ETV Bharat / sports

Cricket Advisory Committee: নির্বাচক কমিটি তৈরিতে ক্রিকেট পরামর্শদাতা কমিটি গড়ল বিসিসিআই - সচিন তেন্ডুলকর

তিন সদস্যের ক্রিকেট পরামর্শদাতা কমিটি (Cricket Advisory Committee) তৈরি করা হয়েছে ৷ কমিটিতে রয়েছেন অশোক মালহোত্রা, যতীন পরাঞ্জপে ও সুলক্ষণা নায়েক ৷

BCCI formed Cricket Advisory Committee with three former cricketers
Cricket Advisory Committee: নির্বাচক কমিটি তৈরিতে ক্রিকেট পরামর্শদাতা কমিটি গড়ল বিসিসিআই
author img

By

Published : Dec 1, 2022, 8:18 PM IST

মুম্বই, 1 ডিসেম্বর: ক্রিকেট পরামর্শদাতা কমিটি (Cricket Advisory Committee) তৈরি করল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (Board of Control for Cricket in India) ৷ তিন সদস্য়ের এই কমিটিতে রয়েছেন অশোক মালহোত্রা (Ashok Malhotra), যতীন পরাঞ্জপে (Jatin Paranjape) ও সুলক্ষণা নায়েক (Sulakshana Naik) ৷ এই তিনজনের কাজ হতে চলেছে ভারতীয় পুরুষ ক্রিকেট দলের নির্বাচক মণ্ডলী (Selection Committee) তৈরি করা ৷ নির্বাচক হতে চেয়ে যাঁরা বিসিসিআই-এর কাছে আবেদন করেছেন, তাঁদের ইন্টারভিউ নিয়ে নির্বাচক মণ্ডলী তৈরি করবেন এই তিনজন ৷

সম্প্রতি অস্ট্রেলিয়ায় টি-20 ক্রিকেট বিশ্বকাপে হারের পর বিরাট-রোহিতদের নির্বাচক কমিটির সদস্যদের সরিয়ে দেয় বিসিসিআই (BCCI) ৷ ওই কমিটির মাথায় ছিলেন প্রাক্তন ক্রিকেটার চেতন শর্মা ৷ আপাতত চেতনের কমিটিকে অস্থায়ীভাবে দায়িত্ব দিয়ে রাখা হয়েছে নতুন কমিটি তৈরি না হওয়া পর্যন্ত ৷

এর আগেও ভারতীয় ক্রিকেটে এই ধরনের ক্রিকেট পরামর্শদাতা কমিটি (CAC) তৈরি করা হয়েছিল ৷ 2020 সালের এই ধরনের একটি কমিটি তৈরি করা হয় এক বছরের জন্য ৷ সেই কমিটিতে ছিলেন মদন লাল, সুলক্ষণা নায়েক ও আরপি সিং ৷ বছর খানেক আগে রাহুল দ্রাবিড়কে ভারতীয় দলের কোচ হিসেবে নিয়োগ করার জন্যও এই ধরনের একটি কমিটি তৈরি করা হয়েছিল ৷

2015 সালে ক্রিকেট পরামর্শদাতা কমিটিতে ছিলেন হাইপ্রোফাইল তিন ক্রিকেটার ৷ তাঁদের একজন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly), দ্বিতীয়জন ভিভিএস লক্ষ্মণ
(VVS Laxman) আর তৃতীয় ব্যক্তি ছিলেন সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) ৷ তাঁদের কাজ ছিল ভারতীয় ক্রিকেট দলের জন্য কোচ, ডিরেক্টর নিয়োগ করা ৷ 2019 সাল পর্যন্ত তাঁরা দায়িত্বে ছিলেন ৷ যেহেতু তাঁরা আইপিএলের (IPL) সঙ্গেও যুক্ত ছিলেন, তাই ওই পদে থাকার জন্য স্বার্থের সংঘাত তৈরি হয়েছিল ৷ সেই কারণে তাঁরা সেই সময় পদত্যাগ করেন ৷

আরও পড়ুন: বৃষ্টিতে পরিত্যক্ত তৃতীয় ম্যাচ, কিউয়িদের বিরুদ্ধে 1-0 সিরিজ হার ভারতের

মুম্বই, 1 ডিসেম্বর: ক্রিকেট পরামর্শদাতা কমিটি (Cricket Advisory Committee) তৈরি করল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (Board of Control for Cricket in India) ৷ তিন সদস্য়ের এই কমিটিতে রয়েছেন অশোক মালহোত্রা (Ashok Malhotra), যতীন পরাঞ্জপে (Jatin Paranjape) ও সুলক্ষণা নায়েক (Sulakshana Naik) ৷ এই তিনজনের কাজ হতে চলেছে ভারতীয় পুরুষ ক্রিকেট দলের নির্বাচক মণ্ডলী (Selection Committee) তৈরি করা ৷ নির্বাচক হতে চেয়ে যাঁরা বিসিসিআই-এর কাছে আবেদন করেছেন, তাঁদের ইন্টারভিউ নিয়ে নির্বাচক মণ্ডলী তৈরি করবেন এই তিনজন ৷

সম্প্রতি অস্ট্রেলিয়ায় টি-20 ক্রিকেট বিশ্বকাপে হারের পর বিরাট-রোহিতদের নির্বাচক কমিটির সদস্যদের সরিয়ে দেয় বিসিসিআই (BCCI) ৷ ওই কমিটির মাথায় ছিলেন প্রাক্তন ক্রিকেটার চেতন শর্মা ৷ আপাতত চেতনের কমিটিকে অস্থায়ীভাবে দায়িত্ব দিয়ে রাখা হয়েছে নতুন কমিটি তৈরি না হওয়া পর্যন্ত ৷

এর আগেও ভারতীয় ক্রিকেটে এই ধরনের ক্রিকেট পরামর্শদাতা কমিটি (CAC) তৈরি করা হয়েছিল ৷ 2020 সালের এই ধরনের একটি কমিটি তৈরি করা হয় এক বছরের জন্য ৷ সেই কমিটিতে ছিলেন মদন লাল, সুলক্ষণা নায়েক ও আরপি সিং ৷ বছর খানেক আগে রাহুল দ্রাবিড়কে ভারতীয় দলের কোচ হিসেবে নিয়োগ করার জন্যও এই ধরনের একটি কমিটি তৈরি করা হয়েছিল ৷

2015 সালে ক্রিকেট পরামর্শদাতা কমিটিতে ছিলেন হাইপ্রোফাইল তিন ক্রিকেটার ৷ তাঁদের একজন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly), দ্বিতীয়জন ভিভিএস লক্ষ্মণ
(VVS Laxman) আর তৃতীয় ব্যক্তি ছিলেন সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) ৷ তাঁদের কাজ ছিল ভারতীয় ক্রিকেট দলের জন্য কোচ, ডিরেক্টর নিয়োগ করা ৷ 2019 সাল পর্যন্ত তাঁরা দায়িত্বে ছিলেন ৷ যেহেতু তাঁরা আইপিএলের (IPL) সঙ্গেও যুক্ত ছিলেন, তাই ওই পদে থাকার জন্য স্বার্থের সংঘাত তৈরি হয়েছিল ৷ সেই কারণে তাঁরা সেই সময় পদত্যাগ করেন ৷

আরও পড়ুন: বৃষ্টিতে পরিত্যক্ত তৃতীয় ম্যাচ, কিউয়িদের বিরুদ্ধে 1-0 সিরিজ হার ভারতের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.