লন্ডন, 19 মে : অ্যাশেজ সিরিজ় 2021-22 মরসুমের সূচি ঘোষিত হল ৷ ইংল্য়ান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড ও ক্রিকেট অস্ট্রেলিয়া যৌথভাবে পুরুষ ও মহিলা সিরিজ়ের সূচি ঘোষণা করে ৷ এবারে অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত হতে চলেছে অ্যাশেজ সিরিজ় ৷
ব্রিসবেনের গাব্বায় পুরুষদের প্রথম টেস্ট শুরু হবে ডিসেম্বরের 12 তারিখে ৷ এরপর ডিসেম্বরের 16 তারিখে অ্যাডিলেড ওভালে শুরু হবে সিরিজ়ের দ্বিতীয় টেস্ট তথা দিনরাতের টেস্ট ম্যাচ ৷ এরপর মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়ানে অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী বক্সিং ডে টেস্ট ৷ সিরিজ়ের চতুর্থ টেস্ট শুরু হবে জানুয়ারির 5 তারিখে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ৷ জো রুটরা সিরিজ়ের শেষ টেস্ট খেলবেন 14 জানুয়ারি থেকে পার্থের অপটাস স্টেডিয়ামে ৷
26 বছরের ইতিহাসে প্রথমবার অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত অ্যাশেজ সিরিজ়ের শেষ টেস্ট হবে না সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ৷ অন্যদিকে মহিলাদের অ্যাশেজ সিরিজ় শুরু হবে 27 জানুয়ারি মানুকা ওভাল ক্যানবেরায় ৷ মাল্টি ফর্মাটের সিরিজ়ের তিনটি টি-20 ম্যাচ শুরু হবে 4 ফেব্রুয়ারি থেকে ৷ সিডনি ওভালে পরপর দুটি ম্যাচ হবে 4 ও 6 ফেব্রুয়ারি ৷ অন্যদিকে শেষ টি-20 ম্যাচটি হবে 10 ফেব্রুয়ারি অ্যাডিলেড ওভালে ৷
আরও পড়ুন : ঘোলা জলে মাছ ধরছেন ব্যানক্রফ্ট, স্যান্ডপেপার গেট বিতর্কে মন্তব্য অজ়ি বোলারদের
এছাড়া মাল্টি ফর্মাট সিরিজ়ের তিনটি ওয়ানডে শুরু হবে 13 ফেব্রুয়ারি অ্যাডিলেড ওভালে ৷ পরের দুটি ম্য়াচ হবে যথাক্রমে 16 ও 19 ফেব্রুয়ারি জাংশন ওভাল মেলবোর্নে ৷