গুয়াহাটি, 28 নভেম্বর: ব্য়র্থ গেল রুতুর করা 123 রান ৷ পাহাড় প্রমাণ রান করে সিরিজ পকেটে পড়ার লক্ষ্যে আত্মবিশ্বাসী ছিল টিম ইন্ডিয়া ৷ কিন্তু তাতে জল ঢেলে দিলেন গ্লেন ম্যাক্সওয়েল ৷ গ্লেন ম্যাক্সওয়েলের শতরানে চাপা পড়ে গেল রুতুরাজ গায়কোয়াড়ের শতরান। শেষ বলে দাঁড়িয়ে অস্ট্রেলিয়াকে 5 উইকেটে জেতালেন তিনি। 104 রান করে অপরাজিত ম্যাক্স ভারত-অস্ট্রেলিয়া টি-20 সিরিজ জেতার দৌড়ে ব্যবধান কমালেন ৷ প্রথম দুই ম্যাচে ভারত জিতলেও বরসাপাড়া স্টেডিয়ামে টিম 'মেন ইন ব্লু'কে 5 উইকেটে হারাল অস্ট্রেলিয়া ৷ সেইসঙ্গে পাঁচ ম্যাচের সিরিজে টিম ইন্ডিয়া 2-1 ব্যবধানে পিছিয়ে গেল।
আফগানিস্তান ম্যাচে যেভাবে গ্লেন ম্যাক্সওয়েল তাণ্ডব দেখেছিল ক্রিকেট দুনিয়া। এদিনও ম্যাক্সের 48 বলে অপরাজিত 104 রান সব স্তব্ধ করে দিয়েছে। সঙ্গী ছিলেন দলের অধিনায়ক ম্যাথু ওয়েড। এদিনের তাঁর ইনিংস সাজানো 8টি চার ও 8টি ছয় দিয়ে৷ ভারতের 222/3-র জবাবে অজিরা 20 ওভারে 225/5 করে ম্যাচ জিতে নিয়েছে। অজিদের জয়ের ফলে পাঁচ ম্যাচের সিরিজে ভারত এগিয়ে 2-1 ৷ সূর্যকুমারদের জয়ের গ্রাস একাই কেড়ে নিলেন ম্যাক্সওয়েল।
ভারতের হয়ে প্রসিদ্ধ কৃষ্ণা শেষ ওভারে 21 রান দেন ৷ অজি দলের একাধিক ক্রিকেটার দেশে ফিরে যাওয়ায় এদিন অজি দলে একাধিক পরিবর্তন ছিল ৷ অ্যারন হার্ডি টি-20 ফর্ম্যাটে নিজের প্রথম উইকেট নেন ৷ সূর্যকে ফেরান তিনিই ৷ মঙ্গলবার দু'টি উইকেট নেন রবি বিষ্ণোই ৷ একটি করে উইকেট নেন আর্শদীপ সিং, আবেশ খান, অক্ষর প্যাটেল ৷ তবে তাতেও শেষরক্ষা হয়নি টিম ইন্ডিয়ার ৷ আর সেইসঙ্গে এই সিরিজেও একটা টানটান উত্তেজনা চলে এল । বাকি দু'টো ম্যাচ যে যথেষ্ট হাড্ডাহাড্ডি হবে, তা নিয়ে সন্দেহ নেই ।
আরও পড়ুন: