মুম্বই, 11 এপ্রিল : দেশের প্রথমসারির এক ক্রীড়া সাংবাদিকের হুমকি ঋদ্ধিমান সাহাকে ৷ বঙ্গ উইকেটরক্ষকের অভিযোগ গ্রহণ করে ঘটনায় আগেই তদন্ত কমিটি গড়েছিল বিসিসিআই ৷ ঋদ্ধির অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটির রিপোর্ট ইতিমধ্যেই হাতে এসেছে বোর্ডের ৷ আগামী 23 এপ্রিল বোর্ডের অ্যাপেক্স কাউন্সিল তদন্ত কমিটির সেই রিপোর্ট পর্যালোচনা করবে (BCCI Apex Council to review probe committee's report on allegations made by Saha) ৷ এরপরেই সংশ্লিষ্ট সাংবাদিকের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে বোর্ড । সাংবাদিকের অপরাধ প্রমাণিত না-হলে সেক্ষেত্রে শাস্তি হতে পারে বঙ্গ ক্রিকেটারের ।
সাক্ষাৎকার দিতে অস্বীকার করায় এক সাংবাদিক তাঁকে হুমকি দিয়েছেন বলে ফেব্রুয়ারির মাঝামাঝি বিতর্ক উসকে দিয়েছিলেন পাপালি (ঋদ্ধির ডাকনাম) । এমনকী সাংবাদিকের সঙ্গে তাঁর হোয়াটস অ্যাপ কথোপকথনের একটি স্ক্রিন শটও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন বছর সাঁইত্রিশের বঙ্গ ক্রিকেটার । দিনকয়েক পর সোশ্যাল মিডিয়ায় ঋদ্ধির অভিযোগের পালটা তাঁর মতামত সোশ্যাল মিডিয়ার প্রকাশ করেন সংশ্লিষ্ট ক্রীড়া সাংবাদিক ।
আরও পড়ুন : হুমকি দেওয়া সাংবাদিকের নাম বিসিসিআইয়ের গড়া কমিটিকে জানালেন ঋদ্ধি
ঘটনার আংশিক সত্যতা স্বীকার করে নিলেও ঋদ্ধির বিরুদ্ধে পালটা স্ক্রিন শট বিকৃত করার অভিযোগ আনেন তিনি । ঘটনায় ঝড় বয়ে গিয়েছিল ভারতীয় ক্রিকেট মহলে । ক্ষোভ থাকলেও সংশ্লিষ্ট সাংবাদিকের নামপ্রকাশে কোনওভাবেই ইচ্ছুক ছিলেন না ঋদ্ধি । তবে বোর্ডের তৈরি তদন্ত কমিটির কাছে প্রোটোকল মেনে নাম জানাতে বাধ্য হন দেশের জার্সিতে ৪০টি টেস্ট খেলা স্টাম্পার-ব্যাটার । বোর্ডের তৈরি তিন সদস্যের তদন্ত কমিটিতে ছিলেন বোর্ডের সহ-সভাপতি রাজীব শুক্লা, কোষাধ্যক্ষ অরুণ ধুমাল এবং অ্যাপেক্স কাউন্সিলের সদস্য প্রভতেজ ভাটিয়া ।