ETV Bharat / sports

IND vs AUS: প্রথম টি-20তে টস হেরে প্রথমে ব্যাট করছে ভারত, একাদশে নেই বুমরা - Aaron Finch

জসপ্রীত বুমরাকে ছাড়াই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে প্রথম টি-20 যুদ্ধে নামল টিম ইন্ডিয়া ৷ মোহালিতে এদিন টসভাগ্যও সঙ্গ দিল না ভারত অধিনায়ক রোহিত শর্মাকে ৷ টস জিতে ভারতকে প্রথমে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানাল সফরকারী দল (Australia win the toss and elect to field first at first) ৷

Etv Bharat
প্রথম টি-20তে টস হেরে প্রথমে ব্যাট করছে ভারত
author img

By

Published : Sep 20, 2022, 7:03 PM IST

Updated : Sep 20, 2022, 7:27 PM IST

মোহালি, 20 সেপ্টেম্বর: স্কোয়াডে থাকলেও বোলিং বিভাগের সেরা অস্ত্র জসপ্রীত বুমরাকে (Jasprit Bumrah) ছাড়াই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে প্রথম টি-20 যুদ্ধে নামল টিম ইন্ডিয়া ৷ মোহালিতে এদিন টসভাগ্যও সঙ্গ দিল না ভারত অধিনায়ক রোহিত শর্মাকে ৷ টস জিতে ভারতকে প্রথমে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানাল সফরকারী দল (Australia win the toss and elect to field first at first) ৷ ঋষভ পন্থের (Rishabh Pant) পরিবর্তে উইকেটরক্ষক হিসেবে অভিজ্ঞ দীনেশ কার্তিকই (Dinesh Karthik) প্রথম ম্যাচে দায়িত্ব সামলাচ্ছেন উইকেটের পিছনে ৷

কুড়ি-বিশের বিশ্বকাপে অবতীর্ণ হওয়ার আগে হাতে রয়েছে মাত্র ছ'টি ম্যাচ ৷ এশিয়া কাপের ভুল শুধরে তাই বিশ্বচ্যাম্পিয়নদের বিরুদ্ধে নিজেদের মেলে ধরতে মরিয়া 'মেন ইন ব্লু' ৷ টসের পর সে কথাই উঠে এল ভারত অধিনায়কের গলায় ৷ রোহিত বললেন, "এই সিরিজ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ৷ সব ম্যাচই আমাদের কাছে এখন বড় ম্যাচ এবং শিক্ষনীয় ৷ এশিয়া কাপের ভুলভ্রান্তি শুধরে নিজেদের মেলে ধরার সুযোগ থাকছে ৷ দল হিসেবে আমরা বিশ্বকাপের আগে নিজেদের যাচাই করে নিতে চাই ৷"

আরও পড়ুন: বলে পাকাপাকিভাবে নিষিদ্ধ হল থুথু-র ব্যবহার, একাধিক নয়া নিয়মে টি-20 বিশ্বকাপ

চোট সারিয়ে বিশ্বকাপ-সহ ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে স্কোয়াডে ফিরলেও ফের চোট সমস্যায় পড়েছেন দলের পেস বিভাগের সেরা অস্ত্র জসপ্রীত বুমরা ৷ মহম্মদ শামির পরিবর্তে স্কোয়াডে সুযোগ পেয়ে প্রথম ম্যাচের একাদশে তাই সুযোগ করে নিলেন উমেশ যাদব (Umesh Yadav) ৷ যদিও সেই চোট খুব একটা গুরুতর নয় ৷ বুমরা সিরিজের দ্বিতীয় ম্যাচেই একাদশে ফিরবেন বলে আশ্বাস দিলেন 'হিটম্যান' ৷

ভারতের মতোই এই সিরিজের মধ্য দিয়ে বিশ্বকাপের আগে টিম বিল্ডিংয়ে জোর দিচ্ছে অস্ট্রেলিয়াও ৷ অধিনায়ক অ্যারন ফিঞ্চের (Aaron Finch) কথাতেই স্পষ্ট খেতাব ধরে রাখতে মরিয়া তাঁরা ৷ ক্যাঙ্গারু ব্রিগেডের হয়ে এদিন অভিষেক হল সিঙ্গাপুর-জাত পাওয়ার হিটিং ব্যাটার টিম ডেভিডের ৷

একনজরে ভারতীয় একাদশ: রোহিত (অধিনায়ক), রাহুল, কোহলি, সূর্যকুমার, হার্দিক, কার্তিক (উইকেটরক্ষক), অক্ষর, ভুবনেশ্বর, হর্ষল, উমেশ, চাহাল ৷

একনজরে অস্ট্রেলিয়া একাদশ: ফিঞ্চ (অধিনায়ক), গ্রিন, স্মিথ, ম্যাক্সওয়েল, ইংলিশ, ডেভিড, ওয়েড (উইকেটরক্ষক), কামিন্স, এলিস, জাম্পা, হ্যাজেলউড ৷

মোহালি, 20 সেপ্টেম্বর: স্কোয়াডে থাকলেও বোলিং বিভাগের সেরা অস্ত্র জসপ্রীত বুমরাকে (Jasprit Bumrah) ছাড়াই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে প্রথম টি-20 যুদ্ধে নামল টিম ইন্ডিয়া ৷ মোহালিতে এদিন টসভাগ্যও সঙ্গ দিল না ভারত অধিনায়ক রোহিত শর্মাকে ৷ টস জিতে ভারতকে প্রথমে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানাল সফরকারী দল (Australia win the toss and elect to field first at first) ৷ ঋষভ পন্থের (Rishabh Pant) পরিবর্তে উইকেটরক্ষক হিসেবে অভিজ্ঞ দীনেশ কার্তিকই (Dinesh Karthik) প্রথম ম্যাচে দায়িত্ব সামলাচ্ছেন উইকেটের পিছনে ৷

কুড়ি-বিশের বিশ্বকাপে অবতীর্ণ হওয়ার আগে হাতে রয়েছে মাত্র ছ'টি ম্যাচ ৷ এশিয়া কাপের ভুল শুধরে তাই বিশ্বচ্যাম্পিয়নদের বিরুদ্ধে নিজেদের মেলে ধরতে মরিয়া 'মেন ইন ব্লু' ৷ টসের পর সে কথাই উঠে এল ভারত অধিনায়কের গলায় ৷ রোহিত বললেন, "এই সিরিজ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ৷ সব ম্যাচই আমাদের কাছে এখন বড় ম্যাচ এবং শিক্ষনীয় ৷ এশিয়া কাপের ভুলভ্রান্তি শুধরে নিজেদের মেলে ধরার সুযোগ থাকছে ৷ দল হিসেবে আমরা বিশ্বকাপের আগে নিজেদের যাচাই করে নিতে চাই ৷"

আরও পড়ুন: বলে পাকাপাকিভাবে নিষিদ্ধ হল থুথু-র ব্যবহার, একাধিক নয়া নিয়মে টি-20 বিশ্বকাপ

চোট সারিয়ে বিশ্বকাপ-সহ ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে স্কোয়াডে ফিরলেও ফের চোট সমস্যায় পড়েছেন দলের পেস বিভাগের সেরা অস্ত্র জসপ্রীত বুমরা ৷ মহম্মদ শামির পরিবর্তে স্কোয়াডে সুযোগ পেয়ে প্রথম ম্যাচের একাদশে তাই সুযোগ করে নিলেন উমেশ যাদব (Umesh Yadav) ৷ যদিও সেই চোট খুব একটা গুরুতর নয় ৷ বুমরা সিরিজের দ্বিতীয় ম্যাচেই একাদশে ফিরবেন বলে আশ্বাস দিলেন 'হিটম্যান' ৷

ভারতের মতোই এই সিরিজের মধ্য দিয়ে বিশ্বকাপের আগে টিম বিল্ডিংয়ে জোর দিচ্ছে অস্ট্রেলিয়াও ৷ অধিনায়ক অ্যারন ফিঞ্চের (Aaron Finch) কথাতেই স্পষ্ট খেতাব ধরে রাখতে মরিয়া তাঁরা ৷ ক্যাঙ্গারু ব্রিগেডের হয়ে এদিন অভিষেক হল সিঙ্গাপুর-জাত পাওয়ার হিটিং ব্যাটার টিম ডেভিডের ৷

একনজরে ভারতীয় একাদশ: রোহিত (অধিনায়ক), রাহুল, কোহলি, সূর্যকুমার, হার্দিক, কার্তিক (উইকেটরক্ষক), অক্ষর, ভুবনেশ্বর, হর্ষল, উমেশ, চাহাল ৷

একনজরে অস্ট্রেলিয়া একাদশ: ফিঞ্চ (অধিনায়ক), গ্রিন, স্মিথ, ম্যাক্সওয়েল, ইংলিশ, ডেভিড, ওয়েড (উইকেটরক্ষক), কামিন্স, এলিস, জাম্পা, হ্যাজেলউড ৷

Last Updated : Sep 20, 2022, 7:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.