ETV Bharat / sports

Hazlewood-Agar Return to Australia: অজি শিবিরে ফের ধাক্কা, এবার দেশে ফিরছেন হ্যাজলউড-অ্যাগার - এবার দেশে ফিরছেন হ্যাজলউড অ্যাগার

সিরিজ খোয়ানোর পর এবার চোটের ধাক্কা অস্ট্রেলিয়ান শিবিরে ৷ ডেভিড ওয়ার্নারের পর এবার চোটের কারণে অস্ট্রেলিয়া ফিরে যাচ্ছেন জস হ্যাজলউড (Hazlewood-Agar Return to Australia) ৷

Hazlewood-Agar Return to Australia ETV BHARAT
Hazlewood-Agar Return to Australia
author img

By

Published : Feb 22, 2023, 2:59 PM IST

ইন্দোর, 22 ফেব্রুয়ারি: বর্ডার-গাভাসকর ট্রফি ফিরে পাওয়ার আশা আগেই শেষ হয়েছে ৷ 2-0 পিছিয়ে থেকে 1 মার্চ তৃতীয় টেস্ট খেলতে নামবে অস্ট্রেলিয়া ৷ এবার তার মধ্যে নতুন করে ধাক্কা অজি শিবিরে ৷ ডেভিড ওয়ার্নারের পর এবার দেশে ফিরে যাচ্ছেন ফাস্ট বোলার জস হ্যাজলউড এবং বাঁ-হাতি স্পিনার অ্যাশটন অ্যাগার (Ashton Agar and Josh Hazlewood Back Home Mid-Way) ৷ হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে হ্যাজলউড প্রথম দু'টি টেস্ট থেকে ছিটকে গিয়েছিলেন ৷ এবার সিরিজ থেকে পাকাপাকিভাবে ছিটকে গিয়ে দেশে ফিরছেন তিনি ৷ কিন্তু, অ্যাশটন অ্যাগার ফিরে যাচ্ছেন ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে প্রথম শ্রেণির ক্রিকেট খেলার জন্য ৷

উল্লেখ্য, প্রথম 2 টেস্টে চোটের কারণে মিচেল স্টার্ক, জস হ্যাজলউড, ক্যামেরন গ্রিন খেলতে পারেননি ৷ কিন্তু, চোট না-থাকলেও অভিজ্ঞ অ্যাশটন অ্যাগারকে প্রথম একাদশে জায়গা দেওয়া হয়নি ৷ এমনকি তৃতীয় ও চতুর্থ টেস্টেও তাঁর জায়গা পাওয়া নিয়ে প্রশ্ন ছিল ৷ তাই প্রথম শ্রেণির ক্রিকেট খেলার জন্য তিনি দেশে ফিরে যাচ্ছেন ৷ জানা গিয়েছে, ওয়ান ডে সিরিজের আগে ফের দলের সঙ্গে যোগ দেবেন তিনি ৷

কিন্তু, অস্ট্রেলিয়ার জন্য সবচেয়ে বড় ধাক্কা হ্যাজলউডের দেশে ফিরে যাওয়া ৷ হ্যামস্ট্রিংয়ের চোটের জন্য প্রথম দু'টি টেস্টে তিনি খেলেননি ৷ মনে করা হচ্ছিল, তৃতীয় ও চতুর্থ টেস্টে প্রথম একাদশে ফিরবেন তিনি ৷ কিন্তু চোট গুরুতর হওয়ায় এবার দেশে ফিরতে হচ্ছে তাঁকে ৷ তবে, ক্যাঙারুদের হয়ে ইন্দোর টেস্টে প্রথম একাদশে ফিরতে চলেছেন মিচেল স্টার্ক ৷ সেই সঙ্গে অলরাউন্ডার ক্যামরন গ্রিনও দলে ফিরতে পারেন বলে ইঙ্গিত ৷ ফলে অস্ট্রেলিয়ার ব্যাটিং-বোলিং দু'টি বিভাগেই কিছুটা হলেও শক্তি বাড়বে ৷

আরও পড়ুন: ওয়ার্নারের বাঁ-হাতের কনুইয়ের হাড়ে চিড়, ছিটকে গেলেন বাকি দুই টেস্ট থেকে

নাগপুর এবং দিল্লি টেস্ট হেরে অস্ট্রেলিয়া এমনিতেই সিরিজে 2-0 তে পিছিয়ে রয়েছে ৷ এমতাবস্থায় প্রথমে ডেভিড ওয়ার্নার এবং পরে হ্যাজলউডের ফিরে যাওয়া অজিদের কাছে নিঃসন্দেহে বড় ধাক্কা ৷ ইতিমধ্যেই রোহিত শর্মার নেতৃত্বে বর্ডার-গাভাসকর ট্রফি দখলে রেখেছে ভারত ৷ কিন্তু, স্টার্ক ও গ্রিন ফিরলে অজিদের বোলিং আরও শক্তিশালী হবে ৷ সেক্ষেত্রে ভারতীয় ব্যাটারদের সমস্যা একটু বাড়বে ৷

ইন্দোর, 22 ফেব্রুয়ারি: বর্ডার-গাভাসকর ট্রফি ফিরে পাওয়ার আশা আগেই শেষ হয়েছে ৷ 2-0 পিছিয়ে থেকে 1 মার্চ তৃতীয় টেস্ট খেলতে নামবে অস্ট্রেলিয়া ৷ এবার তার মধ্যে নতুন করে ধাক্কা অজি শিবিরে ৷ ডেভিড ওয়ার্নারের পর এবার দেশে ফিরে যাচ্ছেন ফাস্ট বোলার জস হ্যাজলউড এবং বাঁ-হাতি স্পিনার অ্যাশটন অ্যাগার (Ashton Agar and Josh Hazlewood Back Home Mid-Way) ৷ হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে হ্যাজলউড প্রথম দু'টি টেস্ট থেকে ছিটকে গিয়েছিলেন ৷ এবার সিরিজ থেকে পাকাপাকিভাবে ছিটকে গিয়ে দেশে ফিরছেন তিনি ৷ কিন্তু, অ্যাশটন অ্যাগার ফিরে যাচ্ছেন ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে প্রথম শ্রেণির ক্রিকেট খেলার জন্য ৷

উল্লেখ্য, প্রথম 2 টেস্টে চোটের কারণে মিচেল স্টার্ক, জস হ্যাজলউড, ক্যামেরন গ্রিন খেলতে পারেননি ৷ কিন্তু, চোট না-থাকলেও অভিজ্ঞ অ্যাশটন অ্যাগারকে প্রথম একাদশে জায়গা দেওয়া হয়নি ৷ এমনকি তৃতীয় ও চতুর্থ টেস্টেও তাঁর জায়গা পাওয়া নিয়ে প্রশ্ন ছিল ৷ তাই প্রথম শ্রেণির ক্রিকেট খেলার জন্য তিনি দেশে ফিরে যাচ্ছেন ৷ জানা গিয়েছে, ওয়ান ডে সিরিজের আগে ফের দলের সঙ্গে যোগ দেবেন তিনি ৷

কিন্তু, অস্ট্রেলিয়ার জন্য সবচেয়ে বড় ধাক্কা হ্যাজলউডের দেশে ফিরে যাওয়া ৷ হ্যামস্ট্রিংয়ের চোটের জন্য প্রথম দু'টি টেস্টে তিনি খেলেননি ৷ মনে করা হচ্ছিল, তৃতীয় ও চতুর্থ টেস্টে প্রথম একাদশে ফিরবেন তিনি ৷ কিন্তু চোট গুরুতর হওয়ায় এবার দেশে ফিরতে হচ্ছে তাঁকে ৷ তবে, ক্যাঙারুদের হয়ে ইন্দোর টেস্টে প্রথম একাদশে ফিরতে চলেছেন মিচেল স্টার্ক ৷ সেই সঙ্গে অলরাউন্ডার ক্যামরন গ্রিনও দলে ফিরতে পারেন বলে ইঙ্গিত ৷ ফলে অস্ট্রেলিয়ার ব্যাটিং-বোলিং দু'টি বিভাগেই কিছুটা হলেও শক্তি বাড়বে ৷

আরও পড়ুন: ওয়ার্নারের বাঁ-হাতের কনুইয়ের হাড়ে চিড়, ছিটকে গেলেন বাকি দুই টেস্ট থেকে

নাগপুর এবং দিল্লি টেস্ট হেরে অস্ট্রেলিয়া এমনিতেই সিরিজে 2-0 তে পিছিয়ে রয়েছে ৷ এমতাবস্থায় প্রথমে ডেভিড ওয়ার্নার এবং পরে হ্যাজলউডের ফিরে যাওয়া অজিদের কাছে নিঃসন্দেহে বড় ধাক্কা ৷ ইতিমধ্যেই রোহিত শর্মার নেতৃত্বে বর্ডার-গাভাসকর ট্রফি দখলে রেখেছে ভারত ৷ কিন্তু, স্টার্ক ও গ্রিন ফিরলে অজিদের বোলিং আরও শক্তিশালী হবে ৷ সেক্ষেত্রে ভারতীয় ব্যাটারদের সমস্যা একটু বাড়বে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.