ETV Bharat / sports

Chakda Xpress Teaser : চাকদা এক্সপ্রেসের টিজার নিয়ে হাজির অনুষ্কা, ঝুলনে মজে বিরাট-পত্নী - চাকদা এক্সপ্রেসের টিজার রিলিজ

ছবির টিজার প্রকাশ করলেন ঝুলনের চরিত্রে অভিনয় করা অনুষ্কা শর্মা ৷ ঝুলনও টুইটারে শেয়ার করেছেন টিজার ৷

chakdah express
চাকদহ এক্সপ্রেস
author img

By

Published : Jan 6, 2022, 11:44 AM IST

Updated : Jan 6, 2022, 12:45 PM IST

মুম্বই, 6 জানুয়ারি : 83-র ঘোর এখনও কাটেনি ৷ এবার পর্দায় আসছে ঘরের মেয়ে ঝুলন গোস্বামীর বায়োপিক ৷ শীঘ্রই শুরু হবে ছবির শুটিং ৷ তার আগে ছবির টিজার উত্তেজনা বাড়িয়ে দিল কয়েকগুণ ৷ ছবির টিজার প্রকাশ করলেন ঝুলনের চরিত্রে অভিনয় করা অনুষ্কা শর্মা ৷ ঝুলনও টুইটারে শেয়ার করেছেন টিজার ৷ নেটফ্লিক্সে মুক্তি পাবে ছবিটি ৷

সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক নিয়ে আগ্রহের অন্ত নেই তাঁর অনুরাগীদের ৷ তবে দাদা-র বায়োপিকের আগেই দর্শকের দরবারে আসছে ঝুলনের জীবন কাহিনি ৷ এই প্রথম বাংলার কোনও ক্রিকেটারের জীবন সংগ্রাম ফুটে উঠবে পর্দায় ৷ নদিয়ার চাকদা থেকে ভারতীয় দলের জার্সি গায়ে তোলা, মহিলা ক্রিকেটার হিসেবে নিজেকে চেনানোর লড়াই, এসবই ছবিতে তুলে ধরা হবে ৷ ঝুলন নিজেও ছবি নিয়ে বেজায় উত্তেজিত ৷ টুইটারে ছবির টিজার শেয়ার করেছেন বাস্তবের 'চাকদা এক্সপ্রেস' ৷

  • It is a really special film because it is essentially a story of tremendous sacrifice. Chakda Xpress is inspired by the life and times of former Indian captain Jhulan Goswami and it will be an eye-opener into the world of women’s cricket. pic.twitter.com/eRCl6tLvEu

    — Anushka Sharma (@AnushkaSharma) January 6, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এবার আসা যাক অনুষ্কার কথায় ৷ শেষবার আনন্দ এল রাইয়ের জিরো ছবিতে শেষবার দেখা গিয়েছিল অনুষ্কাকে ৷ এরপর ঝুলন গোস্বামীর বায়োপিকের কাজ শুরু করেছিলেন ৷ ইডেন গার্ডেন্সে শুটিংও করে যান ৷ তবে অনুষ্কার প্রেগন্যান্সি ও কোভিড পরিস্থিতির কারণে ছবির কাজ থমকে গিয়েছিল ৷ গতবছর জানুয়ারিতে মা হন অনুষ্কা ৷ ক্যামেরার সামনে থেকে কিছুদিন উধাও হয়ে গিয়েছিলেন রব নে বনা দি জোড়ির নায়িকা ৷ একরত্তি মেয়েকে ছেড়ে কাজে মন দিতে চাননি ৷ কিছুদিনের মধ্যেই একবছরে পা দেবে ভামিকা ৷ অবশেষে মেয়ের জন্মদিনের আগেই অনুরাগীদের কাজে ফেরার বার্তা দিলেন বিরাট পত্নী ৷ 'চাকদা এক্সপ্রেস' নিয়ে পর্দায় ফিরছেন বিরাট পত্নী ৷

আরও পড়ুন : Kapil Dev Birthday : অকুতোভয় কপিল, একদিনের ক্রিকেটে ভারতীয় যুগের রূপকার

ছবিটি তাঁর কাছে কতটা স্পেশাল তা ইনস্টাগ্রামে জানিয়েছেন অনুষ্কা ৷ ছবিটিকে আত্মত্যাগের অসাধারণ গল্প হিসেবে বর্ণনা করেছেন তিনি ৷ অনুষ্কা লিখেছেন, "ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার ঝুলন গোস্বামীর জীবন নিয়ে তৈরি চাকদা এক্সপ্রেস ৷ মহিলা ক্রিকেট বিশ্বের চোখ খুলে দেবে এই ছবি ৷ যে সময়ে ঝুলন একজন ক্রিকেটার হিসেবে বিশ্ব দরবারে ভারতকে প্রতিনিধিত্ব করার স্বপ্ন দেখেছিলেন তখন একজন মেয়ের খেলাধুলো করবে, এই ভাবনাটাই কঠিন ছিল ৷ এই ছবিটি তাঁর জীবনকে তুলে ধরবে ৷ পাশাপাশি মহিলা ক্রিকেটের পরিস্থিতিও তুলে ধরা হবে ছবির মাধ্যমে ৷"

অনুষ্কার মতো ভার্সেটাইল অভিনেত্রীর ক্রিকেটীয় কলাকৌশল রপ্ত করে মফস্বলের মেয়ে ঝুলনকে কতটা পর্দায় ফুটিয়ে তুলতে পারবেন সেদিকেই তাকিয়ে সিনেপ্রেমীরা ৷

মুম্বই, 6 জানুয়ারি : 83-র ঘোর এখনও কাটেনি ৷ এবার পর্দায় আসছে ঘরের মেয়ে ঝুলন গোস্বামীর বায়োপিক ৷ শীঘ্রই শুরু হবে ছবির শুটিং ৷ তার আগে ছবির টিজার উত্তেজনা বাড়িয়ে দিল কয়েকগুণ ৷ ছবির টিজার প্রকাশ করলেন ঝুলনের চরিত্রে অভিনয় করা অনুষ্কা শর্মা ৷ ঝুলনও টুইটারে শেয়ার করেছেন টিজার ৷ নেটফ্লিক্সে মুক্তি পাবে ছবিটি ৷

সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক নিয়ে আগ্রহের অন্ত নেই তাঁর অনুরাগীদের ৷ তবে দাদা-র বায়োপিকের আগেই দর্শকের দরবারে আসছে ঝুলনের জীবন কাহিনি ৷ এই প্রথম বাংলার কোনও ক্রিকেটারের জীবন সংগ্রাম ফুটে উঠবে পর্দায় ৷ নদিয়ার চাকদা থেকে ভারতীয় দলের জার্সি গায়ে তোলা, মহিলা ক্রিকেটার হিসেবে নিজেকে চেনানোর লড়াই, এসবই ছবিতে তুলে ধরা হবে ৷ ঝুলন নিজেও ছবি নিয়ে বেজায় উত্তেজিত ৷ টুইটারে ছবির টিজার শেয়ার করেছেন বাস্তবের 'চাকদা এক্সপ্রেস' ৷

  • It is a really special film because it is essentially a story of tremendous sacrifice. Chakda Xpress is inspired by the life and times of former Indian captain Jhulan Goswami and it will be an eye-opener into the world of women’s cricket. pic.twitter.com/eRCl6tLvEu

    — Anushka Sharma (@AnushkaSharma) January 6, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এবার আসা যাক অনুষ্কার কথায় ৷ শেষবার আনন্দ এল রাইয়ের জিরো ছবিতে শেষবার দেখা গিয়েছিল অনুষ্কাকে ৷ এরপর ঝুলন গোস্বামীর বায়োপিকের কাজ শুরু করেছিলেন ৷ ইডেন গার্ডেন্সে শুটিংও করে যান ৷ তবে অনুষ্কার প্রেগন্যান্সি ও কোভিড পরিস্থিতির কারণে ছবির কাজ থমকে গিয়েছিল ৷ গতবছর জানুয়ারিতে মা হন অনুষ্কা ৷ ক্যামেরার সামনে থেকে কিছুদিন উধাও হয়ে গিয়েছিলেন রব নে বনা দি জোড়ির নায়িকা ৷ একরত্তি মেয়েকে ছেড়ে কাজে মন দিতে চাননি ৷ কিছুদিনের মধ্যেই একবছরে পা দেবে ভামিকা ৷ অবশেষে মেয়ের জন্মদিনের আগেই অনুরাগীদের কাজে ফেরার বার্তা দিলেন বিরাট পত্নী ৷ 'চাকদা এক্সপ্রেস' নিয়ে পর্দায় ফিরছেন বিরাট পত্নী ৷

আরও পড়ুন : Kapil Dev Birthday : অকুতোভয় কপিল, একদিনের ক্রিকেটে ভারতীয় যুগের রূপকার

ছবিটি তাঁর কাছে কতটা স্পেশাল তা ইনস্টাগ্রামে জানিয়েছেন অনুষ্কা ৷ ছবিটিকে আত্মত্যাগের অসাধারণ গল্প হিসেবে বর্ণনা করেছেন তিনি ৷ অনুষ্কা লিখেছেন, "ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার ঝুলন গোস্বামীর জীবন নিয়ে তৈরি চাকদা এক্সপ্রেস ৷ মহিলা ক্রিকেট বিশ্বের চোখ খুলে দেবে এই ছবি ৷ যে সময়ে ঝুলন একজন ক্রিকেটার হিসেবে বিশ্ব দরবারে ভারতকে প্রতিনিধিত্ব করার স্বপ্ন দেখেছিলেন তখন একজন মেয়ের খেলাধুলো করবে, এই ভাবনাটাই কঠিন ছিল ৷ এই ছবিটি তাঁর জীবনকে তুলে ধরবে ৷ পাশাপাশি মহিলা ক্রিকেটের পরিস্থিতিও তুলে ধরা হবে ছবির মাধ্যমে ৷"

অনুষ্কার মতো ভার্সেটাইল অভিনেত্রীর ক্রিকেটীয় কলাকৌশল রপ্ত করে মফস্বলের মেয়ে ঝুলনকে কতটা পর্দায় ফুটিয়ে তুলতে পারবেন সেদিকেই তাকিয়ে সিনেপ্রেমীরা ৷

Last Updated : Jan 6, 2022, 12:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.