ETV Bharat / sports

ব্যাটে-বলে প্রত্যাবর্তনে দুরন্ত দ্রে রাস, প্রথম টি-20 ম্যাচে চার উইকেটে জয় ক্যারিবিয়ানদের - প্রত্যাবর্তনে ব্যাটে বলে দুরন্ত ড্রে রাস

Remarkable Comeback for Andre Russell in West Indies Team: আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তনটা দারুণভাবে করলেন আন্দ্রে রাসেল ৷ ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-20 ম্যাচে ব্যাটে-বলে দাপুটে পারফরম্যান্সে ম্যাচের সেরার পুরস্কার নিয়ে গেলেন নাইট ক্রিকেটার ৷

Image Courtesy: ICC X
Image Courtesy: ICC X
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 13, 2023, 3:03 PM IST

Updated : Dec 13, 2023, 3:31 PM IST

বার্বাডোজ, 13 ডিসেম্বর: দু'বছর পর জাতীয় দলে প্রত্যাবর্তন করলেন আন্দ্রে রাসেল ৷ ইংল্যান্ডের বিরুদ্ধে এই ম্যাচে তিনি কেমন পারফর্ম্যান্স করেন ? সেদিকে নজর ছিল ক্রিকেট বিশ্বের ৷ বিশেষ করে কেকেআর শিবিরের ৷ নিরাশ করলেন না দ্রে রাস ৷ প্রত্যাবর্তন ম্যাচে তাঁর দাপটে কোণঠাসা হয়ে মাঠ ছাড়ল ব্রিটিশরা ৷ প্রথমে বল হাতে তিন উইকেট এবং শেষে রান তাড়া করতে নেমে 14 বলে 29 রান করে ওয়েস্ট ইন্ডিজকে 4 উইকেটে ম্যাচ জেতালেন রাসেল ৷

আগামী বছর ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রে যৌথভাবে আয়োজিত হচ্ছে টি-20 বিশ্বকাপ ৷ ঘরের মাঠে এই টুর্নামেন্টের আগে নিজেদের শক্তি পরীক্ষা করে নিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ টিম ম্যানেজমেন্ট ৷ আর তাই আন্দ্রে রাসেলের মতো ক্রিকেটারকে দলে ফেরানোর সিদ্ধান্ত নেয় তারা ৷ আর সেই সিদ্ধান্ত যে ভুল নয়, তা প্রথম ম্যাচেই প্রমাণ করে দিলেন দ্রে রাস ৷ প্রথমে ব্যাট করতে নেমে পাওয়ার প্লে-তে ইংল্যান্ড 6 ওভারে বিনা উইকেটে 77 রান তুলে নেয় ৷

এদিন প্রথম বলেই দু’শো স্ট্রাইক রেটে ব্যাট করা ফিল সল্টের উইকেট তুলে নেন রাসেল ৷ এর পর মিডল-অর্ডারে লিয়াম লিভিংস্টোন এবং লোয়ার-অর্ডারে রেহান আহমেদকে আউট করেন রাসেল ৷ এদিন ওয়েস্ট ইন্ডিজের হয়ে সবচেয়ে কৃপণ ও সফল বোলার তিনিই ৷ 4 ওভারে 19 রান দিয়ে 3 উইকেট তাঁর ঝুলিতে ৷ ফলে পাওয়ার প্লে'তে 77 রান তোলা ইংল্যান্ড মাত্র 171 রানে অল-আউট হয়ে যায় ৷

  • ☝️ Excellent with the ball
    🔥 Fiery with the bat

    Andre Russell was sharp in his West Indies return as the hosts took an early lead in the #WIvENG T20I series ⬇️https://t.co/UCCZy4QHIz

    — ICC (@ICC) December 13, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

172 রান তাড়া করতে নেমে শুরুটা ভালো করলেও, নিয়মিতভাবে উইকেট হারাতে থাকে ওয়েস্ট ইন্ডিজ ৷ দুই ওপেনার ব্র্যান্ডন কিং (22) ও কেইল মায়ার্স (35) এবং তিন নম্বরে নেমে শাই হোপ (36) ওয়েস্ট ইন্ডিজের রান একাদশ ওভারে একশো পার করে দেন ৷ কিন্তু, পরপর উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ক্যারিবিয়ানরা ৷ 3 উইকেটে 100 রান থেকে 125 রানে 6 উইকেট হারিয়ে বসে তারা ৷ সেখান থেকে অধিনায়ক রভম্যান পাওয়েলের সঙ্গে ইনিংসের হাল ধরেন রাসেল ৷

সপ্তম উইকেটে মাত্র 21 বলে 49 রানের পার্টনারশিপ করেন দু'জনে ৷ যেখানে রাসেল 14 বলে 29 রানের বিধ্বংসী ইনিংস খেলেন ৷ তাঁর ইনিংসে 2টি বাউন্ডারি ও দু’টি ওভার-বাউন্ডারি ছিল ৷ অন্যদিকে, পাওয়েল 3টি বাউন্ডারি ও 2টি ওভার-বাউন্ডারি মেরে 15 বলে 31 রান করেন ৷ ম্যাচের সেরাও হয়েছেন দ্রে রাস ৷

আরও পড়ুন:

  1. রিঙ্কু ম্যাজিকে সঙ্গত সূর্যর! বৃষ্টিবিঘ্নিত পোর্ট এলিজাবেথে প্রোটিয়াদের বিরুদ্ধে লড়াকু স্কোর ভারতের
  2. টেস্ট ক্রিকেট যথেষ্ট খেলা হচ্ছে না মহিলা দলের, ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামার আগে আক্ষেপ স্মৃতির
  3. দিল্লি ক্যাপিটালসের 'লিডার অফ দ্য প্যাক' হিসেবেই কামব্যাক করছেন পন্ত

বার্বাডোজ, 13 ডিসেম্বর: দু'বছর পর জাতীয় দলে প্রত্যাবর্তন করলেন আন্দ্রে রাসেল ৷ ইংল্যান্ডের বিরুদ্ধে এই ম্যাচে তিনি কেমন পারফর্ম্যান্স করেন ? সেদিকে নজর ছিল ক্রিকেট বিশ্বের ৷ বিশেষ করে কেকেআর শিবিরের ৷ নিরাশ করলেন না দ্রে রাস ৷ প্রত্যাবর্তন ম্যাচে তাঁর দাপটে কোণঠাসা হয়ে মাঠ ছাড়ল ব্রিটিশরা ৷ প্রথমে বল হাতে তিন উইকেট এবং শেষে রান তাড়া করতে নেমে 14 বলে 29 রান করে ওয়েস্ট ইন্ডিজকে 4 উইকেটে ম্যাচ জেতালেন রাসেল ৷

আগামী বছর ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রে যৌথভাবে আয়োজিত হচ্ছে টি-20 বিশ্বকাপ ৷ ঘরের মাঠে এই টুর্নামেন্টের আগে নিজেদের শক্তি পরীক্ষা করে নিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ টিম ম্যানেজমেন্ট ৷ আর তাই আন্দ্রে রাসেলের মতো ক্রিকেটারকে দলে ফেরানোর সিদ্ধান্ত নেয় তারা ৷ আর সেই সিদ্ধান্ত যে ভুল নয়, তা প্রথম ম্যাচেই প্রমাণ করে দিলেন দ্রে রাস ৷ প্রথমে ব্যাট করতে নেমে পাওয়ার প্লে-তে ইংল্যান্ড 6 ওভারে বিনা উইকেটে 77 রান তুলে নেয় ৷

এদিন প্রথম বলেই দু’শো স্ট্রাইক রেটে ব্যাট করা ফিল সল্টের উইকেট তুলে নেন রাসেল ৷ এর পর মিডল-অর্ডারে লিয়াম লিভিংস্টোন এবং লোয়ার-অর্ডারে রেহান আহমেদকে আউট করেন রাসেল ৷ এদিন ওয়েস্ট ইন্ডিজের হয়ে সবচেয়ে কৃপণ ও সফল বোলার তিনিই ৷ 4 ওভারে 19 রান দিয়ে 3 উইকেট তাঁর ঝুলিতে ৷ ফলে পাওয়ার প্লে'তে 77 রান তোলা ইংল্যান্ড মাত্র 171 রানে অল-আউট হয়ে যায় ৷

  • ☝️ Excellent with the ball
    🔥 Fiery with the bat

    Andre Russell was sharp in his West Indies return as the hosts took an early lead in the #WIvENG T20I series ⬇️https://t.co/UCCZy4QHIz

    — ICC (@ICC) December 13, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

172 রান তাড়া করতে নেমে শুরুটা ভালো করলেও, নিয়মিতভাবে উইকেট হারাতে থাকে ওয়েস্ট ইন্ডিজ ৷ দুই ওপেনার ব্র্যান্ডন কিং (22) ও কেইল মায়ার্স (35) এবং তিন নম্বরে নেমে শাই হোপ (36) ওয়েস্ট ইন্ডিজের রান একাদশ ওভারে একশো পার করে দেন ৷ কিন্তু, পরপর উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ক্যারিবিয়ানরা ৷ 3 উইকেটে 100 রান থেকে 125 রানে 6 উইকেট হারিয়ে বসে তারা ৷ সেখান থেকে অধিনায়ক রভম্যান পাওয়েলের সঙ্গে ইনিংসের হাল ধরেন রাসেল ৷

সপ্তম উইকেটে মাত্র 21 বলে 49 রানের পার্টনারশিপ করেন দু'জনে ৷ যেখানে রাসেল 14 বলে 29 রানের বিধ্বংসী ইনিংস খেলেন ৷ তাঁর ইনিংসে 2টি বাউন্ডারি ও দু’টি ওভার-বাউন্ডারি ছিল ৷ অন্যদিকে, পাওয়েল 3টি বাউন্ডারি ও 2টি ওভার-বাউন্ডারি মেরে 15 বলে 31 রান করেন ৷ ম্যাচের সেরাও হয়েছেন দ্রে রাস ৷

আরও পড়ুন:

  1. রিঙ্কু ম্যাজিকে সঙ্গত সূর্যর! বৃষ্টিবিঘ্নিত পোর্ট এলিজাবেথে প্রোটিয়াদের বিরুদ্ধে লড়াকু স্কোর ভারতের
  2. টেস্ট ক্রিকেট যথেষ্ট খেলা হচ্ছে না মহিলা দলের, ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামার আগে আক্ষেপ স্মৃতির
  3. দিল্লি ক্যাপিটালসের 'লিডার অফ দ্য প্যাক' হিসেবেই কামব্যাক করছেন পন্ত
Last Updated : Dec 13, 2023, 3:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.