ধরমশালা, 7 অক্টোবর: নানা বিতর্ক তৈরি হয়েছিল বিশ্বকাপ সফর শুরুর আগে ৷ কিন্তু প্রথম ম্যাচেই আফগানিস্তানের বিরুদ্ধে শোনা গেল বাংলাদেশের ব্যাঘ্রগর্জন ৷ 15.2 ওভার বাকি থাকতেই 6 উইকেটে জয় তুলে নিল শাকিবের দল ৷ ব্যাটে বলে শনিবার ধরমশালায় নায়ক হয়ে উঠলেন মেহেদি হাসান মিরাজ ৷ ব্যাট হাতে অর্ধশতরান এবং বল হাতে পাঁচ উইকেট দখল করে বিশ্বকাপে এর আগে এক অনন্য রেকর্ড গড়েছিলেন যুবরাজ সিং ৷ শনিবার সেই রেকর্ড ছোঁয়ার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন মেহেদিও ৷ বল হাতে আর দু'জন আফগান ব্যাটারকে শিকার করতে পারলেই যুবরাজের পাশে আসন করে নিতেন তিনি ৷ তবে তাঁর অলরাউন্ড পারফরম্যান্সই যে এদিন জয় এনে দিল বাংলা টাইগারদের তা বলাই বাহুল্য ৷
এর আগে 2011 সালের বিশ্বকাপে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ব্যাট হাতে অর্ধশতরান এবং বল হাতে পাঁচ উইকেট শিকার করেছিলেন যুবি ৷ সেই ইনিংসের স্মৃতি নিশ্চয়ই এদিন ফেরালেন মিরাজ ৷ বল হাতে 9 ওভারে মাত্র 25 রান খরচ করে এদিন 3 উইকেট তুলে নিয়েছিলেন বাংলাদেশি এই স্পিনার ৷ এরপর ব্যাট হাতেও 75 বলে তিনি খেলেন অনবদ্য 57 রানের ইনিংস ৷ পাঁচটি চার দিয়ে সাজানো তাঁর এই ইনিংসের জেরে 157 রান তাড়া করাটা আরও অনেকটাই সহজ হয়ে যায় টাইগারদের জন্য ৷
অন্যদিকে মিরাজের সঙ্গে যোগ্য সঙ্গত করেন নাজমুল হাসান শান্তও ৷ মেহেদির সঙ্গে এদিন 97 রানের সুন্দর পার্টনারশিপ গড়ে তোলেন তিনি ৷ শুরুতে অবশ্য় 24 রানের মাথাতেই দু'টি উইকেট হারিয়েছিল বাংলাদেশও ৷ কম রানের লক্ষ্য় তাড়া করতে গিয়েই অনেক সময়ই পরপর উইকেট হারিয়েছে চাপে পড়ে গিয়েছে বড় বড় দলও ৷ এমন দৃষ্টান্ত ক্রিকেটের ইতিহাসে কম নেই ৷ কিন্তু নাজমুল এবং মিরাজের জোড়া অর্ধশতরানের জেরে শনিবার তেমন কোনও অঘটন ঘটেনি বাংলাদেশের জন্য ৷ নাজমুল করেন 55 রান ৷
আরও পড়ুন: মেয়েদের পর সোনা জিতল ছেলেরাও! এশিয়াডের বাইশ গজে শ্রেষ্ঠত্ব প্রমাণ করল ভারত
এর আগে শনিবার ধরমশালায় টসে জিতে আফগান অধিনায়ক হসমতউল্লাহ শাহিদিকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান শাকিব আল হাসান ৷ বল হাতেও সামনে থেকে তিনি নেতৃত্ব দেন দলকে ৷ শাকিব-মিরাজের ঘুর্ণির কোনও উপযুক্ত জবাব এদিন খুঁজে পাননি ইব্রাহিম জাদরান-রহমত শাহ ৷ একা কুম্ভ হয়ে পতন রোধের যথেষ্ট চেষ্টা করেছিলেন রহমতুল্লাহ গুরবাজ ৷ কিন্তু 47 রানের মাথায় মুস্তাফিজুর রহমানের বলে তানজিদ হাসানের হাতে ধরা পড়ে যান তিনি ৷ যার জেরে 156 রানেই শেষ হয়ে যায় আফগান বাহিনি ৷ 6 জন আফগানি ব্যাটারকে প্যাভেলিয়নে ফেরায় শাকিব-মিরাজ জুটি ৷ দুরন্ত এই স্পিন আক্রমণের সামনে একটি এশিয়ান দেশ যে এভাবে ভেঙে পড়বে তা হয়তো ভাবতে পারেননি অনেকেই ৷ কিন্তু মাত্র 37.2 ওভারেই সমস্ত উইকেট খুইয়ে ফেলে আফগানরা ৷ যার জেরে সহজ জয় দিয়ে সফর শুরু করল বাংলাদেশ ৷