ETV Bharat / sports

BCCI Domestic Season: 28 জুলাই শুরু হচ্ছে ভারতের ঘরোয়া টুুর্নামেন্টের মরশুম - Vijay Hazare Trophy

ঘরোয়া ক্রিকেটের নতুন মরশুমের সূচি প্রকাশ করল বিসিসিআই ৷ 28 জুলাই থেকে শুরু হবে ভারতীয় ক্রিকেটের ঘরোয়া মরশুম ৷ চলবে 2024 সালের 14 মার্চ পর্যন্ত ৷

BCCI Domestic Season ETV BHARAT
BCCI Domestic Season
author img

By

Published : Apr 11, 2023, 1:20 PM IST

মুম্বই, 11 এপ্রিল: 2023-24 ঘরোয়া টুর্নামেন্টের মরশুমের সময়সূচি ঘোষণা করল বিসিসিআই ৷ পুরুষ ও মহিলা দল মিলিয়ে মোট 1846টি ম্যাচ খেলা হবে এই সময়ে ৷ এ বছর জুন মাসের শেষ সপ্তাহ থেকে নতুন মরশুমের ঘরোয়া টুর্নামেন্টগুলি শুরু হবে ৷ চলবে 2024 সালের মার্চ মাস পর্যন্ত ৷ ঘরোয়া ক্রিকেট মরশুমের সূচনা হবে দলীপ ট্রফি দিয়ে ৷ এরপর একে একে দেওধর ট্রফি, ইরানি কাপ, সৈয়দ মুস্কতাক আলি ট্রফি, বিজয় হাজারে ট্রফি, রঞ্জি ট্রফি ৷ মহিলা ক্রিকেটের ঘরোয়া মরশুমে প্রথমে হবে সিনিয়র উইমেন্স ইন্টার জোনাল ট্রফি ৷ মরশুমের শেষ হবে সিনিয়র উইমেন্স ওয়ান-ডে ট্রফি দিয়ে ৷

মঙ্গলবার বিসিসিআই-এর তরফে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে ঘরোয়া ক্রিকেট মরশুমের সময়সূচি প্রকাশ করা হয়েছে ৷ পুরুষদের ঘরোয়া টুর্নামেন্ট শুরু হচ্ছে দলীপ ট্রফি দিয়ে ৷ 2023 সালের 28 জুন থেকে শুরু হবে টুর্নামেন্ট ৷ চলবে 16 জুলাই 2023 পর্যন্ত ৷ এরপর 24 জুলাই থেকে শুরু হবে দেওধর ট্রফি ৷ টুর্নামেন্ট চলবে 3 অগস্ট পর্যন্ত ৷ দলীপ ট্রফি এবং দেওধর ট্রফি অঞ্চল ভিত্তিক বা জোন ভাগ করে খেলা হবে ৷ মোট 6টি জোনে রয়েছে, সেন্ট্রাল, সাউথ, নর্থ, ইস্ট, ওয়েস্ট এবং নর্থ-ইস্ট ৷ 1 অক্টোবর থেকে শুরু হবে ইরানি ট্রফি ৷ 2022-23 মরশুমের রঞ্জি ট্রফি জয়ী সৌরাষ্ট্র বনাম অবশিষ্ট ভারতের মধ্যে খেলা হবে ইরানি ট্রফির ম্যাচ ৷

16 অক্টোবর থেকে শুরু হবে বিসিসিআই-এর সবচেয়ে বড় 3টি টুর্নামেন্ট ৷ সৈয়দ মুস্তাক আলি টি-20 টুর্নামেন্টের সূচনা হবে 16 অক্টোবর থেকে ৷ টুর্নামেন্ট চলবে 6 নভেম্বর পর্যন্ত ৷ মোট 2টি গ্রুপে 7টি করে দল টি-20 টুর্নামেন্টে অংশ নেবে ৷ অর্থাৎ, 14টি দল অংশ নেবে সৈয়দ মুস্তাক আলি টি-20 টুর্নামেন্টে ৷ 23 নভেম্বর থেকে 15 ডিসেম্বর পর্যন্ত হবে বিজয় হাজারে ট্রফি ৷ 24টি দলকে 3টি গ্রুপে ভাগ করা হবে ৷ প্রতি গ্রুপে 8টি করে দল থাকবে ৷

আরও পড়ুন: রবিবারের রাত বিভীষিকা ছিল দয়াল পরিবারের কাছে

আর সবশেষে শুরু হবে বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা ঘরোয়া টুর্নামেন্টগুলির একটি, রঞ্জি ট্রফি ৷ 2024 সালের 5 জানুয়ারি থেকে শুরু হবে নতুন মরশুমের রঞ্জি ট্রফি টুর্নামেন্ট ৷ চলবে আগামী বছরের 14 মার্চ পর্যন্ত ৷ প্রতিবারের মতো পাঁচটি গ্রুপে মোট 38টি দল অংশ নেবে রঞ্জি ট্রফিতে ৷ প্রথম চারটি এলিট গ্রুপে থাকবে 8টি করে দল ৷ আর প্লেট গ্রুপে থাকবে 6টি দল ৷ এলিট গ্রুপের সবক’টি দল 7টি লিগ স্টেজের ম্যাচ খেলবে ৷ আর প্লেট গ্রুপের 6টি দল 5টি করে ম্যাচ খেলবে ৷ প্লেটের 1 নম্বর দলের সঙ্গে এলিট গ্রুপ গুলির মধ্যে পয়েন্ট ও রানরেটের বিচারে আট নম্বরে থাকা দলের একটি ম্যাচ হবে ৷ সেই ম্যাচে জয়ী দল এবং এলিট গ্রুপের প্রথম 7টি দল কোয়ার্টার ফাইনালে যাবে ৷ তারপর সেমি-ফাইনাল এবং ফাইনাল খেলা হবে ৷

মুম্বই, 11 এপ্রিল: 2023-24 ঘরোয়া টুর্নামেন্টের মরশুমের সময়সূচি ঘোষণা করল বিসিসিআই ৷ পুরুষ ও মহিলা দল মিলিয়ে মোট 1846টি ম্যাচ খেলা হবে এই সময়ে ৷ এ বছর জুন মাসের শেষ সপ্তাহ থেকে নতুন মরশুমের ঘরোয়া টুর্নামেন্টগুলি শুরু হবে ৷ চলবে 2024 সালের মার্চ মাস পর্যন্ত ৷ ঘরোয়া ক্রিকেট মরশুমের সূচনা হবে দলীপ ট্রফি দিয়ে ৷ এরপর একে একে দেওধর ট্রফি, ইরানি কাপ, সৈয়দ মুস্কতাক আলি ট্রফি, বিজয় হাজারে ট্রফি, রঞ্জি ট্রফি ৷ মহিলা ক্রিকেটের ঘরোয়া মরশুমে প্রথমে হবে সিনিয়র উইমেন্স ইন্টার জোনাল ট্রফি ৷ মরশুমের শেষ হবে সিনিয়র উইমেন্স ওয়ান-ডে ট্রফি দিয়ে ৷

মঙ্গলবার বিসিসিআই-এর তরফে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে ঘরোয়া ক্রিকেট মরশুমের সময়সূচি প্রকাশ করা হয়েছে ৷ পুরুষদের ঘরোয়া টুর্নামেন্ট শুরু হচ্ছে দলীপ ট্রফি দিয়ে ৷ 2023 সালের 28 জুন থেকে শুরু হবে টুর্নামেন্ট ৷ চলবে 16 জুলাই 2023 পর্যন্ত ৷ এরপর 24 জুলাই থেকে শুরু হবে দেওধর ট্রফি ৷ টুর্নামেন্ট চলবে 3 অগস্ট পর্যন্ত ৷ দলীপ ট্রফি এবং দেওধর ট্রফি অঞ্চল ভিত্তিক বা জোন ভাগ করে খেলা হবে ৷ মোট 6টি জোনে রয়েছে, সেন্ট্রাল, সাউথ, নর্থ, ইস্ট, ওয়েস্ট এবং নর্থ-ইস্ট ৷ 1 অক্টোবর থেকে শুরু হবে ইরানি ট্রফি ৷ 2022-23 মরশুমের রঞ্জি ট্রফি জয়ী সৌরাষ্ট্র বনাম অবশিষ্ট ভারতের মধ্যে খেলা হবে ইরানি ট্রফির ম্যাচ ৷

16 অক্টোবর থেকে শুরু হবে বিসিসিআই-এর সবচেয়ে বড় 3টি টুর্নামেন্ট ৷ সৈয়দ মুস্তাক আলি টি-20 টুর্নামেন্টের সূচনা হবে 16 অক্টোবর থেকে ৷ টুর্নামেন্ট চলবে 6 নভেম্বর পর্যন্ত ৷ মোট 2টি গ্রুপে 7টি করে দল টি-20 টুর্নামেন্টে অংশ নেবে ৷ অর্থাৎ, 14টি দল অংশ নেবে সৈয়দ মুস্তাক আলি টি-20 টুর্নামেন্টে ৷ 23 নভেম্বর থেকে 15 ডিসেম্বর পর্যন্ত হবে বিজয় হাজারে ট্রফি ৷ 24টি দলকে 3টি গ্রুপে ভাগ করা হবে ৷ প্রতি গ্রুপে 8টি করে দল থাকবে ৷

আরও পড়ুন: রবিবারের রাত বিভীষিকা ছিল দয়াল পরিবারের কাছে

আর সবশেষে শুরু হবে বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা ঘরোয়া টুর্নামেন্টগুলির একটি, রঞ্জি ট্রফি ৷ 2024 সালের 5 জানুয়ারি থেকে শুরু হবে নতুন মরশুমের রঞ্জি ট্রফি টুর্নামেন্ট ৷ চলবে আগামী বছরের 14 মার্চ পর্যন্ত ৷ প্রতিবারের মতো পাঁচটি গ্রুপে মোট 38টি দল অংশ নেবে রঞ্জি ট্রফিতে ৷ প্রথম চারটি এলিট গ্রুপে থাকবে 8টি করে দল ৷ আর প্লেট গ্রুপে থাকবে 6টি দল ৷ এলিট গ্রুপের সবক’টি দল 7টি লিগ স্টেজের ম্যাচ খেলবে ৷ আর প্লেট গ্রুপের 6টি দল 5টি করে ম্যাচ খেলবে ৷ প্লেটের 1 নম্বর দলের সঙ্গে এলিট গ্রুপ গুলির মধ্যে পয়েন্ট ও রানরেটের বিচারে আট নম্বরে থাকা দলের একটি ম্যাচ হবে ৷ সেই ম্যাচে জয়ী দল এবং এলিট গ্রুপের প্রথম 7টি দল কোয়ার্টার ফাইনালে যাবে ৷ তারপর সেমি-ফাইনাল এবং ফাইনাল খেলা হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.