ETV Bharat / sports

ICC World Cup 2023: আঙুলের হাড়ে চিড়, এক ম্যাচ আগেই বিশ্বকাপ শেষ শাকিবের

author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 7, 2023, 5:09 PM IST

Shakib Al Hasan Ruled out of ICC Cricket World Cup: আইসিসি বিশ্বকাপ বাংলাদেশের একটি ম্যাচ বাকি বাংলাদেশের ৷ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেই ম্যাচ থেকে ছিটকে গেলেন বাংলাদেশ অধিনায়ক শাকিব-আল হাসান ৷ বাঁ-হাতের বুড়ো আঙুলের হাড়ে চি়ড় ধরায় টুর্নামেন্টের এক ম্যাচ বাকি থাকতে ছিটকে গেলেন তিনি ৷

Image Courtesy: Bangladesh Cricket X
Image Courtesy: Bangladesh Cricket X

হায়দরাবাদ, 7 নভেম্বর: 11 নভেম্বর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের শেষ ম্যাচে খেলতে পারবেন না বাংলাদেশ অধিনায়ক শাকিব-আল হাসান ৷ বাঁ-হাতের বুড়ো আঙুলে চিড় ধরায় শেষ ম্যাচের আগে ছিটকে গেলেন শাকিব ৷ সোমবার শ্রীলঙ্কার বিরুদ্ধে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ব্যাট করার সময় হাতে চোট পান শাকিব ৷ আজ তাঁর স্ক্যান রিপোর্ট আসার পর দলের তরফে জানানো হয়েছে, বুড়ো আঙুলের হাড়ে চিড় ধরেছে ৷ ফলে পুণের মাঠে বাংলাদেশের শেষ ম্যাচে খেলতে পারবেন না তিনি ৷

বাংলাদেশ দলের ফিজিয়ো বায়জাদুল ইসলাম খান আজ একটি প্রেস বিবৃতিতে বলেছেন, ‘‘শ্রীলঙ্কার বিরুদ্ধে ব্যাট করতে নামার পর ইনিংসের শুরুতেই বাঁ-হাতের বুড়ো আঙুলে বল লাগে শাকিবের ৷ যন্ত্রণা সত্ত্বেও ব্যাথা উপশমের ওষুধ ও টেপিং করিয়ে তিনি ব্যাটিং করে গিয়েছিলেন ৷ ম্যাচের পরেই জরুরি ভিত্তিতে শাকিবের আঙুলের স্ক্যান করানো হয়েছে ৷ সেখানে দেখা গিয়েছে, চোট পাওয়া আঙুলের ‘পিপ-জয়েন্টে’ চিড় ধরেছে ৷ এর থেকে ফিট হতে অন্ততপক্ষে 3-4 সপ্তাহ সময় লাগবে ৷ ও আজকেই বাংলাদেশ রওনা দিয়েছে রিহ্যাব শুরু করার জন্য ৷’’

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন: 'শাকিব ও বাংলাদেশের কাছে এটা লজ্জার', ছবি দিয়ে 'প্রমাণ' করলেন ম্যাথিউজ

উল্লেখ্য, সোমবার দিল্লিতে শ্রীলঙ্কাকে 3 উইকেটে হারিয়েছে বাংলাদেশ ৷ যে ম্যাচে প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা 49.3 ওভারে 279 রানে অল-আউট হয়ে যায় ৷ রান তাড়া করতে নেমে নাজমুল হাসান শান্ত 90 রান এবং শাকিব 65 বলে 82 রান করেন ৷ মূলত তাঁদের তৃতীয় উইকেটে 169 রানের পার্টনারশিপে ভর করে ম্যাচ জেতে বাংলাদেশ ৷ বলহাতে শাকিব শ্রীলঙ্কার বিরুদ্ধে 10 ওভারে 57 রান দিয়ে 2 উইকেট নেন ৷ যদিও, শ্রীলঙ্কার অল-রাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউজকে ‘টাইমড আউট’ করা নিয়ে চূড়ান্ত বিতর্ক তৈরি হয়েছে ৷ শাকিব এবং পুরো বাংলাদেশ দলের স্পোর্টিং স্পিরিট নিয়ে প্রশ্ন তুলেছে ক্রিকেটমহল ৷

আরও পড়ুন: বিশ্বকাপে শ্রীলঙ্কার বিদায়, চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার ছাড়পত্র আফগানদের

এর রেশ বাংলাদেশের ব্যাটিংয়ের সময়ও মাঠে দেখা যায় ৷ যখন ম্যাথিউজের বলে শাকিব ক্যাচ আউট হন ৷ সেই সময় ম্যাথিউজ নিজের কবজিতে আঙুল দিয়ে দেখিয়ে শাকিবকে বুঝিয়ে দেন, তাঁরও সময় শেষ হয়ে গিয়েছে ৷ ম্যাচ শেষে শ্রীলঙ্কার ক্রিকেটাররা বাংলাদেশ দলের সঙ্গে হাতও মেলাননি ৷

হায়দরাবাদ, 7 নভেম্বর: 11 নভেম্বর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের শেষ ম্যাচে খেলতে পারবেন না বাংলাদেশ অধিনায়ক শাকিব-আল হাসান ৷ বাঁ-হাতের বুড়ো আঙুলে চিড় ধরায় শেষ ম্যাচের আগে ছিটকে গেলেন শাকিব ৷ সোমবার শ্রীলঙ্কার বিরুদ্ধে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ব্যাট করার সময় হাতে চোট পান শাকিব ৷ আজ তাঁর স্ক্যান রিপোর্ট আসার পর দলের তরফে জানানো হয়েছে, বুড়ো আঙুলের হাড়ে চিড় ধরেছে ৷ ফলে পুণের মাঠে বাংলাদেশের শেষ ম্যাচে খেলতে পারবেন না তিনি ৷

বাংলাদেশ দলের ফিজিয়ো বায়জাদুল ইসলাম খান আজ একটি প্রেস বিবৃতিতে বলেছেন, ‘‘শ্রীলঙ্কার বিরুদ্ধে ব্যাট করতে নামার পর ইনিংসের শুরুতেই বাঁ-হাতের বুড়ো আঙুলে বল লাগে শাকিবের ৷ যন্ত্রণা সত্ত্বেও ব্যাথা উপশমের ওষুধ ও টেপিং করিয়ে তিনি ব্যাটিং করে গিয়েছিলেন ৷ ম্যাচের পরেই জরুরি ভিত্তিতে শাকিবের আঙুলের স্ক্যান করানো হয়েছে ৷ সেখানে দেখা গিয়েছে, চোট পাওয়া আঙুলের ‘পিপ-জয়েন্টে’ চিড় ধরেছে ৷ এর থেকে ফিট হতে অন্ততপক্ষে 3-4 সপ্তাহ সময় লাগবে ৷ ও আজকেই বাংলাদেশ রওনা দিয়েছে রিহ্যাব শুরু করার জন্য ৷’’

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন: 'শাকিব ও বাংলাদেশের কাছে এটা লজ্জার', ছবি দিয়ে 'প্রমাণ' করলেন ম্যাথিউজ

উল্লেখ্য, সোমবার দিল্লিতে শ্রীলঙ্কাকে 3 উইকেটে হারিয়েছে বাংলাদেশ ৷ যে ম্যাচে প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা 49.3 ওভারে 279 রানে অল-আউট হয়ে যায় ৷ রান তাড়া করতে নেমে নাজমুল হাসান শান্ত 90 রান এবং শাকিব 65 বলে 82 রান করেন ৷ মূলত তাঁদের তৃতীয় উইকেটে 169 রানের পার্টনারশিপে ভর করে ম্যাচ জেতে বাংলাদেশ ৷ বলহাতে শাকিব শ্রীলঙ্কার বিরুদ্ধে 10 ওভারে 57 রান দিয়ে 2 উইকেট নেন ৷ যদিও, শ্রীলঙ্কার অল-রাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউজকে ‘টাইমড আউট’ করা নিয়ে চূড়ান্ত বিতর্ক তৈরি হয়েছে ৷ শাকিব এবং পুরো বাংলাদেশ দলের স্পোর্টিং স্পিরিট নিয়ে প্রশ্ন তুলেছে ক্রিকেটমহল ৷

আরও পড়ুন: বিশ্বকাপে শ্রীলঙ্কার বিদায়, চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার ছাড়পত্র আফগানদের

এর রেশ বাংলাদেশের ব্যাটিংয়ের সময়ও মাঠে দেখা যায় ৷ যখন ম্যাথিউজের বলে শাকিব ক্যাচ আউট হন ৷ সেই সময় ম্যাথিউজ নিজের কবজিতে আঙুল দিয়ে দেখিয়ে শাকিবকে বুঝিয়ে দেন, তাঁরও সময় শেষ হয়ে গিয়েছে ৷ ম্যাচ শেষে শ্রীলঙ্কার ক্রিকেটাররা বাংলাদেশ দলের সঙ্গে হাতও মেলাননি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.