ETV Bharat / sports

ICC World Cup 2023: ধোঁয়াশায় ঢেকেছে দিল্লি, অনুশীলনেই নামতে পারলেন না শাকিবরা - অনুশীলনেই নামতে পারলেন না শাকিবরা

চলমান ক্রিকেট বিশ্বকাপের মধ্যে বায়ুর মানের এহেন অবনতি উদ্বেগ বাড়িয়েছে ৷ যার জেরে অনুশীলন বাতিল করতে বাধ্য হল বাংলাদেশ ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 3, 2023, 10:57 PM IST

Updated : Nov 4, 2023, 6:22 AM IST

নয়াদিল্লি, 3 নভেম্বর: দূষণে জেরবার রাজধানী দিল্লি ৷ ইতিমধ্যেই দেশের সবচেয়ে বেশি দূষিত শহর হিসেবে পরিচিতি পেয়েছে এই শহর ৷ এবার রাজধানীর দূষণ থাবা বসাল বিশ্বকাপেও ৷ ধোঁয়াশার জেরে অরুণ জেটলি স্টেডিয়ামে অনুশীলনেই নামতে পারলেন না শাকিব আল হাসান, মুশফিকুর রহিমরা ৷

চলতি বিশ্বকাপ থেকে ইতিমধ্যে বিদায় নিয়েছে বাংলাদেশ দল ৷ শ্রীলঙ্কার বিপক্ষে তাদের আসন্ন ম্যাচ খেলতে বুধবারই জাতীয় রাজধানীতে পৌঁছেছে টাইগাররা ৷ আগামী 6 নভেম্বর অনুষ্ঠিত হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ । খেলাটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে কোটলায়, যেটি এখন অরুণ জেটলি স্টেডিয়াম নামে পরিচিত ।

বাংলাদেশ দলের পরিচালক খালেদ মাহমুদের মতে, বাংলাদেশ খেলোয়াড়দের বায়ু দূষণ থেকে বাঁচাতে শুক্রবার কোটলায় তাদের প্রশিক্ষণ সেশন বাতিল করা হয়েছে । শুক্রবার নয়াদিল্লির এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) 450 অতিক্রম করেছে, কেন্দ্রের গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান (GRAP) নির্দেশিকাগুলির তৃতীয় পর্যায়-সহ অনেকগুলি বিধিনিষেধ এবং জরুরি ব্যবস্থাগুলিকে ট্রিগার করেছে ৷

বৃহস্পতিবার সুইস গ্রুপের AQI দ্বারা সংকলিত বিশ্বের সবচেয়ে দূষিত শহর হিসেবে চিহ্নিত হয়েছে দিল্লি ৷ যার রিয়েল-টাইম তালিকায় AQI স্তর 400-এরও বেশি ৷ যেখানে নয়াদিল্লির AQI ছিল 472 আর লাহোরের AQI ছিল 267 ৷ বিশ্বের সবচেয়ে দূষিত 15টি শহরের তালিকায় মুম্বই এবং কলকাতাও রয়েছে ।

এদিকে,চলমান ক্রিকেট বিশ্বকাপের মধ্যে বায়ুর মানের এহেন অবনতি উদ্বেগ বাড়িয়েছে ৷ কারণ ক্রিকেটভক্তরা ভারতের বিভিন্ন শহরে খেলা দেখায় অংশ নেয় ৷ বিসিসিআই সম্প্রতি দূষণ মোকাবিলার ব্যবস্থা হিসাবে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলিতে স্টেডিয়ামের ভিতরে আতশবাজি পোড়ানো নিষিদ্ধ করেছে। খেলোয়াড়রাও দূষিত বায়ু নিয়ে তাঁদের উদ্বেগ প্রকাশ করেছেন ।

আরও পড়ুন: হাঁপানিতে ভুগছে শিশুরা, দূষণ কমাতে বনবিভাগকে জরুরি ব্যবস্থা নিতে নির্দেশ হাইকোর্টের

নয়াদিল্লি, 3 নভেম্বর: দূষণে জেরবার রাজধানী দিল্লি ৷ ইতিমধ্যেই দেশের সবচেয়ে বেশি দূষিত শহর হিসেবে পরিচিতি পেয়েছে এই শহর ৷ এবার রাজধানীর দূষণ থাবা বসাল বিশ্বকাপেও ৷ ধোঁয়াশার জেরে অরুণ জেটলি স্টেডিয়ামে অনুশীলনেই নামতে পারলেন না শাকিব আল হাসান, মুশফিকুর রহিমরা ৷

চলতি বিশ্বকাপ থেকে ইতিমধ্যে বিদায় নিয়েছে বাংলাদেশ দল ৷ শ্রীলঙ্কার বিপক্ষে তাদের আসন্ন ম্যাচ খেলতে বুধবারই জাতীয় রাজধানীতে পৌঁছেছে টাইগাররা ৷ আগামী 6 নভেম্বর অনুষ্ঠিত হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ । খেলাটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে কোটলায়, যেটি এখন অরুণ জেটলি স্টেডিয়াম নামে পরিচিত ।

বাংলাদেশ দলের পরিচালক খালেদ মাহমুদের মতে, বাংলাদেশ খেলোয়াড়দের বায়ু দূষণ থেকে বাঁচাতে শুক্রবার কোটলায় তাদের প্রশিক্ষণ সেশন বাতিল করা হয়েছে । শুক্রবার নয়াদিল্লির এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) 450 অতিক্রম করেছে, কেন্দ্রের গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান (GRAP) নির্দেশিকাগুলির তৃতীয় পর্যায়-সহ অনেকগুলি বিধিনিষেধ এবং জরুরি ব্যবস্থাগুলিকে ট্রিগার করেছে ৷

বৃহস্পতিবার সুইস গ্রুপের AQI দ্বারা সংকলিত বিশ্বের সবচেয়ে দূষিত শহর হিসেবে চিহ্নিত হয়েছে দিল্লি ৷ যার রিয়েল-টাইম তালিকায় AQI স্তর 400-এরও বেশি ৷ যেখানে নয়াদিল্লির AQI ছিল 472 আর লাহোরের AQI ছিল 267 ৷ বিশ্বের সবচেয়ে দূষিত 15টি শহরের তালিকায় মুম্বই এবং কলকাতাও রয়েছে ।

এদিকে,চলমান ক্রিকেট বিশ্বকাপের মধ্যে বায়ুর মানের এহেন অবনতি উদ্বেগ বাড়িয়েছে ৷ কারণ ক্রিকেটভক্তরা ভারতের বিভিন্ন শহরে খেলা দেখায় অংশ নেয় ৷ বিসিসিআই সম্প্রতি দূষণ মোকাবিলার ব্যবস্থা হিসাবে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলিতে স্টেডিয়ামের ভিতরে আতশবাজি পোড়ানো নিষিদ্ধ করেছে। খেলোয়াড়রাও দূষিত বায়ু নিয়ে তাঁদের উদ্বেগ প্রকাশ করেছেন ।

আরও পড়ুন: হাঁপানিতে ভুগছে শিশুরা, দূষণ কমাতে বনবিভাগকে জরুরি ব্যবস্থা নিতে নির্দেশ হাইকোর্টের

Last Updated : Nov 4, 2023, 6:22 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.