ETV Bharat / sports

The Ashes 2023: কামিন্স-লায়নের লড়াইয়ে 2 উইকেটে থ্রি-লায়ন্সের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় অজিদের - থ্রি লায়ন্সের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় অজিদের

মাত্র 2 উইকেট হাতে নিয়ে 55 রান তুলে অস্ট্রেলিয়াকে কার্যত হারা ম্যাচ জেতালেন অধিনায়ক প্যাট কামিন্স ৷ আর তাঁকে যোগ্য সঙ্গত দিলের অফস্পিনার নাথন লায়ন ৷ মেঘলা আবহাওয়ায় নতুন বলে ব্রড ও রবিনসনের স্যুইং ও বাউন্স সামলে দুরন্ত জয় অজিদের ৷

The Ashes 2023 ETV BHARAT
The Ashes 2023
author img

By

Published : Jun 21, 2023, 10:44 AM IST

বার্মিংহাম, 21 জুন: ব্যর্থ 'বাজবল থিয়োরি' ৷ প্যাট কামিন্স এবং নাথন লায়নের ব্যাটে ভর করে কার্যত হারা ম্যাচ জিতে নিল অস্ট্রেলিয়া ৷ অ্যাসেজ সিরিজের প্রথম টেস্ট মাত্র 2 উইকেটে জিতে 0-1 এগিয়ে গেল অজিরা ৷ বৃষ্টি বিঘ্নিত পঞ্চমদিনে প্রথম 2 ঘণ্টায় এক বলও খেলা যায়নি ৷ দ্বিতীয় সেশনে ম্যাচ শুরু হতেই ব্যাকফুটে চলে যায় অজিরা ৷ কিন্তু, একদিক থেকে ক্রিজে আঠার মতো সেঁটে ছিলেন উসমান খোয়াজা ৷ মূলত তাঁর 197 বলে 65 রানের ইনিংস অস্ট্রেলিয়ার জয়ের ভিত তৈরি করে দেয় ৷ তার পরেও একটা সময়ে 227 রানে 8 উইকেট হারিয়ে চাপে পড়ে যান কামিন্সরা ৷ কিন্তু, সেখান থেকে কামিন্স ও নাথন লায়ন শেষ পর্যন্ত লড়ে অসম্ভবকে সম্ভব করে তোলেন ৷

পঞ্চমদিনের শুরু থেকে বার্মিংহামে আকাশ কালো মেঘে ঢেকেছিল ৷ সঙ্গে অবিরাম বৃষ্টি ৷ একটা সময় মনে হচ্ছিল চতুর্থদিনের শেষে ইংল্যান্ড বোলাররা যে রোমাঞ্চকর পরিস্থিতি এনে দিয়েছিলেন ম্যাচে তা, বৃষ্টির কারণে পুরোপুরি জলে যাবে ৷ কিন্তু, দ্বিতীয় সেশনে পঞ্চমদিনের খেলা শুরু হয় ৷ শেষদিনে 7 উইকেট হাতে নিয়ে 174 রান তাড়া করতে নেমে শুরুতেই ফিরে যান স্কট বোল্যান্ড ৷ এরপর 143 রানের মাথায় ট্রাভিস হেডকে স্লিপে ক্যাচ আউট করেন মইন আলি ৷

আরও পড়ুন: কাউন্টিতে প্রত্যাবর্তন রাহানের, ক্যারিবিয়ান সফর শেষে লেস্টারশায়ারের হয়ে খেলবেন তিনি

পরিস্থিতি এমন দাঁড়ায় যে, অজিরা 200 রানের মধ্যে অলআউট হয়ে যেতে পারেন ৷ কিন্তু, ক্রিজের উলটোদিকে তখনও উসমান খোয়াজা দাঁড়িয়ে ছিলেন ৷ তিনি ক্যামরন গ্রিনের সঙ্গে 49 রানের ছোট্ট, তবে উপযোগী ইনিংস খেলেন ৷ এরপর নামেন অ্যালেক্স কেরি ৷ তাঁর সঙ্গে খোয়াজার পার্টনারশিপ ভালোই হচ্ছিল ৷ কিন্তু, ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকসের শিকার হন খোয়াজা ৷ সেখান থেকে ইংল্যান্ড প্রায় ম্যাচ নিজেদের হাতে নিয়ে আসে ৷ আর 227 রানের মাথায় অ্যালেক্স কেরি ফিরতেই মনে হয়েছিল, ম্যাচ এবার ইংল্যান্ডের ৷ বাজবল থিয়োরি ফের একবার হিট হতে চলেছে ৷

আরও পড়ুন: নিয়মভঙ্গের অভিযোগে 25 শতাংশ ম্যাচ-ফি কাটা গেল মইন আলির

কিন্তু, অজি অধিনায়ক প্যাট কামিন্স এবং অফ স্পিনার নাথন লায়ন মেঘলা আকাশে ব্রিটিশ স্যুইং বোলারদের সামলে 55 রানের ম্যাচ জেতানো পার্টনারশিপ করেন ৷ এখানেই প্রশ্ন কেন শেষ 2 উইকেট ফেলতে ব্যর্থ হলেন বেন স্টোকসরা ? এ নিয়ে ইংল্যান্ড অধিনায়কের সমালোচনা করেছেন মাইকেল ভন, নাসের হুসেন, ইয়ন মর্গ্যানের মতো প্রাক্তনীরা ৷ কেন জেমস 80 ওভারের পরেই নতুন বল নিলেন না স্টোকস ? কেন জেমস অ্যান্ডারসনকে বোলিং করালেন না তিনি ? নিজেই বা নতুন বলে কেন বল করলেন না ? এমন একাধিক প্রশ্ন তুলেছেন তাঁরা ৷ প্রথম ইনিংসে 141 ও দ্বিতীয় ইনিংসে 65 রান করে ম্যাচের সেরা হয়েছেন উসমান খোয়াজা ৷

বার্মিংহাম, 21 জুন: ব্যর্থ 'বাজবল থিয়োরি' ৷ প্যাট কামিন্স এবং নাথন লায়নের ব্যাটে ভর করে কার্যত হারা ম্যাচ জিতে নিল অস্ট্রেলিয়া ৷ অ্যাসেজ সিরিজের প্রথম টেস্ট মাত্র 2 উইকেটে জিতে 0-1 এগিয়ে গেল অজিরা ৷ বৃষ্টি বিঘ্নিত পঞ্চমদিনে প্রথম 2 ঘণ্টায় এক বলও খেলা যায়নি ৷ দ্বিতীয় সেশনে ম্যাচ শুরু হতেই ব্যাকফুটে চলে যায় অজিরা ৷ কিন্তু, একদিক থেকে ক্রিজে আঠার মতো সেঁটে ছিলেন উসমান খোয়াজা ৷ মূলত তাঁর 197 বলে 65 রানের ইনিংস অস্ট্রেলিয়ার জয়ের ভিত তৈরি করে দেয় ৷ তার পরেও একটা সময়ে 227 রানে 8 উইকেট হারিয়ে চাপে পড়ে যান কামিন্সরা ৷ কিন্তু, সেখান থেকে কামিন্স ও নাথন লায়ন শেষ পর্যন্ত লড়ে অসম্ভবকে সম্ভব করে তোলেন ৷

পঞ্চমদিনের শুরু থেকে বার্মিংহামে আকাশ কালো মেঘে ঢেকেছিল ৷ সঙ্গে অবিরাম বৃষ্টি ৷ একটা সময় মনে হচ্ছিল চতুর্থদিনের শেষে ইংল্যান্ড বোলাররা যে রোমাঞ্চকর পরিস্থিতি এনে দিয়েছিলেন ম্যাচে তা, বৃষ্টির কারণে পুরোপুরি জলে যাবে ৷ কিন্তু, দ্বিতীয় সেশনে পঞ্চমদিনের খেলা শুরু হয় ৷ শেষদিনে 7 উইকেট হাতে নিয়ে 174 রান তাড়া করতে নেমে শুরুতেই ফিরে যান স্কট বোল্যান্ড ৷ এরপর 143 রানের মাথায় ট্রাভিস হেডকে স্লিপে ক্যাচ আউট করেন মইন আলি ৷

আরও পড়ুন: কাউন্টিতে প্রত্যাবর্তন রাহানের, ক্যারিবিয়ান সফর শেষে লেস্টারশায়ারের হয়ে খেলবেন তিনি

পরিস্থিতি এমন দাঁড়ায় যে, অজিরা 200 রানের মধ্যে অলআউট হয়ে যেতে পারেন ৷ কিন্তু, ক্রিজের উলটোদিকে তখনও উসমান খোয়াজা দাঁড়িয়ে ছিলেন ৷ তিনি ক্যামরন গ্রিনের সঙ্গে 49 রানের ছোট্ট, তবে উপযোগী ইনিংস খেলেন ৷ এরপর নামেন অ্যালেক্স কেরি ৷ তাঁর সঙ্গে খোয়াজার পার্টনারশিপ ভালোই হচ্ছিল ৷ কিন্তু, ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকসের শিকার হন খোয়াজা ৷ সেখান থেকে ইংল্যান্ড প্রায় ম্যাচ নিজেদের হাতে নিয়ে আসে ৷ আর 227 রানের মাথায় অ্যালেক্স কেরি ফিরতেই মনে হয়েছিল, ম্যাচ এবার ইংল্যান্ডের ৷ বাজবল থিয়োরি ফের একবার হিট হতে চলেছে ৷

আরও পড়ুন: নিয়মভঙ্গের অভিযোগে 25 শতাংশ ম্যাচ-ফি কাটা গেল মইন আলির

কিন্তু, অজি অধিনায়ক প্যাট কামিন্স এবং অফ স্পিনার নাথন লায়ন মেঘলা আকাশে ব্রিটিশ স্যুইং বোলারদের সামলে 55 রানের ম্যাচ জেতানো পার্টনারশিপ করেন ৷ এখানেই প্রশ্ন কেন শেষ 2 উইকেট ফেলতে ব্যর্থ হলেন বেন স্টোকসরা ? এ নিয়ে ইংল্যান্ড অধিনায়কের সমালোচনা করেছেন মাইকেল ভন, নাসের হুসেন, ইয়ন মর্গ্যানের মতো প্রাক্তনীরা ৷ কেন জেমস 80 ওভারের পরেই নতুন বল নিলেন না স্টোকস ? কেন জেমস অ্যান্ডারসনকে বোলিং করালেন না তিনি ? নিজেই বা নতুন বলে কেন বল করলেন না ? এমন একাধিক প্রশ্ন তুলেছেন তাঁরা ৷ প্রথম ইনিংসে 141 ও দ্বিতীয় ইনিংসে 65 রান করে ম্যাচের সেরা হয়েছেন উসমান খোয়াজা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.