নয়াদিল্লি, 24 এপ্রিল: আবারও যন্তর মন্তরে ফিরেছে কুস্তিগীরদের আন্দোলন ৷ সেই সঙ্গে নিজেদের আগের অবস্থান থেকে সরে এলেন বজরং পুনিয়ারা ৷ অলিম্পিক পদক জয়ী কুস্তিগীর জানিয়ে দিলেন, তাঁদের অবস্থান বিক্ষোভে সমস্ত রাজনৈতিক দলই তাঁদের এই প্রতিবাদে সামিল হতে পারে ৷ তা সেই দল শাসক শিবিরের জোটের হোক বা বিরোধী জোটের ৷ দেশের প্রথমসারির কুস্তিগীররা ফের রেসলিং ফেডেরেশন অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে আন্দোলনে সামিল হয়েছেন ৷ এমনকী দিল্লি পুলিশের কাছে সোমবার যৌন হেনস্থার ঘটনায় 7 জন মহিলা কুস্তিগীর অভিযোগও জানিয়েছেন ৷ সেই অভিযোগের ভিত্তিতে কেন্দ্রের গঠিত কমিটির তদন্ত রিপোর্ট দিল্লি পুলিশ চেয়ে পাঠিয়েছে ৷
আন্দোলনে সামিল হওয়ার কুস্তিগীরদের অভিযোগ, ব্রিজভূষণের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া হচ্ছে না ৷ তারই প্রতিবাদে রবিবার রাত থেকে যন্তর মন্তরে প্রতিবাদ শুরু করেছেন বজরং পুনিয়া, ভিনেশ ফোগাত এবং সাক্ষী মালিকরা ৷ তবে, প্রথমবারের অবস্থান থেকে সরে এসেছেন কুস্তিগীররা ৷ বজরং পুনিয়া জানিয়েছেন, তাঁদের এই আন্দোলনে সব রাজনৈতিক দলকে স্বাগত জানানো হচ্ছে ৷ তা বিজেপি, কংগ্রেস, আপ অথবা যে কোনও রাজনৈতিক দল হতে পারে ৷ তিনি এটাও জানিয়েছেন, তাঁরা কোনও নির্দিষ্ট রাজনৈতিক দলের সমর্থনে এই আন্দোলেন সামিল হননি ৷
রবিবার রাতভর বিক্ষোভের পর দিল্লি পুলিশ সোমবার মহিলার কুস্তিগীরদের যৌন হেনস্থার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে ৷ কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের গঠিত কমিটির কাছ থেকে তাদের তদন্তের রিপোর্টও চেয়ে পাঠিয়েছে দিল্লি পুলিশ ৷ এ নিয়ে সংবাদ সংস্থা পিটিআই-কে এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, এখনও পর্যন্ত ডব্লিইএফআই প্রেসিডেন্টের বিরুদ্ধে মোট 7টি অভিযোগ তারা পেয়েছেন ৷ একটি অভিযোগ দায়ের করা হবে ৷ তবে, তথ্য-প্রমাণ হাতে আসার পর পুলিশের তরফে সেই এফআইআর করা হবে বলে জানিয়েছেন ওই পুলিশ আধিকারিক ৷
আরও পড়ুন: তদন্ত রিপোর্ট প্রকাশের দাবি, ফেডারেশন সভাপতির শাস্তির দাবিতে ফের ধরনায় বজরং-ভিনেশরা
যন্তর মন্তরে রবিবার রাত থেকে শুরু হওয়া অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন বজরং পুনিয়া, ভিনেশ ফোগত এবং সাক্ষী মালিক ৷ তাঁদের দাবি কমিটি যে রিপোর্ট তৈরি করেছে, তা জনসমক্ষে আনতে হবে ৷ এমনকী তাঁদের অভিযোগ গতবার আন্দোলনকারী কুস্তিগীরদের ভুল বোঝানো হয়েছিল ৷ কিন্তু, এবার আর সেটা হবে না বলে জানিয়েছেন তাঁরা ৷ এ নিয়ে ভিনেশ ফোগত গতকাল রাতে একটি টুইট করেছেন ৷ সেখানে তিনি লিখিছেন, "ন্যায়বিচারের জন্য আমাদের মঞ্চ থেকে ফুটপাতে নামতে হল ৷"
তিনি টুইটে অভিযোগ করেছেন, গত 21 এপ্রিল 7 জন মহিলা কুস্তিগীর দিল্লি পুলিশের কাছে যৌন হেনস্থার ঘটনায় ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে অভিযোগ করেন ৷ কিন্তু, পুলিশ অভিযোগ পাওয়া সত্ত্বেও কোনও এফআইআর করেনি ৷ তাঁর টুইটটি ভিনেশ ফোগত জাতীয় মানবাধিকার কমিশন, প্রধানমন্ত্রীর মন্ত্রক, ক্রীড়ামন্ত্রক এবং সুপ্রিম কোর্টের সোশাল মিডিয়া পেজে ট্যাগ করেছেন ৷