নয়াদিল্লি, 17 ফেব্রুয়ারি: রাজধানীতে দুরন্ত অশ্বিন-জাদেজা এক্সপ্রেস ৷ নাগপুরের ব্যর্থতা ভুলে অরুণ জেটলি স্টেডিয়ামে পালটা লড়াই চালাল অজিরাও । সবমিলিয়ে দিল্লি টেস্টে জমজমাট ক্রিকেট আমেজ (India vs Australia Delhi Test) । প্রথম টেস্টে দুই ইনিংসে প্যাট কামিন্সদের সংগ্রহ ছিল 268 রান । এদিন উসমান খোয়াজা ও পিটার হ্যান্ডসকম্বের চওড়া ব্যাটে প্রথম ইনিংসে 263 রান তুলল ক্যাঙারুরা (Australia score runs in 1st innings of Delhi Test)।
পালটা ব্যাট করতে নেমে দিনের শেষে ভারতের সংগ্রহ বিনা উইকেটে 21 রান । ক্রিজে রয়েছেন রোহিত শর্মা ও কেএল রাহুল । নাগপুর টেস্টের পর এই ম্যাচেও উজ্জল রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা । 100তম টেস্ট খেলতে নেমেছেন চেতেশ্বর পূজারা ৷ সতীর্থের টেস্ট স্মরণীয় করে রাখতে জিততে বদ্ধপরিকর টিম ইন্ডিয়া । পাশাপাশি এই ম্যাচ জিতলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়শিপ ফাইনালের দিকে আরও একধাপ এগিয়ে যাবেন রোহিত শর্মারা । সেই ম্যাচের নজির গড়লেন ভারতের দুই স্পিনার (Border–Gavaskar Trophy 2023) ।
-
ICYMI - WHAT. A. CATCH 😯😯
— BCCI (@BCCI) February 17, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
WOW. A one-handed stunner from @klrahul to end Usman Khawaja’s enterprising stay!#INDvAUS pic.twitter.com/ODnHQ2BPIK
">ICYMI - WHAT. A. CATCH 😯😯
— BCCI (@BCCI) February 17, 2023
WOW. A one-handed stunner from @klrahul to end Usman Khawaja’s enterprising stay!#INDvAUS pic.twitter.com/ODnHQ2BPIKICYMI - WHAT. A. CATCH 😯😯
— BCCI (@BCCI) February 17, 2023
WOW. A one-handed stunner from @klrahul to end Usman Khawaja’s enterprising stay!#INDvAUS pic.twitter.com/ODnHQ2BPIK
সিরিজের আগেই অশ্বিনকে খেলার জন্য আলাদা প্রস্তুতি সেরেছিল অস্ট্রেলিয়া । তা এখনও কোনও কাজে আসেনি । সিরিজ যত এগোচ্ছে, ততই অজিদের দুঃস্বপ্নে পরিণত হচ্ছেন তিনি । অ্যালেক্স ক্যারিকে ফিরিয়ে অজিদের বিরুদ্ধে শততম টেস্ট উইকেটের নজির গড়েছেন অশ্বিন ৷ ক্রিকেটের কুলীন ফরম্যাটে 460টি শিকার রয়েছেন ভারতীয় স্পিনারের । তারমধ্যে 100টিই এসেছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ।
উজ্জ্বল গত ম্যাচের সেরা খেলোয়াড়ও জাদেজাও । নাগপুরে 250টি টেস্ট উইকেটের নজির ছুঁতে পারেননি । নয়াদিল্লিতে এদিনের সফল ব্যাটার উসমান খোয়াজাকে ফিরিয়ে রেকর্ড ছুঁলেন তিনি । তাঁর ঘূর্ণি বুঝতে না-পেরে সুইপ মেরেছিলেন খোয়াজা । বল ব্যাটে লেগে উঠে যায় । মিড-উইকেটের মাঝে অবিশ্বাস্য ক্যাচে তাঁতে ফেরান লোকেশ রাহুল ।
আরও পড়ুন: দিল্লিতে পছন্দের হোটেল পেল না ভারতীয় দল, আলাদা থাকছেন বিরাট
125 বলে 81 রান করে ফেরেন খোয়াজা । 142 বলে 72 রান করেন হ্যান্ডসকম্ব । অধিনায়ক কামিন্সের ব্যাটে এসেছে 33 রান । 3টি করে উইকেট পেয়েছেন অশ্বিন, জাদেজা, শামি ।