ETV Bharat / sports

Rod Marsh Died : হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত অজি কিংবদন্তি রড মার্শ - হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত অজি কিংবদন্তি রড মার্শ

জীবনের বাইশ গজে আর ফেরা হল না রড মার্শের ৷ 74 বছর বয়সে প্রয়াত হলেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি (Aussie Cricket Legend Rod Marsh dies aged 74) ৷ অ্যাডিলেডের হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ব্যাগি গ্রিন মাথায় 96টি টেস্ট খেলা মার্শ ৷

Rod Marsh Died
হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত অজি কিংবদন্তি রড মার্শ
author img

By

Published : Mar 4, 2022, 9:24 AM IST

অ্যাডিলেড, 4 মার্চ : গত বৃহস্পতিবার কুইন্সল্যান্ডে একটি চ্যারিটি ম্যাচে যোগ দেওয়ার পথে আক্রান্ত হয়েছিলেন হৃদরোগে ৷ আর ফেরা হল না জীবনের বাইশ গজে ৷ 74 বছর বয়সে প্রয়াত হলেন অস্ট্রেলিয়ার ক্রিকেট কিংবদন্তি রড মার্শ (Aussie Cricket Legend Rod Marsh dies aged 74) ৷ অ্যাডিলেডের হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ব্যাগি গ্রিন মাথায় 96টি টেস্ট খেলা মার্শ (Rod Marsh played 96 test matches for Australia) ৷

1984-তে তিনি যখন টেস্ট ক্রিকেটকে বিদায় জানান, তখন মার্শ ছিলেন বিশ্বরেকর্ডের অধিকারী ৷ স্টাম্পের পিছনে দাঁড়িয়ে কিংবদন্তি এই উইকেটরক্ষকের ঝুলিতে রয়েছে 355টি শিকার ৷ পরবর্তীতে স্বদেশী অ্যাডাম গিলক্রিস্ট এবং ইয়ান হিলি সেই রেকর্ড ছাপিয়ে গেলেও মার্শের কৃতিত্ব ফিকে হওয়ার নয় মোটেই ৷ সতীর্থ ডেনিস লিলির সঙ্গে তাঁর যুগলবন্দি ছিল সর্বজন সুবিদিত ৷

দু'য়ে মিলে লাল বলের ক্রিকেটে 95 বার সাজঘরে ফিরিয়েছেন ব্যাটারদের ৷ মার্শের মৃত্যুতে শোকপ্রকাশ করে প্রাক্তন অজি তারকা মার্ক ওয়া লিখেছেন, "উনি একজন সত্যিকারের আইকন ৷ নির্বাচক হিসেবে রডের সঙ্গে বেশ কয়েকবছর কাজ করার সৌভাগ্য হয়েছিল ৷ এরকম সৎ মানুষ খুব কমই দেখা যায় ৷"

আরও পড়ুন : India to host South Africa : আইপিএল শেষেই ভারত সফরে আসছে প্রোটিয়ারা

'আইরন গ্লাভস' নামে পরিচিত মার্শ বাঁ-হাতি ব্যাটার হিসেবেও গড়েছেন নজির ৷ 1977 অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড শততম টেস্ট ম্যাচে প্রথম অজি উইকেটরক্ষক ব্যাটার হিসেবে শতরান এসেছিল তাঁর ব্যাটে ৷ টেস্টের পাশাপাশি দেশের জার্সি গায়ে 92টি ওয়ান-ডে ম্যাচে স্টাম্পের পিছনে দাঁড়িয়ে মার্শের শিকার সংখ্যা 124 ৷ অবসরের পর দেশের জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে প্রশিক্ষণ পদে দায়িত্ব সামলেছেন ৷ এছাড়া 2014-16 অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচক কমিটির প্রধান পদেও ছিলেন মার্শ ৷

অ্যাডিলেড, 4 মার্চ : গত বৃহস্পতিবার কুইন্সল্যান্ডে একটি চ্যারিটি ম্যাচে যোগ দেওয়ার পথে আক্রান্ত হয়েছিলেন হৃদরোগে ৷ আর ফেরা হল না জীবনের বাইশ গজে ৷ 74 বছর বয়সে প্রয়াত হলেন অস্ট্রেলিয়ার ক্রিকেট কিংবদন্তি রড মার্শ (Aussie Cricket Legend Rod Marsh dies aged 74) ৷ অ্যাডিলেডের হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ব্যাগি গ্রিন মাথায় 96টি টেস্ট খেলা মার্শ (Rod Marsh played 96 test matches for Australia) ৷

1984-তে তিনি যখন টেস্ট ক্রিকেটকে বিদায় জানান, তখন মার্শ ছিলেন বিশ্বরেকর্ডের অধিকারী ৷ স্টাম্পের পিছনে দাঁড়িয়ে কিংবদন্তি এই উইকেটরক্ষকের ঝুলিতে রয়েছে 355টি শিকার ৷ পরবর্তীতে স্বদেশী অ্যাডাম গিলক্রিস্ট এবং ইয়ান হিলি সেই রেকর্ড ছাপিয়ে গেলেও মার্শের কৃতিত্ব ফিকে হওয়ার নয় মোটেই ৷ সতীর্থ ডেনিস লিলির সঙ্গে তাঁর যুগলবন্দি ছিল সর্বজন সুবিদিত ৷

দু'য়ে মিলে লাল বলের ক্রিকেটে 95 বার সাজঘরে ফিরিয়েছেন ব্যাটারদের ৷ মার্শের মৃত্যুতে শোকপ্রকাশ করে প্রাক্তন অজি তারকা মার্ক ওয়া লিখেছেন, "উনি একজন সত্যিকারের আইকন ৷ নির্বাচক হিসেবে রডের সঙ্গে বেশ কয়েকবছর কাজ করার সৌভাগ্য হয়েছিল ৷ এরকম সৎ মানুষ খুব কমই দেখা যায় ৷"

আরও পড়ুন : India to host South Africa : আইপিএল শেষেই ভারত সফরে আসছে প্রোটিয়ারা

'আইরন গ্লাভস' নামে পরিচিত মার্শ বাঁ-হাতি ব্যাটার হিসেবেও গড়েছেন নজির ৷ 1977 অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড শততম টেস্ট ম্যাচে প্রথম অজি উইকেটরক্ষক ব্যাটার হিসেবে শতরান এসেছিল তাঁর ব্যাটে ৷ টেস্টের পাশাপাশি দেশের জার্সি গায়ে 92টি ওয়ান-ডে ম্যাচে স্টাম্পের পিছনে দাঁড়িয়ে মার্শের শিকার সংখ্যা 124 ৷ অবসরের পর দেশের জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে প্রশিক্ষণ পদে দায়িত্ব সামলেছেন ৷ এছাড়া 2014-16 অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচক কমিটির প্রধান পদেও ছিলেন মার্শ ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.