তিরুঅনন্তপুরম, 28 সেপ্টেম্বর: এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে ক্যাচ ফস্কেছিলেন ৷ জুটেছিল 'গদ্দার' তকমা ৷ প্রায় চার সপ্তাহ পরে প্রোটিয়াদের ছাড়খার করে দিলেন সেই আর্শদীপ সিং (Arshdeep Singh) ৷ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-20 তে প্রথম ওভারেই তুলে নিলেন তিন উইকেট ৷ তরুণ পঞ্জাব তনয়কে যোগ্য সঙ্গত করলেন দীপক চাহার, অক্ষর পটেলরা ৷ ভারতীয় বোলারদের দাপটে 106 রানেই আটকে গেলেন তেম্বা বাভুমারা ৷ ম্যাচ জিততে রোহিত-বিরাটদের দরকার 107 রান (India vs South Africa) ৷
গ্রিনফিল্ড স্টেডিয়ামে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছিলেন অধিনায়ক রোহিত শর্মা ৷ শুরুতেই তেম্বা বাভুমাকে ফেরার দীপক চাহার ৷ বিষাক্ত ইনসুইঙ্গার বুঝতেই পারেননি দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ৷ তারপরেই শুরু হয় আর্শদীপ-রাজ ৷ বল হাতে শুরুতেই ফিরিয়ে দেন কুইন্টন ডি কক'কে ৷ একই ওভারে তুলে নেন রিলি রসো, ডেভিড মিলারকে ৷ নির্ধারিত 4 ওভারে মাত্র 32 রান খরচ করেন আর্শদীপ ৷ দু'টি করে উইকেট তুলে নেন দীপক চাহার, হর্ষল পটেল ৷ নির্ধারিত ওভারে মাত্র 16 রান দেন অক্ষর, ডাগ-আউটে পাঠান ওয়েন পার্নেলকে ৷
আরও পড়ুন: টি-20 ব়্যাঙ্কিংয়ে সূর্যোদয়, ক্রমতালিকায় উঠলেন রোহিত-বিরাট
শেষ পর্যন্ত কেশব মহারাজের 35 বলে 41 রানের দৌলতে 100 রানের গণ্ডি পেরোয় দক্ষিণ আফ্রিকা ৷ 37 বলে 24 রান করেন ওয়েন পার্নেল, 24 বলে 25 রান এসেছে এইডেন মাঁকরামের ব্যাট থেকে ৷