কলকাতা, 26 অক্টোবর: ছোটবেলার কোচ নাজমুল আবেদিন ফাহিনের অধীনে অনুশীলন করেছেন শাকিব আল হাসান । মীরপুর স্টেডিয়ামে গত দু’দিন অনুশীলন করে লক্ষ্মীবারে কলকাতায় ফিরলেন বাংলাদেশের এই তারকা অলরাউন্ডার ৷ নিজের ছন্দ খুঁজে পাওয়া নিয়ে তৈরি হওয়া সমস্যা দূর করতেই শাকিব ছোটবেলার কোচের শরণাপন্ন । যদিও তাঁর দেশে ফিরে যাওয়া নিয়ে অনেক জল্পনার সৃষ্টি হয়েছিল। তাতে আপাতত ইতি ।
বাংলাদেশ ইডেনে তাদের দ্বিতীয় একদিনের ম্যাচ খেলতে নামছে । এর আগে 1990 সালে এশিয়া কাপের ম্যাচে ইডেনে খেলেছিল বাংলাদেশ । হারলেও ম্যাচের সেরা হয়েছিলেন আতার আলি খান । তেত্রিশ বছর পরে ইডেনে খেলতে এসে বাংলাদেশ মোটেই সুবিধাজনক জায়গা নেই । চলতি বিশ্বকাপে পদ্মাপাড়ের দেশ নিজেদের মেলে ধরতে ব্যর্থ । শনিবার নেদারল্যান্ডের বিরুদ্ধে নামবে টাইগাররা । যুযুধান দু’দলই পয়েন্ট টেবিলে শেষে । শনিবারের ম্যাচটিকে দুই লাস্ট বেঞ্চারের ম্যাচ বলা যায় ।
বুধবার সন্ধ্যায় কলকাতায় আসলেও ইডেনে বাংলাদেশ প্র্যাকটিসে নামল লক্ষ্মীবারের সন্ধ্যায় । যেহেতু ঐচ্ছিক প্র্যাকটিস, তাই দলের সবাই আসেননি । লিটন দাস অনুপস্থিতির তালিকায় । শাকিব বাংলাদেশ থেকে ফিরেছেন । তবে বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ প্র্যাকটিসের আকর্ষণের কেন্দ্রে তাসকিন । দীর্ঘক্ষণ প্র্যাকটিস সারলেন কোচ অ্যালান ডোনাল্ডের কাছে ৷ চোট সমস্যা কাটিয়ে ফিরতে চলেছেন দলের অন্যতম বোলিং ভরসা । সম্ভবত শনিবারের ম্যাচে তাঁকে দেখা যাবে । বিশ্বকাপের আগে বাংলাদেশ যথেষ্ট ফর্মে ছিল । দক্ষিণ আফ্রিকা, ভারত, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জিতে বিশ্বকাপে জ্বলে ওঠার আশা দেখিয়েছিল । কিন্তু বিশ্বকাপের বল গড়াতেই বিবর্ণ ‘শাকিব অ্যান্ড কোং’।
এই ব্যর্থতার কারণ হিসেবে দলের অর্ন্তকলহকে দায়ী করছে সকলে । তামিম ইকবালকে দলে না-নেওয়া নিয়ে বিতর্কের ধাক্কা হাতুড়েসিঙ্গের প্রশিক্ষণাধীন দল সামলাতে পারেনি । তবে কলকাতা পর্বে নেদারল্যান্ডসের বিরুদ্ধে জয় তুল নিতে চায় বাংলাদেশ । 31 অক্টোবর পাকিস্তানের বিরুদ্ধে জয়কে পাখির চোখ করেছে তারা । কারণ ম্যাচটি আবেগের, বদলার । তাই যেকোনও মূল্যে জয় পেতে চায় বাংলাদেশ । এদিকে নেদারল্যান্ডস দল বৃহস্পতিবার রাতে কলকাতায় পা দিল । ইতিমধ্যে ডাচ ক্রিকেট দল চলতি বিশ্বকাপের জায়ান্ট কিলার । তারা ফের জ্বলে উঠতে পারে কি না, সেটাই দেখার । সব মিলিয়ে ইডেনে বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস ম্যাচ ঘিরে আগ্রহের চোরাস্রোত বইছে । বাংলাদেশ সমর্থকরা প্রচুর সংখ্যায় চলে এসেছেন । ফলে ইডেনে বিশ্বকাপ পুজোর ঢাকে তাল ঠোকা শুরু করেছে ।
আরও পড়ুন: কোহলির জন্মদিনে অনুষ্ঠান, নিরাপত্তায় বদল; বিশ্বকাপের জন্য প্রস্তুত বদলে যাওয়া ইডেন