লাহোর, 6 সেপ্টেম্বর: সুপার ফোরের প্রথম ম্যাচে একাদশে নেই নাজমুল হোসেন শান্ত ৷ ব্যর্থ মেহেদি হাসান মিরাজ ৷ লাহোরে 193 রানেই গুটিয়ে গেল বাংলাদেশ ৷ নাসিম শাহের দুরন্ত বলে খাতা না-খুলেই ক্রিজ ছাড়লেন পদ্মপাড়ের ব্যাটিং ভরসা ৷ বাকিরাও তথৈবচ ৷ নাসিম শাহ, হ্যারিস রউফের স্পেলে কার্যত নাকানিচোবানি খেল বাংলাদেশের ব্যাটিং লাইন-আপ ৷ শেষ পর্যন্ত শাকিব আল হাসান ও মুসফিকুর রহিম জুটি ঘুরে দাঁড়ানোয় মুখরক্ষা হল টাইগারদের ৷
টস জিতে ব্যাট করতে নেমেছিল ‘শাকিব অ্যান্ড কোং’ ৷ শুরুতেই ফেরেন মেহেদি ৷ শান্তর বদলে দলে এসেছিলেন লিটন ৷ লাহোরের গদ্দাফি স্টেডিয়ামের পারফর্ম্যান্সে খুব বেশি নম্বর পাবেন না নাইটদের স্টাম্পার-ব্যাটার ৷ 13 বলে 16 রান করে বাইশ গজ ছাড়লেন ৷ মহম্মদ নইমের অবদান 20 রান ৷ 2 রান করে রউফের বলে উইকেট ভেঙে ক্রিজ ছাড়া তৌহিদ হৃদয় ভরাতে ব্যর্থ ৷
শেষ পর্যন্ত হ্যারিস-নাসিমদের দাপটের সামনে জমাট হয়ে দাঁড়ান শাকিব-মুসফিকুররা ৷ শাকিবের 57 বলে 53 এবং মুসফিকুরের 87 বলে 64 রানের সুবাদের ভদ্রস্থ জায়গায় পৌঁছয় পদ্মাপাড়ের স্কোর ৷ যদিও দুই ব্যাটার ক্রিজ ছাড়তেই ফের ছন্দপতন ৷ দাঁড়াতেই পারলেন না বাকি ব্যাটাররা ৷ শামিম হোসেন (23 বলে 16) ও আফিফ হোসেন (12 বলে 11) চেষ্টা করলেও তা ফলপ্রসূ হয়নি ৷ 4টি উইকেট নিয়েছেন হ্যারিফ রউফ, 3টি উইকেট নিয়েছেন নাসিম শাহ ৷ ঘরের মাঠে পাক পেসারদের দাপটেই ব্যাকফুটে বাংলাদেশ ৷
-
Asia Cup 2023: Bangladesh 🆚 Pakistan | Super Four (D/N) 🏏
— Bangladesh Cricket (@BCBtigers) September 6, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Snaps from Bangladesh's Innings 🇧🇩#BCB | #AsiaCup | #BANvPAK pic.twitter.com/oUQK1NXEJ8
">Asia Cup 2023: Bangladesh 🆚 Pakistan | Super Four (D/N) 🏏
— Bangladesh Cricket (@BCBtigers) September 6, 2023
Snaps from Bangladesh's Innings 🇧🇩#BCB | #AsiaCup | #BANvPAK pic.twitter.com/oUQK1NXEJ8Asia Cup 2023: Bangladesh 🆚 Pakistan | Super Four (D/N) 🏏
— Bangladesh Cricket (@BCBtigers) September 6, 2023
Snaps from Bangladesh's Innings 🇧🇩#BCB | #AsiaCup | #BANvPAK pic.twitter.com/oUQK1NXEJ8
আরও পড়ুন: কীভাবে বিশ্বকাপ দলের অটমেটিক চয়েস হয়ে উঠলেন কুলদীপ? শোনালেন নেপথ্য কারিগররা
সুপার ফোরের প্রথম ম্যাচে শাকিবের দলের প্রাথমিক পারফর্ম্যান্স চাপ বাড়াল বোলারদের ৷ বাবর আজম, ইফতিকার আহমেদ সমৃদ্ধ ব্যাটিং লাইন-আপকে 193 রানের মধ্যে বেঁধে ফেলা কার্যত অসম্ভব একটি বিষয় ৷ ফলে বিদেশের মাটিতে কঠিন লড়াইয়ের সামনে তাসকিন আহমেদ, শরিফুল ইসলামরা ৷