ETV Bharat / sports

Anil Kumble on Ajaz Patel : আজাজের দশে দশ নিয়ে উচ্ছ্বসিত অনিল কুম্বলে

নিউজিল্যান্ডের স্পিনার আজাজ প্যাটেল ভারতের বিরুদ্ধে এক ইনিংসে দশ উইকেট নিলেন ৷ যা নিয়ে উচ্ছ্বসিত অনিল কুম্বলে (Anil Kumble is overwhelmed with ajaz patel perfect 10) ৷

anil kumble is overwhelmed with ajaz patel perfect 10
Anil Kumble on Ajaz Patel : আজাজের দশে দশ নিয়ে উচ্ছ্বসিত অনিল কুম্বলে
author img

By

Published : Dec 4, 2021, 3:06 PM IST

Updated : Dec 4, 2021, 3:48 PM IST

কলকাতা, 4 ডিসেম্বর : ‘‘ওয়েলকাম টু দ্য ক্লাব ৷’’ আজাজ প্যাটেলকে অভিনন্দন জানাতে টুইটারে এই লাইনটিই লিখলেন অনিল কুম্বলে (Anil Kumble on Ajaz Patel) ৷

24 বছর আগে ফিরোজ শা কোটলায় যে রেকর্ড করেছিলেন প্রাক্তন এই ভারতীয় স্পিনার ৷ সেই রেকর্ডই শনিবার ওয়াংখেড়েতে ছুঁলেন নিউজিল্যান্ডের স্পিনার আজাজ প্যাটেল ৷ ভারতের বিরুদ্ধে তিনিও করলেন এক ইনিংসে দশ উইকেট নেওয়ার নজির ৷

  • Ajaz Patel
    This will be remembered forever
    47.5-12-119-10 simply outstanding..Let me stand and clap 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏 pic.twitter.com/T3IZYYn8NZ

    — Harbhajan Turbanator (@harbhajan_singh) December 4, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

যা নিয়ে রীতিমতো হইচই শুরু হয়েছে ক্রিকেট মহলে ৷ তা নিয়েই টুইট করেন কুম্বলে ৷ সেখানেই তিনি বুঝিয়ে দিয়েছেন যে এই পারফরম্যান্স নিয়ে উচ্ছ্বসিত (Anil Kumble is overwhelmed with ajaz patel perfect 10) ৷ লেখেন, ‘‘ভাল বল করেছ আজাজ প্যাটেল ৷ নিখুঁত দশের ক্লাবে স্বাগত ৷ ভারত ও নিউজিল্যান্ডের টেস্ট ম্যাচের প্রথম ও দ্বিতীয় দিনে এই লক্ষ্যে পৌঁছতে বিশেষ প্রচেষ্টা করেছ ৷’’

আরও অনেকে টুইটারে আজাজের প্রশংসা করেন ৷ ভারতীয় স্পিনার হরভজন সিংও টুইট করে প্রশংসা করেন আজাজের ৷ তাঁর এই কৃতিত্ব সারাজীবন মনে থাকবে বলেও লিখেছেন ভাজ্জি ৷

টুইট করা হয়েছে আইসিসির তরফেও ৷ আজাজ তৃতীয় বোলার হিসেবে টেস্টে এই কৃতিত্ব অর্জন করলেন ৷ প্রথম জন ছিলেন ইংল্যান্ডের জিম লেকার, দ্বিতীয়জন ভারতের অনিল কুম্বলে ৷ সেই বিষয়টিও টুইটে উল্লেখ করেছে আইসিসি ৷

  • One of the most difficult things to achieve in the game. 10 wickets in an innings. A day to remember for the rest of your life, #AjazPatel . Born in Mumbai, creating history in Mumbai.
    Congratulations on the historic achievement. pic.twitter.com/hdOe67COdK

    — Virender Sehwag (@virendersehwag) December 4, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : IND vs NZ Mumbai Test : আজাজের ইতিহাসের মঞ্চে বেকায়দায় কিউয়িরা, চা-বিরতিতে 6 উইকেট হারাল নিউজিল্যান্ড

অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ ও ব্রেটলি আজাজের প্রশংসা করেছেন ৷ ভারতের রবি শাস্ত্রী, ভিভিএস লক্ষ্মণ, শার্দুল ঠাকুর, বীরেন্দ্র সেওয়াগ-সহ অনেকে আজাজকে টুইটে অভিনন্দন জানিয়েছেন ৷

কলকাতা, 4 ডিসেম্বর : ‘‘ওয়েলকাম টু দ্য ক্লাব ৷’’ আজাজ প্যাটেলকে অভিনন্দন জানাতে টুইটারে এই লাইনটিই লিখলেন অনিল কুম্বলে (Anil Kumble on Ajaz Patel) ৷

24 বছর আগে ফিরোজ শা কোটলায় যে রেকর্ড করেছিলেন প্রাক্তন এই ভারতীয় স্পিনার ৷ সেই রেকর্ডই শনিবার ওয়াংখেড়েতে ছুঁলেন নিউজিল্যান্ডের স্পিনার আজাজ প্যাটেল ৷ ভারতের বিরুদ্ধে তিনিও করলেন এক ইনিংসে দশ উইকেট নেওয়ার নজির ৷

  • Ajaz Patel
    This will be remembered forever
    47.5-12-119-10 simply outstanding..Let me stand and clap 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏 pic.twitter.com/T3IZYYn8NZ

    — Harbhajan Turbanator (@harbhajan_singh) December 4, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

যা নিয়ে রীতিমতো হইচই শুরু হয়েছে ক্রিকেট মহলে ৷ তা নিয়েই টুইট করেন কুম্বলে ৷ সেখানেই তিনি বুঝিয়ে দিয়েছেন যে এই পারফরম্যান্স নিয়ে উচ্ছ্বসিত (Anil Kumble is overwhelmed with ajaz patel perfect 10) ৷ লেখেন, ‘‘ভাল বল করেছ আজাজ প্যাটেল ৷ নিখুঁত দশের ক্লাবে স্বাগত ৷ ভারত ও নিউজিল্যান্ডের টেস্ট ম্যাচের প্রথম ও দ্বিতীয় দিনে এই লক্ষ্যে পৌঁছতে বিশেষ প্রচেষ্টা করেছ ৷’’

আরও অনেকে টুইটারে আজাজের প্রশংসা করেন ৷ ভারতীয় স্পিনার হরভজন সিংও টুইট করে প্রশংসা করেন আজাজের ৷ তাঁর এই কৃতিত্ব সারাজীবন মনে থাকবে বলেও লিখেছেন ভাজ্জি ৷

টুইট করা হয়েছে আইসিসির তরফেও ৷ আজাজ তৃতীয় বোলার হিসেবে টেস্টে এই কৃতিত্ব অর্জন করলেন ৷ প্রথম জন ছিলেন ইংল্যান্ডের জিম লেকার, দ্বিতীয়জন ভারতের অনিল কুম্বলে ৷ সেই বিষয়টিও টুইটে উল্লেখ করেছে আইসিসি ৷

  • One of the most difficult things to achieve in the game. 10 wickets in an innings. A day to remember for the rest of your life, #AjazPatel . Born in Mumbai, creating history in Mumbai.
    Congratulations on the historic achievement. pic.twitter.com/hdOe67COdK

    — Virender Sehwag (@virendersehwag) December 4, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : IND vs NZ Mumbai Test : আজাজের ইতিহাসের মঞ্চে বেকায়দায় কিউয়িরা, চা-বিরতিতে 6 উইকেট হারাল নিউজিল্যান্ড

অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ ও ব্রেটলি আজাজের প্রশংসা করেছেন ৷ ভারতের রবি শাস্ত্রী, ভিভিএস লক্ষ্মণ, শার্দুল ঠাকুর, বীরেন্দ্র সেওয়াগ-সহ অনেকে আজাজকে টুইটে অভিনন্দন জানিয়েছেন ৷

Last Updated : Dec 4, 2021, 3:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.