ETV Bharat / sports

Alyssa Healy in WC : একঝাঁক রেকর্ড, ফাইনালে ‘নায়িকা’ সেই অ্যালিসা হিলি - Australia beat England to clinch 7th Womens WC title

অ্যালিসা হিলির বিশ্বস্ত ব্যাট থেকে এদিন শুধু 170 রানের ইনিংসই আসেনি, একঝাঁক রেকর্ডও এসেছে ৷ বিশ্বকাপ ফাইনালে সর্বোচ্চ রান, টুর্নামেন্টের সর্বোচ্চ রান সমস্তই এখন মিচেল স্টার্কের অর্ধাঙ্গিনীর দখলে (Alyssa Healy rules in three consecutive World Cup stage) ৷

Alyssa Healy
ফাইনালে ‘নায়িকা’ সেই অ্যালিসা হিলি
author img

By

Published : Apr 3, 2022, 4:24 PM IST

ক্রাইস্টচার্চ, 3 এপ্রিল : ফের বিশ্বকাপের মঞ্চে দাপট অজি'দের ৷ ইংল্যান্ডকে হারিয়ে সপ্তমবারের জন্য বিশ্বসেরার তাজ উঠেছে অস্ট্রেলিয়ার মেয়েদের মাথায় (Australia beat England to clinch 7th Womens WC title) ৷ সেই ম্যাচে ফারাক গড়ে দিয়েছেন অজি স্টাম্পার-ব্যাটার আলিসা হিলি ৷

স্টার্ক-পত্নীর বিশ্বস্ত ব্যাট থেকে এদিন শুধু 170 রানের ইনিংসই আসেনি, একঝাঁক রেকর্ডও এসেছে ৷ সেমিফাইনালেও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে 107 বলে 129 রানের ইনিংস এসেছিল তাঁর ব্যাট থেকে ৷ এদিন অস্ট্রেলিয়ারই পুরুষ দলের প্রাক্তন উইকেটরক্ষক অ্যাডাম গিলক্রিস্টকে টপকে বিশ্বকাপ ফাইনালে সর্বাধিক ব্যক্তিগত রানের ইনিংস খেলেছেন তিনি ৷ 2007 বিশ্বকাপ ফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে 149 রান করছিলেন গিলি ৷

বিশ্বকাপের ‘প্লেয়ার অফ দ্য সিরিজ’ হিলি করেছেন মোট 509 রান ৷ ভেঙেছেন 25 বছর আগে করা নিউজিল্যান্ডের ডেবি হকলের রেকর্ড ৷ 1997 মহিলা বিশ্বকাপে 456 রান করেছিলেন হকলে ৷ 2018 সালে মহিলাদের টি-20 বিশ্বকাপে ‘প্লেয়ার অফ দ্য সিরিজ’ হয়েছিলেন হিলি ৷ গোটা টুর্নামেন্টে তাঁর ব্যাট থেকে এসেছিল 225 রান ৷ 2020 সালের টি-20 বিশ্বকাপেও মাঠ কাঁপিয়েছিলেন হিলি ৷ ফাইনালে ভারতের বিরুদ্ধে খেলেছিলেন মাত্র 39 বলে 75 রানের বিধ্বংসী ইনিংস ৷ স্বভাবতই ফাইনালে সেরা খেলোয়াড়ের ‘অটোমেটিক চয়েস’ ছিলেন তিনি ৷ এবার ম্যাচ এবং টুর্নামেন্ট, দুই'য়েরই সেরা খেলোয়াড়ের তাজ উঠেছে হিলির মাথায় ৷

Alyssa Healy
একঝাঁক রেকর্ড গড়েছেন মিচেল স্টার্কের অর্ধাঙ্গিনী

আরও পড়ুন : ইংল্যান্ডকে হারিয়ে সপ্তমবার বিশ্বসেরা অস্ট্রেলিয়ার মেয়েরা

পরের বছর প্রোটিয়াদের দেশে বসছে টি-20 বিশ্বকাপের আসর ৷ পরপর তিন বিশ্বকাপের মঞ্চে বাজিমাত করার পরে ইয়ান হিলির ভাইঝি সেখানেও কী কেরামতি দেখান, তাই দেখতে উৎসুক থাকবে ক্রিকেট দুনিয়া ৷

ক্রাইস্টচার্চ, 3 এপ্রিল : ফের বিশ্বকাপের মঞ্চে দাপট অজি'দের ৷ ইংল্যান্ডকে হারিয়ে সপ্তমবারের জন্য বিশ্বসেরার তাজ উঠেছে অস্ট্রেলিয়ার মেয়েদের মাথায় (Australia beat England to clinch 7th Womens WC title) ৷ সেই ম্যাচে ফারাক গড়ে দিয়েছেন অজি স্টাম্পার-ব্যাটার আলিসা হিলি ৷

স্টার্ক-পত্নীর বিশ্বস্ত ব্যাট থেকে এদিন শুধু 170 রানের ইনিংসই আসেনি, একঝাঁক রেকর্ডও এসেছে ৷ সেমিফাইনালেও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে 107 বলে 129 রানের ইনিংস এসেছিল তাঁর ব্যাট থেকে ৷ এদিন অস্ট্রেলিয়ারই পুরুষ দলের প্রাক্তন উইকেটরক্ষক অ্যাডাম গিলক্রিস্টকে টপকে বিশ্বকাপ ফাইনালে সর্বাধিক ব্যক্তিগত রানের ইনিংস খেলেছেন তিনি ৷ 2007 বিশ্বকাপ ফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে 149 রান করছিলেন গিলি ৷

বিশ্বকাপের ‘প্লেয়ার অফ দ্য সিরিজ’ হিলি করেছেন মোট 509 রান ৷ ভেঙেছেন 25 বছর আগে করা নিউজিল্যান্ডের ডেবি হকলের রেকর্ড ৷ 1997 মহিলা বিশ্বকাপে 456 রান করেছিলেন হকলে ৷ 2018 সালে মহিলাদের টি-20 বিশ্বকাপে ‘প্লেয়ার অফ দ্য সিরিজ’ হয়েছিলেন হিলি ৷ গোটা টুর্নামেন্টে তাঁর ব্যাট থেকে এসেছিল 225 রান ৷ 2020 সালের টি-20 বিশ্বকাপেও মাঠ কাঁপিয়েছিলেন হিলি ৷ ফাইনালে ভারতের বিরুদ্ধে খেলেছিলেন মাত্র 39 বলে 75 রানের বিধ্বংসী ইনিংস ৷ স্বভাবতই ফাইনালে সেরা খেলোয়াড়ের ‘অটোমেটিক চয়েস’ ছিলেন তিনি ৷ এবার ম্যাচ এবং টুর্নামেন্ট, দুই'য়েরই সেরা খেলোয়াড়ের তাজ উঠেছে হিলির মাথায় ৷

Alyssa Healy
একঝাঁক রেকর্ড গড়েছেন মিচেল স্টার্কের অর্ধাঙ্গিনী

আরও পড়ুন : ইংল্যান্ডকে হারিয়ে সপ্তমবার বিশ্বসেরা অস্ট্রেলিয়ার মেয়েরা

পরের বছর প্রোটিয়াদের দেশে বসছে টি-20 বিশ্বকাপের আসর ৷ পরপর তিন বিশ্বকাপের মঞ্চে বাজিমাত করার পরে ইয়ান হিলির ভাইঝি সেখানেও কী কেরামতি দেখান, তাই দেখতে উৎসুক থাকবে ক্রিকেট দুনিয়া ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.