মুম্বই, 18 অক্টোবর: নিরপেক্ষ দেশে হবে 2023 এশিয়া কাপ (Asia Cup 2023 will be Held at Neutral Venue) ৷ জানিয়ে দিলেন বিসিসিআই (BCCI) সচিব তথা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি জয় শাহ (ACC President Jay Shah) ৷ এদিন মুম্বইয়ে বিসিসিআই বার্ষিক সাধারণ সভায় আরও একবার সচিব পদে নির্বাচিত হওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমনটাই জানিয়েছেন তিনি ৷
প্রসঙ্গত, 2023 এশিয়া কাপ পাকিস্তানে আয়োজিত হওয়ার কথা ৷ কিন্তু, ভারতীয় দল পাকিস্তানে যাবে কি না, সে নিয়ে প্রশ্ন উঠছিল ৷ এমনও শোনা যাচ্ছিল, ভারত সরকারের অনুমতিতে রোহিত শর্মারা আগামী বছর পাকিস্তানে এশিয়া কাপ খেলতে যাবেন ৷ কিন্তু, সেই সব কিছুকে ভুয়ো বলে জয় শাহ জানান, 2023 সালের এশিয়া কাপ হবে নিরপেক্ষ কোনও দেশে (India will Not Travel Pakistan for Asia Cup) ৷
পাশাপাশি, 2025 সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিও পাকিস্তানে হওয়ার কথা রয়েছে ৷ তবে, জয় শাহ এ দিন সেই প্রসঙ্গে বলেন, ‘‘2025 আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ভেনু ঠিক হতে এখনও অনেক দেরি আছে ৷ যখন সেটা ঠিক হবে, তখন এ নিয়ে আমরা কথা বলব ৷’’ এ দিন মুম্বইয়ে বিসিসিআই এর বার্ষিক সাধারণ সভা ছিল ৷ 3 বছর পর মুম্বইয়ের তাজ হোটেলের সেই সভায় সর্বসম্মতিতে কর্নাটক ক্রিকেট অ্যাসোসিয়েশন থেকে রজার বিনিকে সভাপতি করা হয়েছে ৷
-
We'll have Asia Cup 2023 at a neutral venue. It's the govt which decides over the permission of our team visiting Pakistan so we won't comment on that but for the 2023 Asia Cup, it is decided that the tournament will be held at a neutral venue: BCCI Secretary Jay Shah
— ANI (@ANI) October 18, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
(File Pic) pic.twitter.com/mvWlqlsgei
">We'll have Asia Cup 2023 at a neutral venue. It's the govt which decides over the permission of our team visiting Pakistan so we won't comment on that but for the 2023 Asia Cup, it is decided that the tournament will be held at a neutral venue: BCCI Secretary Jay Shah
— ANI (@ANI) October 18, 2022
(File Pic) pic.twitter.com/mvWlqlsgeiWe'll have Asia Cup 2023 at a neutral venue. It's the govt which decides over the permission of our team visiting Pakistan so we won't comment on that but for the 2023 Asia Cup, it is decided that the tournament will be held at a neutral venue: BCCI Secretary Jay Shah
— ANI (@ANI) October 18, 2022
(File Pic) pic.twitter.com/mvWlqlsgei
আরও পড়ুন: বিসিসিআই সভাপতি নির্বাচিত হলেন রজার বিনি
91তম বার্ষিক সাধারণ সভায় সচিব জয় শাহ বাদে বিসিসিআই অফিসিয়ালদের পুরো তালিকাই বদলে গিয়েছে ৷ সহ-সভাপতি হয়েছেন রাজীব শুক্লা, যুগ্ম-সচিব দেবজিৎ সইকিয়া এবং কোষাধ্যক্ষ আশিস শেলার ৷ পাশাপাশি, এ দিন বিদায়ী সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় এজিএমে অংশ নিয়েছিলেন ৷ সভা শেষে নবনির্বাচিত সভাপতি রজার বিনি-সহ বাকিদের শুভেচ্ছা জানিয়েছেন ৷ পাশাপাশি, আশা প্রকাশ করেছেন যে, আগামী দিনেও ভারতীয় ক্রিকেট তার স্বাভাবিক ছন্দে এগিয়ে যাবে ৷