কলম্বো, 3 সেপ্টেম্বর: শনিবার ভারত-পাকিস্তান ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছে। গতকাল ক্যান্ডিতে রোহিত শর্মা অ্যান্ড কোম্পানি 50 ওভার ব্যাট করার পর পাকিস্তান ব্যাট করার সুযোগই পায়নি ৷ পাশাপাশি কলম্বোতেও গত কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে। তাই এশিয়া কাপের পরবর্তী সুপার ফোরের যে ম্যাচগুলি রয়েছে তার ভেন্যু পরিবর্তন করা যেতে পারে ৷ বাকি ম্যাচ কোথায় হবে তা নিয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিল আয়োজক দুই দেশ (শ্রীলঙ্কা, পাকিস্তান)-র সঙ্গে আলোচনা করছে ৷
এশিয়া কাপ হওয়ার কথা ছিল পাকিস্তানে। কিন্তু ভারতীয় দল বাবর আজমদের দেশে যেতে চায়নি। তার কারণ অবশ্য পাকিস্তানের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক ৷ এরপরেই শ্রীলঙ্কায় এশিয়া কাপের কিছু ম্যাচ খেলানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এবার বৃষ্টির প্রকোপে কলম্বোতেও ম্যাচ আয়োজন করা নিয়ে দেখা দিয়েছে আশঙ্কা। যা বৃষ্টি হচ্ছে তাতে জানা গিয়েছে, আগামী সপ্তাহ পর্যন্ত বৃষ্টি হতে পারে। এমন অবস্থায় ভারত-পাকিস্তান ম্যাচও পণ্ড হয়ে গিয়েছে ৷ সোমবার ভারত-নেপাল ম্যাচ। ওই ম্যাচ ঘিরেও রয়েছে বৃষ্টির আশঙ্কা। সেই কারণেই এশিয়া কাপ সরানোর সিদ্ধান্ত নেওয়া হতে পারে ৷
সংবাদসংস্থা পিটিআই সূত্রের খবর, সুপার ফোরের ম্যাচগুলি পাল্লেকেলে এবং ডাম্বুলাতে এবং হাম্বানটোটাতে আয়োজন করা হতে পারে ৷ অংশগ্রহণকারী ছ'টি দলকে পরিবর্তিত ভেন্যু সম্পর্কেও অবহিত করা হয়েছে। তবে এ বিষয়ে, এক এসএলসি কর্মকর্তা জানান, ডাম্বুলার রাঙ্গিরি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম কয়েকদিনের নোটিশে এতগুলি ম্যাচ আয়োজনের জন্য প্রস্তুত নাও হতে পারে। অন্যদিকে, হাম্বানটোটার আবহাওয়া এই মুহূর্তে শ্রীলঙ্কায় সবচেয়ে ঝলমলে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে ৷ সেখানেও ম্যাচগুলি হওয়ার কথা ভেবে দেখা যেতে পারে ৷
-
Cricket anyone? Grab an umbrella! pic.twitter.com/ZoJADMOxNC
— Najam Sethi (@najamsethi) September 3, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Cricket anyone? Grab an umbrella! pic.twitter.com/ZoJADMOxNC
— Najam Sethi (@najamsethi) September 3, 2023Cricket anyone? Grab an umbrella! pic.twitter.com/ZoJADMOxNC
— Najam Sethi (@najamsethi) September 3, 2023
অন্যদিকে, ভারত-পাকিস্তান ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে (এসিসি) এক হাত নিয়েছেন নাজম শেঠি। এই সময় শ্রীলঙ্কায় এশিয়া কাপ আয়োজনের সিদ্ধান্তকে এক হাত নিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রাক্তন চেয়ারম্যান।
আরও পড়ুন: প্রাথমিক ধাক্কা সামলে ঈশান-হার্দিকের ব্যাটে বাবরদের চ্যালেঞ্জিং টার্গেট ভারতের