মুম্বই, 4 মে : জল্পনাই সত্যি হল শেষমেশ ৷ বোর্ড নিযুক্ত তদন্ত কমিটির রিপোর্টে ঋদ্ধিমান সাহাকে হুমকি দিয়ে দোষী সাব্যস্ত সাংবাদিক বোরিয়া মজুমদারকে দু'বছর নির্বাসিত করল ভারতীয় ক্রিকেট বোর্ড ৷ এ ব্যাপারে বুধবার এক নির্দেশিকা জারি করেছে তারা (BCCI issues order to ban journalist Boria Majumdar for two years) ৷ সাংবাদিক পদের অপব্যবহার, হুমকি এবং বোর্ডের চুক্তিবদ্ধ ক্রিকেটারকে ভয় দেখানোর মত একাধিক ইস্যুতে বঙ্গ সাংবাদিককে দোষী সাব্যস্ত করে বিসিসিআই নিযুক্ত তদন্ত কমিটি ৷
বোর্ডের সহ-সভাপতি রাজীব শুক্লা, কোষাধ্যক্ষ অরুণ ধুমাল এবং অ্যাপেক্স কাউন্সিলের সদস্য প্রভতেজ সিং'য়ের কমিটি যে তদন্ত রিপোর্ট বোর্ডের অ্যাপেক্স কমিটিকে জমা দিয়েছিল, তাতে ঋদ্ধির পাশে থাকারই বার্তা ছিল ৷ আর অ্যাপেক্স কাউন্সিলের কথা মত বোরিয়াকে যে বোর্ড দু'বছর নিষিদ্ধ করতে চলেছে, তাও একপ্রকার নিশ্চিতই ছিল ৷ বুধবার সরকারি সিলমোহর পড়ল তাতে ৷
আরও পড়ুন : দু'বছর বোর্ডের নির্বাসনের মুখে বোরিয়া, অন্তর্ভুক্ত হতে পারেন আইসিসি-র কালো তালিকাতেও
বোর্ডের নির্দেশিকা অনুযায়ী আগামী দু'বছর সংবাদ কর্মী হিসেবে ভারতের কোনওরকম ঘরোয়া এবং আন্তর্জাতিক টুর্নামেন্টের অ্যাক্রিডিটেশন বা স্বীকৃতি পাবেন না বোরিয়া ৷ বিসিসিআই'য়ের অন্তর্বর্তীকালীন সিইও হেমাঙ্গ আমিন খোলা চিঠিতে বিষয়টি ইতিমধ্যেই অবগত করেছেন দেশের বিভিন্ন রাজ্য ক্রিকেট সংস্থাগুলোকে ৷ সংশ্লিষ্ট সাংবাদিককে নিষিদ্ধ করার আইসিসি'র কাছেও বিসিসিআই আবেদন করবে বলে শোনা গিয়েছিল ৷ যদিও বিষয়টি নিশ্চিত নয় এখনও ৷
-
BCCI issues order to ban journalist Boria Majumdar for two years for intimidating cricketer Wriddhiman Saha. pic.twitter.com/3NHDr02ULY
— ANI (@ANI) May 4, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">BCCI issues order to ban journalist Boria Majumdar for two years for intimidating cricketer Wriddhiman Saha. pic.twitter.com/3NHDr02ULY
— ANI (@ANI) May 4, 2022BCCI issues order to ban journalist Boria Majumdar for two years for intimidating cricketer Wriddhiman Saha. pic.twitter.com/3NHDr02ULY
— ANI (@ANI) May 4, 2022
প্রোটোকল অনুযায়ী যে সকল সুবিধা থেকে বোরিয়া মজুমদার বঞ্চিত হবেন :
- আগামী দু'বছর সংবাদমাধ্যম কর্মী হিসেবে ভারতের কোনওরকম ঘরোয়া এবং আন্তর্জাতিক টুর্নামেন্টের অ্যাক্রিডিটেশন বা স্বীকৃতি পাবেন না সংশ্লিষ্ট সাংবাদিক ৷
- বোর্ডের চুক্তিবদ্ধ কোনও ক্রিকেটারের সাক্ষাৎকার গ্রহণ থেকে বঞ্চিত থাকতে হবে তাঁকে ৷
- বিসিসিআই এবং মেম্বারস অ্যাসোসিয়েশনের কোনওরকম সুবিধা উপলব্ধ করতে পারবেন না নির্বাসিত সাংবাদিক ৷