কলকাতা, 27 অক্টোবর: শনিবার ক্রিকেটের নন্দনকাননে প্রথমবার 2023 বিশ্বকাপের বল গড়াবে ৷ আর প্রথম ম্যাচ বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস ৷ একটি সেমিফাইনাল-সহ পাঁচটি ম্যাচ কলকাতায় ৷ সবে সবে দুর্গাপুজো শেষ হয়েছে ৷ তার মধ্যে শুক্রবার দুপুরের পর থেকে রেড রোডে পুজো কার্নিভাল ৷ তার আয়োজনে নিরাপত্তাররক্ষীতে ছয়ালাপ ময়দান চত্বর ৷ এটা যদি শারোদৎসবের বেলাশেষের আবেগের প্রকাশ হয় ৷ তাহলে নিরাপত্তার কড়াকড়ি ইডেনে বিশ্বকাপের বোধনের টিজার ৷
তবে, শনিবারের বিশ্বকাপের ম্যাচ নিয়ে কলকাতার আবেগ সেভাবে নেই ৷ ওপার বাংলার সমর্থকরা ইডেনে ভালো সংখ্যায় উপস্থিত থাকবেন ৷ তাঁরাই টিকিটের খোঁজে মহমেডান মাঠের কাউন্টারে কিংবা ময়দানের বটতলায় ভিড় জমাচ্ছেন ৷ বাংলাদেশ দল অবশ্য গঙ্গাপাড় থেকে চলতি বিশ্বকাপে ঘুরে দাঁড়ানোর শপথ নিয়েছে ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
তাসকিন আমেদ জানিয়েছেন, “আমাদের আশা শেষ হয়ে যায়নি ৷ এখনও চারটে ম্যাচ বাকি রয়েছে ৷ চারটে ম্যাচ জিততে পারলে আশাবাদী হওয়া যেতেই পারে ৷ বিশ্বকাপে বেশ কিছু ম্যাচে অঘটন ঘটছে ৷ ইংল্যান্ড পরাজিত হয়েছে আফগানিস্তান, শ্রীলঙ্কার মতো দেশের বিরুদ্ধে ৷ তাই আমরা যদি চারটে ম্যাচ জিততে পারি ছবিটা অন্যরকম হতেই পারে ৷ এটা ঠিক আমরা আগের ম্যাচগুলিতে ভালো খেলতে পারিনি ৷ ব্যাটিং-বোলিং দু’টি বিভাগেই আমরা দল হিসেবে মেলে ধরতে ব্যর্থ ৷ কিন্তু, শেষ চারটে ম্যাচে দল হিসেবে ভালো কিছু করতে চাই ৷”
বাংলাদেশের অনুশীলনেও সবাইকে হালকা মেজাজে দেখা গেল ৷ কোচ থেকে ক্রিকেটার, সকলের হাসি মুখে চাপের প্রতিফলন নেই ৷ বৃহস্পতিবার রাতে বাংলাদেশ থেকে ফিরে দলের সঙ্গে যোগ দিয়েছেন অধিনায়ক শাকিব-আল-হাসান ৷ শুক্রবারের অনুশীলনে ব্যাটিং-বোলিং কিছুই করেননি তিনি ৷ শুধুমাত্র স্যাডো করে নিজেকে শনিবারের ম্যাচের জন্য প্রস্তুত করলেন ৷ ছোটবেলার কোচ নাজমুল আবেদিন ফাহিনের অধীনে গত দু’দিন ধরে মীরপুর স্টেডিয়ামে অনুশীলন করছেন শাকিব ৷ বিশ্বকাপের মধ্যে দল ছেড়ে শাকিবের দেশে ফেরা নিয়ে কম জল্পনা হয়নি ৷
আরও পড়ুন: নেটে কাকে বল করলেন বিরাট ? অনুশীলনে হালকা মেজাজে রোহিতরা
যদিও, দলের অধিনায়কের হয়ে সাংবাদিক সম্মেলনে ব্যাট ধরলেন তাসকিন ৷ তিনি বলেন, “ওর দেশে ফেরার বিষয়টি নিয়ে জল্পনার কোধও কারণ নেই ৷ অনুমতি নিয়েই দেশে ফিরেছিল ৷ বিশেষ কিছু অনুশীলন করে নিজের ছন্দ ফিরে পেতে চেষ্টায় রয়েছে ৷” বাংলাদেশী পেসার তাসকিন নিজেকে ফিরে পেতে চাইছেন শনিবাসরীয় ইডেনে ৷ কাঁধের পুরনো চোট তাঁকে অস্বস্তিতে রেখেছে ৷ চোটের জায়গায় অস্ত্রোপচার করলেও সমস্যা মিটবে না বলে চিকিৎসকরা জানিয়েছেন ৷ তাই রিহ্যাবের সাহায্যে বল করার মতো ফিট হওয়ার চেষ্টা করছেন ৷ বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের অধীনে গত দু’দিন ধরে প্র্যাকটিস করেছেন তিনি ৷
আরও পড়ুন: শীতের ধরমশালায় ফের ম্যাচের উষ্ণতা, প্রস্তুত দুই প্রতিবেশী অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড
অন্যদিকে, নেদারল্যান্ডস দল চলতি বিশ্বকাপে জায়ান্ট কিলার ৷ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জয় ডাচ ক্রিকেট দলকে পাদপ্রদীপে নিয়ে এসেছে ৷ অধিনায়ক স্কট এডয়ার্ডস জানালেন, বর্তমানে দাঁড়িয়ে লক্ষ্য তৈরি করতে চান ৷ চারটে ম্যাচ জয়ের লক্ষ্য নিয়ে বিশ্বকাপে এসেছিলেন ৷ ইডেনে সেই লক্ষ্যের দিকে এগোতে চাইছেন ৷ দলের ফিল্ডিং কোচ রায়ান কুক বাংলাদেশ দলের সঙ্গে ছিলেন ৷ তিনিও প্রাক্তন দল সম্পর্কে বর্তমান দলকে তথ্য দিয়ে সাহায্য করছেন ৷ ডাচ ফুটবল মানেই জোহান ক্রুয়েফের টোটাল ফুটবল ৷ স্কট এডয়ার্ডস বলছেন, তাঁরাও ব্যাটিং বোলিং মিলিয়ে টোটাল ক্রিকেট খেলতে চান ৷
আরও পড়ুন: ছন্দে ফিরতে ছোটবেলার কোচের পরামর্শ নিয়ে ইডেনে দলে যোগ শাকিবের
হাসি কান্নার ইডেন। 1991 সালে ক্লাইভ রাইসের নেতৃত্বাধীন দক্ষিণ আফ্রিকা দলে ইডেনে আত্মপ্রকাশ হয়েছিল অ্যালান ডোনাল্ডের ৷ হোয়াইট লাইটনিং হিসেবে পরিচিত হয়েছিলেন অবিশ্বাস্য গতির কারণে ৷ এখন ডোনাল্ড বাংলাদেশের বোলিং কোচ ৷ তাসকিনকে তৈরি করতে ব্যস্ত থাকলেন ৷ হাসি কান্নার ইডেনে রাগবি বল নিয়ে ডোনাল্ডের হাসি মুখ যেন বদলে যাওয়ার ইডেনের ছবি ৷