপ্তিতেও তিনি নিজের বক্তব্য জানিয়েছেন ৷ জয় শাহ বলেছেন, ‘‘আমরা ক্রিকেটের উন্নতির স্বার্থে এবং এই খেলাকে এগিয়ে নিয়ে যেতে বদ্ধপরিকর ৷ আর এই চেষ্টায় বিশ্বের সেরা স্পোর্টসওয়্যার ব্র্যান্ড অ্যাডিডাসের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে আমরা খুবই আনন্দিত ৷’’

আরও পড়ুন: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলতে মঙ্গলবারই লন্ডন পাড়ি বিরাটদের

অ্যাডিডাস সিইও বোরন গ্লাডেন এই চুক্তি নিয়ে বলেছেন, ‘‘বিশ্বের অন্যতম ঐতিহ্যশালী ভারতীয় ক্রিকেট দল এবং বিসিসিআই-এর সঙ্গে চুক্তি করে আমরা গর্বিত ৷ ভারতে ক্রিকেট সবচেয়ে জনপ্রিয় খেলা ৷ আর সেখানে বিনিয়োগ এবং নিজেদের আত্মপ্রকাশ করতে পারা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ ৷ তাই বিসিসিআই-এর থেকে ভালো পার্টনার কেউ হতে পারে না ৷ আমরা বিশ্বাস করি আগামী দশকে ভারত স্পোর্টস মার্কেট হিসেবে বিশ্বে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে ৷ ভারতের সেরা ব্র্যান্ড হওয়ার জন্য, আমাদের দলকে সমর্থন করার জন্য বদ্ধপরিকর ৷’’ উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসেই বিসিসিআই এবং অ্যাডিডাসের এই চুক্তির খবর প্রকাশ্যে এসেছিল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.