মুম্বই, 18 সেপ্টেম্বর: বিশ্বকাপের আগে চূড়ান্ত প্রস্তুতি হিসেবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনম্যাচের একদিনের সিরিজ খেলবে ভারত। সোমবার সেই সিরিজের দল ঘোষণা করে দিল বিসিসিআই। এদিন দু'ভাগে দল ঘোষণা করা হয়েছে বিসিসিআই'য়ের তরফে। প্রথম দু'টি এক দিনের ম্যাচ দল আগে ঘোষণা করা হয়েছে। তারপরে তৃতীয় ম্যাচের দল ঘোষণা করা হয়েছে। দলে জায়গা পেয়েছেন রবিচন্দ্রন অশ্বিন ৷ প্রথম ও দ্বিতীয় ওডিআইতে দলকে নেতৃত্ব দেবেন কেএল রাহুল ও সহঅধিনায়কত্ব করবেন রবীন্দ্র জাডেজা। তৃতীয় ম্যাচে ফিরছেন রোহিত শর্মা ৷ তিনি ছাড়া বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দু'টি ওয়ান ডে'তে বিশ্রাম দেওয়া হয়েছে ৷ যদিও তৃতীয় তথা শেষ ম্যাচে দলে ফিরবেন তাঁরা ৷
এশিয়া কাপে যাঁরা ছিলেন, অজিদের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজে তাঁরাই প্রায় ঘুরিয়ে ফিরিয়ে খেলবেন। তবে দলে অশ্বিনের প্রত্যাবর্তন একটা বড় ব্যাপার। এশিয়া কাপ জিতে রোহিত নিজেও জানিয়েছিলেন অশ্বিনের সঙ্গে তাঁর কথাবার্তা হয় নিয়মিত। যদিও বিশ্বকাপের দলে নেই ডান হাতি স্পিনার ৷ তার আগে একদিনের তিনম্য়াচে সুযোগ পেয়েছেন অশ্বিন ৷ অক্ষর প্যাটেলের চোটের জেরে বিশ্বকাপে রবিচন্দ্রন অশ্বিনের নাম আবারও ভেসে উঠেছে ৷ আর এই সম্ভাবনার কথা অধিনায়ক রোহিত শর্মা নিজেই জানিয়েছেন ৷ আজ, বিসিসিসিআইয়ের তরফে অক্ষরের ফিটনেসের কথা টুইট করেও জানানো হয়েছে ৷ সবমিলিয়ে অস্ট্রেলিয়া সিরিজের দলে অশ্বিনকে রেখে প্রমাণ করা হল যে বিশ্বকাপের ভাবনাতেও তিনি সত্যিই রয়েছেন ৷
" class="align-text-top noRightClick twitterSection" data="এক ঝলকে দেখে নিন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দু'টি ওডিআই'য়ের জন্য ভারতের স্কোয়াড- কেএল রাহুল (অধিনায়ক), রবীন্দ্র জাডেজা (সহ-অধিনায়ক), রুতুরাজ গায়কোয়াড়, শুভমন গিল, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, ঈশান কিষান, শার্দূল ঠাকুর, ওয়াশিংটন সুন্দর, রবিচন্দ্রন অশ্বিন, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, মহম্মদ শামি, এবং প্রসিদ্ধ কৃষ্ণ।
Coming 🆙 next 👉 #INDvAUS
— BCCI (@BCCI) September 18, 2023
Here are the #TeamIndia squads for the IDFC First Bank three-match ODI series against Australia 🙌 pic.twitter.com/Jl7bLEz2tK
">Coming 🆙 next 👉 #INDvAUS
— BCCI (@BCCI) September 18, 2023
Here are the #TeamIndia squads for the IDFC First Bank three-match ODI series against Australia 🙌 pic.twitter.com/Jl7bLEz2tK
Coming 🆙 next 👉 #INDvAUS
— BCCI (@BCCI) September 18, 2023
Here are the #TeamIndia squads for the IDFC First Bank three-match ODI series against Australia 🙌 pic.twitter.com/Jl7bLEz2tK