ETV Bharat / sports

7 Runs Off One Ball : নো, ওয়াইড, ছয় ছাড়াই এক বলে এল সাত রান - নো ওয়াইড ছাড়াই এক বলে এল সাত রান

ব্যাটার চার-ছয় মারেননি ৷ সম্পূর্ণ বৈধ উপায়ে বল করেছেন বোলারও ৷ তারপরও এক বলে এল সাত সাতটি রান (7 Runs Off One Ball)৷ নিউজিল্যান্ড-বাংলাদেশ সিরিজের দ্বিতীয় ম্যাচে অবাক করা ঘটনা দেখল ক্রীড়াবিশ্ব (Bangladesh Team Leads To 7 Runs Off One Ball) ৷

7 Runs Off One Ball
নো-ওয়াইড, ছয় ছাড়াই এক বলে এল সাত রান
author img

By

Published : Jan 9, 2022, 12:13 PM IST

Updated : Jan 9, 2022, 1:48 PM IST

ক্রাইস্টচার্চ, 9 জানুয়ারি : মাত্র এক বলে 286 রান করেছিলেন ব্যাটার ৷ সজোরে মারা বল আটকে গিয়েছিল মাঠের মধ্যে থাকা গাছে, সেই সুযোগে ক্রিজের মধ্যে প্রায় 6 কিমি দৌড়েছিলেন দুই ব্যাটার ৷ তেমন না হলেও অদ্ভুতুড়ে ফিল্ডিংয়ের সাক্ষী থাকল নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ (Bangladesh Team Leads To 7 Runs Off One Ball) ৷

ব্যাটার চার-ছয় মারেননি ৷ সম্পূর্ণ বৈধ উপায়ে বল করেছেন বোলারও ৷ তারপরও এক বলে এল সাত সাতটি রান (7 Runs Off One Ball)৷ কোনও পাড়ার টুর্নামেন্ট নয় ৷ এই ঘটনা ঘটেছে আন্তর্জাতিক মঞ্চে ৷ নিউজিল্যান্ড-বাংলাদেশ সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচে ৷

প্রথম দিনে লাঞ্চের পর প্রথম ওভারের শেষ বলে ঘটনাটি ঘটে । ইবাদত হোসেনের করা বল ইয়াংয়ের ব্যাটের কানায় লেগে প্রথম স্লিপে যায় ৷ সেকেন্ড স্লিপের ফিল্ডার ক্যাচটি মিস করায় বল ফাইন লেগ বাউন্ডারির ​​দিকে যায় ৷ ল্যাথাম এবং ইয়ং তিন রান নেওয়ার পর ফাইন লেগের ফিল্ডার উইকেটকিপার নুরুল হাসানের দিকে বল ছোড়েন ৷ বল ধরে ফের নন-স্ট্রাইকার এন্ডের দিকে বল ছোড়েন উইকেটকিপার ৷ তাঁর ওভার-থ্রোতে বাউন্ডারি পার করে যায় বল ।

আরও পড়ুন : Legends League Cricket : কিংবদন্তি ক্রিকেট লিগে খেলছেন না সচিন

আগের ম্যাচেই নিউজিল্য়ান্ডকে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ ৷ যদিও দ্বিতীয় ম্যাচেই ফের ছন্দে ফিরেছে কিউয়িরা ৷ প্রথম দিনের শেষে এক উইকেট হারিয়ে 349 রানের পাহাড় গড়েছে রস টেলরের দল ৷ ব্যক্তিগত দ্বিশতকের মুখে দাঁড়িয়ে ওপেনার টম ল্যাথাম ৷ মাত্র এক রান করলেই টেস্ট কেরিয়ারের তৃতীয় সেঞ্চুরি পাবেন তরুণ ব্যাটসম্যান ডেভন কনওয়েও ৷

ক্রাইস্টচার্চ, 9 জানুয়ারি : মাত্র এক বলে 286 রান করেছিলেন ব্যাটার ৷ সজোরে মারা বল আটকে গিয়েছিল মাঠের মধ্যে থাকা গাছে, সেই সুযোগে ক্রিজের মধ্যে প্রায় 6 কিমি দৌড়েছিলেন দুই ব্যাটার ৷ তেমন না হলেও অদ্ভুতুড়ে ফিল্ডিংয়ের সাক্ষী থাকল নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ (Bangladesh Team Leads To 7 Runs Off One Ball) ৷

ব্যাটার চার-ছয় মারেননি ৷ সম্পূর্ণ বৈধ উপায়ে বল করেছেন বোলারও ৷ তারপরও এক বলে এল সাত সাতটি রান (7 Runs Off One Ball)৷ কোনও পাড়ার টুর্নামেন্ট নয় ৷ এই ঘটনা ঘটেছে আন্তর্জাতিক মঞ্চে ৷ নিউজিল্যান্ড-বাংলাদেশ সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচে ৷

প্রথম দিনে লাঞ্চের পর প্রথম ওভারের শেষ বলে ঘটনাটি ঘটে । ইবাদত হোসেনের করা বল ইয়াংয়ের ব্যাটের কানায় লেগে প্রথম স্লিপে যায় ৷ সেকেন্ড স্লিপের ফিল্ডার ক্যাচটি মিস করায় বল ফাইন লেগ বাউন্ডারির ​​দিকে যায় ৷ ল্যাথাম এবং ইয়ং তিন রান নেওয়ার পর ফাইন লেগের ফিল্ডার উইকেটকিপার নুরুল হাসানের দিকে বল ছোড়েন ৷ বল ধরে ফের নন-স্ট্রাইকার এন্ডের দিকে বল ছোড়েন উইকেটকিপার ৷ তাঁর ওভার-থ্রোতে বাউন্ডারি পার করে যায় বল ।

আরও পড়ুন : Legends League Cricket : কিংবদন্তি ক্রিকেট লিগে খেলছেন না সচিন

আগের ম্যাচেই নিউজিল্য়ান্ডকে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ ৷ যদিও দ্বিতীয় ম্যাচেই ফের ছন্দে ফিরেছে কিউয়িরা ৷ প্রথম দিনের শেষে এক উইকেট হারিয়ে 349 রানের পাহাড় গড়েছে রস টেলরের দল ৷ ব্যক্তিগত দ্বিশতকের মুখে দাঁড়িয়ে ওপেনার টম ল্যাথাম ৷ মাত্র এক রান করলেই টেস্ট কেরিয়ারের তৃতীয় সেঞ্চুরি পাবেন তরুণ ব্যাটসম্যান ডেভন কনওয়েও ৷

Last Updated : Jan 9, 2022, 1:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.