ETV Bharat / sports

T20 World Cup : কিউয়িদের বিরুদ্ধে টস জিতল আফগানিস্তান, নবিদের সমর্থনে ভারতীয় সমর্থকরা - নবিদের সমর্থনে আজ আসমুদ্র-হিমাচল

ভারতের সমর্থনকে সঙ্গী করেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে এদিন টস জিতল আফগানিস্তান ৷ কিউয়িদের কাঁধে বড় রানের বোঝা চাপিয়ে দেওয়ার লক্ষ্যে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন মহম্মদ নবি ৷ মুজিব উরকে দলে ফিরিয়ে উইলিয়ামসনদের চাপে রাখার চেষ্টায় আফগানরা ৷

T20 World Cup
কিউয়িদের বিরুদ্ধে টস জিতল আফগানিস্তান, নবিদের সমর্থনে আজ আসমুদ্র-হিমাচল
author img

By

Published : Nov 7, 2021, 3:34 PM IST

Updated : Nov 7, 2021, 4:16 PM IST

আবুধাবি, 7 নভেম্বর : গত দু'ম্যাচ জিতে নেট রান-রেটে টপকে যাওয়া গিয়েছে ৷ সোমবার বিরাট কোনও অঘটন না ঘটলে নামিবিয়াকে কোহলিরা দাপটের সঙ্গেই বধ করবেন ধরে নেওয়া যায় ৷ এরপরও চলতি টি-20 বিশ্বকাপে টিম ইন্ডিয়ার সেমিফাইনাল পথে কিন্তু রয়ে যাচ্ছে ৷ কারণটা অবশ্যই নিউজিল্যান্ড ৷

আর সেমির পথ থেকে সেই নিউজিল্যান্ড কাঁটা সরাতেই রবিবার আফগানদের জন্য গলা ফাটাচ্ছে আসমুদ্র-হিমাচল ৷ রাখঢাক না করে আজ মহম্মদ নবি, রশিদ খানদের সমর্থন করছেন ভারতীয় সমর্থকরা ৷ কারণটা খুবই সঙ্গত ৷ কাবুলিওয়ালার দেশ আবুধাবিতে আজ উইলিয়ামসনদের হারালে কোহলিরা হাতে চাঁদ পাবেন যেন ৷

ভারতের সমর্থনকে সঙ্গী করেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে এদিন টস জিতল আফগানিস্তান ৷ কিউয়িদের কাঁধে বড় রানের বোঝা চাপিয়ে দেওয়ার লক্ষ্যে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন মহম্মদ নবি ৷ স্পিনার মুজিব উরকে দলে ফিরিয়ে উইলিয়ামসনদের চাপে রাখার চেষ্টায় আফগানরা ৷

আরও পড়ুন : দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হেরেও সেমিফাইনালে ইংল্যান্ড

তবে নবিদের সমস্ত প্রচেষ্টাই কি ভারতের জন্য ? না, বিশ্বকাপের শেষ চারে পৌঁছনোর সম্ভাবনা রয়েছে আফগানিস্তানেরও ৷ নিউজিল্যান্ডকে হারিয়ে আজ নেট রান-রেট বাড়িয়ে নেওয়ার পর আগামীকাল নামিবিয়া অঘটন ঘটালে শিকে ছিঁড়বে নবিদের ৷ সবমিলিয়ে ভারত-পাক ম্যাচের পর আবুধাবিতে গ্রুপ-বি'র সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচটা অনুষ্ঠির হতে চলেছে আজ ৷

আবুধাবি, 7 নভেম্বর : গত দু'ম্যাচ জিতে নেট রান-রেটে টপকে যাওয়া গিয়েছে ৷ সোমবার বিরাট কোনও অঘটন না ঘটলে নামিবিয়াকে কোহলিরা দাপটের সঙ্গেই বধ করবেন ধরে নেওয়া যায় ৷ এরপরও চলতি টি-20 বিশ্বকাপে টিম ইন্ডিয়ার সেমিফাইনাল পথে কিন্তু রয়ে যাচ্ছে ৷ কারণটা অবশ্যই নিউজিল্যান্ড ৷

আর সেমির পথ থেকে সেই নিউজিল্যান্ড কাঁটা সরাতেই রবিবার আফগানদের জন্য গলা ফাটাচ্ছে আসমুদ্র-হিমাচল ৷ রাখঢাক না করে আজ মহম্মদ নবি, রশিদ খানদের সমর্থন করছেন ভারতীয় সমর্থকরা ৷ কারণটা খুবই সঙ্গত ৷ কাবুলিওয়ালার দেশ আবুধাবিতে আজ উইলিয়ামসনদের হারালে কোহলিরা হাতে চাঁদ পাবেন যেন ৷

ভারতের সমর্থনকে সঙ্গী করেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে এদিন টস জিতল আফগানিস্তান ৷ কিউয়িদের কাঁধে বড় রানের বোঝা চাপিয়ে দেওয়ার লক্ষ্যে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন মহম্মদ নবি ৷ স্পিনার মুজিব উরকে দলে ফিরিয়ে উইলিয়ামসনদের চাপে রাখার চেষ্টায় আফগানরা ৷

আরও পড়ুন : দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হেরেও সেমিফাইনালে ইংল্যান্ড

তবে নবিদের সমস্ত প্রচেষ্টাই কি ভারতের জন্য ? না, বিশ্বকাপের শেষ চারে পৌঁছনোর সম্ভাবনা রয়েছে আফগানিস্তানেরও ৷ নিউজিল্যান্ডকে হারিয়ে আজ নেট রান-রেট বাড়িয়ে নেওয়ার পর আগামীকাল নামিবিয়া অঘটন ঘটালে শিকে ছিঁড়বে নবিদের ৷ সবমিলিয়ে ভারত-পাক ম্যাচের পর আবুধাবিতে গ্রুপ-বি'র সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচটা অনুষ্ঠির হতে চলেছে আজ ৷

Last Updated : Nov 7, 2021, 4:16 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.