ETV Bharat / sports

ICC World Cup 2023: শীতের ধরমশালায় ফের ম্যাচের উষ্ণতা, প্রস্তুত দুই প্রতিবেশী অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড

Australia vs New Zealand in ICC Cricket World Cup: ধরমশালার শীতল আবহাওয়া শনিবার মুখোমুখি ওশেনিয়া মহাদেশের দুই প্রতিবেশী দেশ ৷ অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ডের এই দ্বৈরথ হাড্ডাহাড্ডি হবে বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 27, 2023, 1:32 PM IST

Updated : Oct 27, 2023, 2:09 PM IST

ধরমশালা, 27 অক্টোবর: শনিবার বিশ্বকাপের মঞ্চে ওশেনিয়া মহাদেশের দ্বৈরথ ৷ যেখানে মুখোমুখি দুই প্রতিবেশী অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড ৷ একদিকে অস্ট্রেলিয়া, যারা প্রথম দুই ম্যাচে হারের ধাক্কা কাটিয়ে লাগাতার তিন ম্যাচ জিতে ফের সেমিফাইনালের দৌড়ে সামিল হয়েছে ৷ আর অন্যদিকে, পরপর চার ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় সবার উপরে থাকা কিউয়িরা গত 22 অক্টোবর ভারতের বিরুদ্ধে হেরে তিন নম্বরে রয়েছে ৷ একসময় টুর্নামেন্টে অপ্রতিরোধ্য নিউজিল্যান্ডের হারের পর, শনিবারের ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

বিশ্বকাপের মঞ্চে প্রতিবার অজিদের সামনে আটকে যেতে হয়েছে কিউয়ি ব্রিগেডকে ৷ বিশেষত, 2015 সালে যখন দুই দেশে যৌথভাবে বিশ্বকাপের ম্যাচ আয়োজন করেছিল তখন ৷ ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গ্রুপের ম্যাচ হারতে হয়েছিল ৷ এমনকি ফাইনালেও মাইকেল ক্লার্কের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়ার সামনে 7 উইকেটে ফাইনালে হারতে হয় নিউজিল্যান্ডকে ৷ এবার সেই হারের রেকর্ড ভেঙে ইতিহাস তৈরির স্বপ্ন দেখছেন টম ল্যাথামরা ৷ ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং এই তিনবিভাগেই সমানভাবে ভালো পারফর্ম করছে তারা ৷

তবে, প্রথম দুই ম্যাচে ভারত এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হেরে জয়ের রাস্তায় ফিরেছে অজিরাও ৷ তবে, শেষ তিন ম্যাচে অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ এই বিশ্বকাপের সবচেয়ে দুর্বল দেশগুলির বিরুদ্ধে ছিল ৷ শ্রীলঙ্কা, পাকিস্তান এবং নেদারল্যান্ডস ৷ ফলে ভারত এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অজি ব্যাটিংয়ের যে পরীক্ষা হয়েছিল, তা নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফের হতে পারে বলে মনে করা হচ্ছে ৷ নিউজিল্যান্ড ভারতের বিরুদ্ধে হারলেও, তাঁদের টপ ও মিডল অর্ডার রান করেছে ৷ এমনকি ধরমশালার ছোট মাঠে রাতের ম্যাচে কিউয়ি বোলাররা যথেষ্ট ভালো বোলিং করেছিলেন ৷

আরও পড়ুন: ব্যাঘ্রবাহিনীকে সমর্থনে গাড়ি বিক্রি, বাংলাদেশকে তাতাচ্ছেন টাইগার শোয়েব

তবে, অস্ট্রেলিয়ার বনাম নিউজিল্যান্ড এই ম্যাচ দিনেরবেলা খেলা হবে ৷ সকাল সাড়ে 10টা থেকে শুরু হওয়া এই ম্যাচে তাই বোলাররা বিশেষত, স্পিনাররা প্রভাবশালী হবে বলেই মনে করা হচ্ছে ৷ এক্ষেত্রে অস্ট্রেলিয়ার একটা সমস্যা রয়েছে ৷ প্রথমসারির স্পিনার বলতে অজিদের হাতে একমাত্র অ্যাডাম জাম্পা ৷ সেখানেই কিউয়িদের হাতে মিচ স্যান্টনার এবং রাচিন রবীন্দ্র রয়েছেন ৷ যাঁদের বিরুদ্ধে রান তোলা অতটাও সহজ হবে না ৷ তবে, ডেভিড ওয়ার্নার পরপর দুই ম্যাচে সেঞ্চুরি করে আত্মবিশ্বাসের চূড়ায় রয়েছেন ৷

আরও পড়ুন: কোহলির জন্মদিনে অনুষ্ঠান, নিরাপত্তায় বদল; বিশ্বকাপের জন্য প্রস্তুত বদলে যাওয়া ইডেন

হাতের চোট সারিয়ে স্কোয়াডে যোগ দেওয়া ট্রাভিস হেড আগামিকালের ম্যাচে কামব্যাক করতে পারেন ৷ মিচেল মার্শ পাকিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরি করার পর, নেদারল্যান্ডসের বিরুদ্ধে ফের ব্যর্থ হয়েছেন ৷ তাই দুই বাঁ-হাতি স্পিনারের সামনে ধরমশালার ছোট মাঠে ওয়ার্নারের পাশাপাশি, ট্রাভিস হেডকে খেলাতে পারে অস্ট্রেলিয়া ৷

ধরমশালা, 27 অক্টোবর: শনিবার বিশ্বকাপের মঞ্চে ওশেনিয়া মহাদেশের দ্বৈরথ ৷ যেখানে মুখোমুখি দুই প্রতিবেশী অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড ৷ একদিকে অস্ট্রেলিয়া, যারা প্রথম দুই ম্যাচে হারের ধাক্কা কাটিয়ে লাগাতার তিন ম্যাচ জিতে ফের সেমিফাইনালের দৌড়ে সামিল হয়েছে ৷ আর অন্যদিকে, পরপর চার ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় সবার উপরে থাকা কিউয়িরা গত 22 অক্টোবর ভারতের বিরুদ্ধে হেরে তিন নম্বরে রয়েছে ৷ একসময় টুর্নামেন্টে অপ্রতিরোধ্য নিউজিল্যান্ডের হারের পর, শনিবারের ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

বিশ্বকাপের মঞ্চে প্রতিবার অজিদের সামনে আটকে যেতে হয়েছে কিউয়ি ব্রিগেডকে ৷ বিশেষত, 2015 সালে যখন দুই দেশে যৌথভাবে বিশ্বকাপের ম্যাচ আয়োজন করেছিল তখন ৷ ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গ্রুপের ম্যাচ হারতে হয়েছিল ৷ এমনকি ফাইনালেও মাইকেল ক্লার্কের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়ার সামনে 7 উইকেটে ফাইনালে হারতে হয় নিউজিল্যান্ডকে ৷ এবার সেই হারের রেকর্ড ভেঙে ইতিহাস তৈরির স্বপ্ন দেখছেন টম ল্যাথামরা ৷ ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং এই তিনবিভাগেই সমানভাবে ভালো পারফর্ম করছে তারা ৷

তবে, প্রথম দুই ম্যাচে ভারত এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হেরে জয়ের রাস্তায় ফিরেছে অজিরাও ৷ তবে, শেষ তিন ম্যাচে অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ এই বিশ্বকাপের সবচেয়ে দুর্বল দেশগুলির বিরুদ্ধে ছিল ৷ শ্রীলঙ্কা, পাকিস্তান এবং নেদারল্যান্ডস ৷ ফলে ভারত এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অজি ব্যাটিংয়ের যে পরীক্ষা হয়েছিল, তা নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফের হতে পারে বলে মনে করা হচ্ছে ৷ নিউজিল্যান্ড ভারতের বিরুদ্ধে হারলেও, তাঁদের টপ ও মিডল অর্ডার রান করেছে ৷ এমনকি ধরমশালার ছোট মাঠে রাতের ম্যাচে কিউয়ি বোলাররা যথেষ্ট ভালো বোলিং করেছিলেন ৷

আরও পড়ুন: ব্যাঘ্রবাহিনীকে সমর্থনে গাড়ি বিক্রি, বাংলাদেশকে তাতাচ্ছেন টাইগার শোয়েব

তবে, অস্ট্রেলিয়ার বনাম নিউজিল্যান্ড এই ম্যাচ দিনেরবেলা খেলা হবে ৷ সকাল সাড়ে 10টা থেকে শুরু হওয়া এই ম্যাচে তাই বোলাররা বিশেষত, স্পিনাররা প্রভাবশালী হবে বলেই মনে করা হচ্ছে ৷ এক্ষেত্রে অস্ট্রেলিয়ার একটা সমস্যা রয়েছে ৷ প্রথমসারির স্পিনার বলতে অজিদের হাতে একমাত্র অ্যাডাম জাম্পা ৷ সেখানেই কিউয়িদের হাতে মিচ স্যান্টনার এবং রাচিন রবীন্দ্র রয়েছেন ৷ যাঁদের বিরুদ্ধে রান তোলা অতটাও সহজ হবে না ৷ তবে, ডেভিড ওয়ার্নার পরপর দুই ম্যাচে সেঞ্চুরি করে আত্মবিশ্বাসের চূড়ায় রয়েছেন ৷

আরও পড়ুন: কোহলির জন্মদিনে অনুষ্ঠান, নিরাপত্তায় বদল; বিশ্বকাপের জন্য প্রস্তুত বদলে যাওয়া ইডেন

হাতের চোট সারিয়ে স্কোয়াডে যোগ দেওয়া ট্রাভিস হেড আগামিকালের ম্যাচে কামব্যাক করতে পারেন ৷ মিচেল মার্শ পাকিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরি করার পর, নেদারল্যান্ডসের বিরুদ্ধে ফের ব্যর্থ হয়েছেন ৷ তাই দুই বাঁ-হাতি স্পিনারের সামনে ধরমশালার ছোট মাঠে ওয়ার্নারের পাশাপাশি, ট্রাভিস হেডকে খেলাতে পারে অস্ট্রেলিয়া ৷

Last Updated : Oct 27, 2023, 2:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.