ETV Bharat / sports

Ajit Agarkar: বিশ্বকাপের রোড-ম্যাপ নিয়ে রোহিত-রাহুলের সঙ্গে আলোচনা করবেন আগরকর - ICC World Cup 2023

বিশ্বকাপের রোড-ম্যাপ কী হবে ? দল বাছাইয়ে টিম ম্যানেজমেন্টের নজরে থাকা 20 জন ক্রিকেটার কী অবস্থায় রয়েছে ? ওয়ার্ক লোড ম্যানেজমেন্ট কীভাবে করা হবে ? এমন একাধিক বিষয়ে রোহিত শর্মা এবং কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে আলোচনা করতে ওয়েস্ট ইন্ডিজ যাচ্ছেন অজিত আগরকর ৷

Ajit Agarkar ETV BHARAT
Ajit Agarkar
author img

By

Published : Jul 18, 2023, 12:40 PM IST

মুম্বই, 18 জুলাই: ভারত অধিনায়ক রোহিত শর্মা এবং কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে বৈঠক করবেন জাতীয় নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগরকর ৷ 5 অক্টোরবর থেকে শুরু হতে চলা বিশ্বকাপের দল নিয়ে কী পরিকল্পনা রয়েছে টিম ম্যানেজমেন্টের ? সেই নিয়ে আলোচনা অধিনায়ক এবং কোচের সঙ্গে আলোচনা করবেন তিনি ৷ আর তাই ওয়েস্ট ইন্ডিজ উড়ে যাচ্ছেন জাতীয় দলের নির্বাচক কমিটির প্রধান ৷ এই মুহূর্তে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে টেস্ট সিরিজ খেলছে ভারত ৷ উল্লেখ্য, 8 অক্টোবর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করবে ভারত ৷

সংবাদ সংস্থা পিটিআই-এর খবর অনুযায়ী বিসিসিআই-এর একটি সূত্র জানিয়েছে, টেস্ট সিরিজ শেষ হওয়ার পরেই ওয়েস্ট ইন্ডিজ যাবেন আগরকর ৷ এই মুহূর্তে ভারতীয় দলের সঙ্গে জাতীয় নির্বাচক কমিটির সদস্য সলীল আঙ্কোলা ওয়েস্ট ইন্ডিজে রয়েছেন ৷ বিসিসিআই-এর ওই সূত্রে দাবি অনুযায়ী, ‘‘এই মুহূর্তে সলীল আঙ্কোলা ওয়েস্ট ইন্ডিজে রয়েছেন ৷ টেস্ট সিরিজ শেষ হয়ে গেলে তিনি ফিরে আসবেন ৷ আর সাদা বলের ক্রিকেট শুরু হওয়ার আগে অজিত ভারতীয় দলের সঙ্গে যোগ দেবেন ৷’’

উল্লেখ্য, অজিত আগরকর সম্প্রতি জাতীয় দলের নির্বাচক কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ৷ কিন্তু, তার পর থেকে ভারতীয় দল বা টিম ম্যানেজমেন্টের সঙ্গে সামনাসামনি কথা হয়নি তাঁর ৷ তিনি দায়িত্বভার গ্রহণ করার আগেই ভারতীয় দল ওয়েস্ট ইন্ডিজ উড়ে গিয়েছিলেন ৷ তাই এবার সেদেশে বসেই 50 ওভারের বিশ্বকাপের নীল-নকশা তৈরি করে নিতে চাইছেন আগরকর ৷ টিম ম্যানেজমেন্টের সঙ্গে বসে তাদের পরিকল্পনা নিয়ে আলোচনা সেরে ফেলতে চাইছেন তিনি ৷

আরও পড়ুন: বাইশ গজে ফিরছেন বুমরা, আয়ারল্যান্ড সফরে বিশ্রামে দ্রাবিড়

বিসিসিআই-এর ওই সূত্র পিটিআই-কে জানিয়েছে, টিম ম্যানেজমেন্ট এবং নির্বাচক কমিটির মধ্যে একটা বোঝাপড়া দরকার ৷ যেখানে টিম ম্যানেজমেন্ট বিশ্বকাপের আগে বাছাই করা 20 জন ক্রিকেটারকে নিয়ে এই মুহূর্তে কী ভাবছে ? তা নির্বাচকদের কাছেও স্পষ্ট হয় ৷ সেই ক্রিকেটাররা এই মুহূর্তে কোনও চোটের মধ্যে রয়েছেন কিনা ? তাঁদের ফিটনেস নিয়ে কোনও সমস্যা রয়েছে কিনা ? এমন একাধিক বিষয়ে ভারতীয় দলের কোচ ও অধিনায়কের সঙ্গে আলোচনা করতে চাইছেন অজিত আগরকর ৷

পাশাপাশি, জসপ্রীত বুমরার ফিটনেস নিয়েও রাহুল এবং রোহিতের সঙ্গে কথা হতে পারে আগরকরের ৷ অস্ত্রোপচারের পর বুমরার ফিটনেস ঠিক কোন পর্যায়ে রয়েছে ? তিনি আয়ারল্যান্ডে 3 ম্যাচের টি-20 সিরিজে খেলতে যাবেন কিনা, সেই বৈঠকের পরেই তা বোঝা যাবে ৷

মুম্বই, 18 জুলাই: ভারত অধিনায়ক রোহিত শর্মা এবং কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে বৈঠক করবেন জাতীয় নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগরকর ৷ 5 অক্টোরবর থেকে শুরু হতে চলা বিশ্বকাপের দল নিয়ে কী পরিকল্পনা রয়েছে টিম ম্যানেজমেন্টের ? সেই নিয়ে আলোচনা অধিনায়ক এবং কোচের সঙ্গে আলোচনা করবেন তিনি ৷ আর তাই ওয়েস্ট ইন্ডিজ উড়ে যাচ্ছেন জাতীয় দলের নির্বাচক কমিটির প্রধান ৷ এই মুহূর্তে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে টেস্ট সিরিজ খেলছে ভারত ৷ উল্লেখ্য, 8 অক্টোবর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করবে ভারত ৷

সংবাদ সংস্থা পিটিআই-এর খবর অনুযায়ী বিসিসিআই-এর একটি সূত্র জানিয়েছে, টেস্ট সিরিজ শেষ হওয়ার পরেই ওয়েস্ট ইন্ডিজ যাবেন আগরকর ৷ এই মুহূর্তে ভারতীয় দলের সঙ্গে জাতীয় নির্বাচক কমিটির সদস্য সলীল আঙ্কোলা ওয়েস্ট ইন্ডিজে রয়েছেন ৷ বিসিসিআই-এর ওই সূত্রে দাবি অনুযায়ী, ‘‘এই মুহূর্তে সলীল আঙ্কোলা ওয়েস্ট ইন্ডিজে রয়েছেন ৷ টেস্ট সিরিজ শেষ হয়ে গেলে তিনি ফিরে আসবেন ৷ আর সাদা বলের ক্রিকেট শুরু হওয়ার আগে অজিত ভারতীয় দলের সঙ্গে যোগ দেবেন ৷’’

উল্লেখ্য, অজিত আগরকর সম্প্রতি জাতীয় দলের নির্বাচক কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ৷ কিন্তু, তার পর থেকে ভারতীয় দল বা টিম ম্যানেজমেন্টের সঙ্গে সামনাসামনি কথা হয়নি তাঁর ৷ তিনি দায়িত্বভার গ্রহণ করার আগেই ভারতীয় দল ওয়েস্ট ইন্ডিজ উড়ে গিয়েছিলেন ৷ তাই এবার সেদেশে বসেই 50 ওভারের বিশ্বকাপের নীল-নকশা তৈরি করে নিতে চাইছেন আগরকর ৷ টিম ম্যানেজমেন্টের সঙ্গে বসে তাদের পরিকল্পনা নিয়ে আলোচনা সেরে ফেলতে চাইছেন তিনি ৷

আরও পড়ুন: বাইশ গজে ফিরছেন বুমরা, আয়ারল্যান্ড সফরে বিশ্রামে দ্রাবিড়

বিসিসিআই-এর ওই সূত্র পিটিআই-কে জানিয়েছে, টিম ম্যানেজমেন্ট এবং নির্বাচক কমিটির মধ্যে একটা বোঝাপড়া দরকার ৷ যেখানে টিম ম্যানেজমেন্ট বিশ্বকাপের আগে বাছাই করা 20 জন ক্রিকেটারকে নিয়ে এই মুহূর্তে কী ভাবছে ? তা নির্বাচকদের কাছেও স্পষ্ট হয় ৷ সেই ক্রিকেটাররা এই মুহূর্তে কোনও চোটের মধ্যে রয়েছেন কিনা ? তাঁদের ফিটনেস নিয়ে কোনও সমস্যা রয়েছে কিনা ? এমন একাধিক বিষয়ে ভারতীয় দলের কোচ ও অধিনায়কের সঙ্গে আলোচনা করতে চাইছেন অজিত আগরকর ৷

পাশাপাশি, জসপ্রীত বুমরার ফিটনেস নিয়েও রাহুল এবং রোহিতের সঙ্গে কথা হতে পারে আগরকরের ৷ অস্ত্রোপচারের পর বুমরার ফিটনেস ঠিক কোন পর্যায়ে রয়েছে ? তিনি আয়ারল্যান্ডে 3 ম্যাচের টি-20 সিরিজে খেলতে যাবেন কিনা, সেই বৈঠকের পরেই তা বোঝা যাবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.