ETV Bharat / sports

ICC World Cup 2023: দুরন্ত আফগানিস্তান, ডাচদের উড়িয়ে শেষ চারের দৌড়ে রশিদরা - মহম্মদ নবি

Afghanistan vs Netherlands in ICC Cricket World Cup: নবি, নূরদের স্পিনের সামনে টিকতে পারল না ডাচদের প্রতিরোধ ৷ দেড়শো পার করেই শেষ হল নেদারল্যান্ডসের প্রথম ইনিংস ৷ 7 উইকেটে ম্যাচ জিতে পাকিস্তানকে টপকে 5 নম্বরে উঠে এল আফগানিস্তান ৷

Image Courtesy: Afghanistan Cricket Board X
Image Courtesy: Afghanistan Cricket Board X
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 3, 2023, 7:25 PM IST

Updated : Nov 3, 2023, 10:14 PM IST

লখনউ, 3 নভেম্বর: আইসিসি ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনালে আফগানরা উঠতে পারবে কি, পারবে না ? তা সময় বলবে ৷ কিন্তু, এবারের বিশ্বকাপ মনে থেকে যাবে আফগানিস্তানের লড়াইয়ের জন্য ৷ কারণ, গতবার পয়েন্টস টেবিলে সবার নিচে থাকা আফগানরা, প্রবলভাবে চলে এসেছে শেষ চারের দৌড়ে ৷ হাসমাতুল্লাহ শাহিদি, রশিদ খান এবং রহমানুল্লাহ গুরবাজদের এই সাফল্য আজও চর্চার বিষয় ৷ একানা স্টেডিয়ামে এদিন 7 উইকেটে ম্যাচ জিতে 5 নম্বরে উঠে এল আফগানরা ৷

নেদারল্যান্ডসের দেওয়া 180 রান তাড়া করতে নেমে আফগানিস্তানের লাগল 31.3 ওভার ৷ এদিন অবশ্য আফগানদের দুই ওপেনারই ব্যর্থ ৷ গুরবাজের ব্যাটে এল 10 রান ৷ 20 রান করে ফেরেন ইব্রাহিম জাদরান ৷ যদিও হাসমাদুল্লাহ শাহিদির ক্যাপ্টেনস নকে (64 বলে 56) অনায়াস জয় তুলে নেয় আফগানিস্তান ৷ যোগ্য সঙ্গত দেন রহমত শাহ (54 বলে 52) ৷ শেষটা করেন আজমাতুল্লাহ ওমরাজাই (31 রান) ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

প্রথমে বল করে মাত্র 179 রানে ডাচদের প্রথম ইনিংস শেষ করে দিয়েছিলেন মহম্মদ নবিরা ৷ কিন্তু, এখানে আফগান বোলারদের থেকে ফিল্ডারদের কৃতিত্বটা কিছুটা হলেও বেশি ৷ নেদারল্যান্ডসের দশ উইকেটের মধ্যে 4টি রান-আউট ৷ ওপেনার ম্যাক্স ওডউড থেকে পাঁচ নম্বর পর্যন্ত সকলেই এ দিন রান-আউট হলেন ৷ আর বাকি কাজটা করলেন অভিজ্ঞ অফস্পিনার মহম্মদ নবি ৷ তিনি 9.3 ওভারে 1টি মেডেন-সহ 28 রান দিয়ে 3 উইকেট নিয়েছেন ৷ 2টি উইকেট পেয়েছেন নূর আহমেদ ৷ রাশিদ 10 ওভারে 31 রান দিলেও উইকেট পাননি ৷

আরও পড়ুন: সেমিফাইনালে ওঠায় রোহিতদের অভিনন্দন সচিনের, ঘোষণা করলেন সেরা ফিল্ডারের নাম

2023 সালের ক্রিকেট বিশ্বকাপ অঘটনের জন্য মনে থেকে যাবে ৷ কিন্তু, পুরো টুর্নামেন্টে বিশেষত, শেষের দিকে ধারাবাহিকভাবে ভালো খেলে এসেছে আফগানিস্তান ক্রিকেট দল ৷ এ দিন তুলনামূলক সহজ প্রতিপক্ষের সামনেও বলহাতে নিজেদের দাপট বজায় রেখেছে তারা ৷ তবে, ডাচদের ইনিংসে আফগান বোলারদের থেকে বেশি দাপট দেখিয়েছেন ফিল্ডাররা ৷ আর তাতে সহযোগিতা করেছেন স্বয়ং নেদারল্যান্ডসের ব্যাটাররা ৷ দুই থেকে পাঁচ নম্বর, ব্যাটিং-অর্ডারে পরপর চারজন রান-আউট ৷ এ দিন নেদারল্যান্ডসের হয়ে সর্বোচ্চ 58 রান করেছেন সিব্র্যান্ড অ্যাঙ্গেলব্র্যাখট ৷

আরও পড়ুন: বিশ্বকাপের টিকিটের কালোবাজারির দায় সিএবি’র ঘাড়ে ঠেললেন মন্ত্রী মনোজ

তবে, তাঁর এই ইনিংস খুব একটা সুবিধা করতে পারেনি স্কোরবোর্ডে ৷ ওপেনার ম্যাক্স ওডউড 42 এবং মাঝে অ্যাকারম্যান 29 রানের ইনিংস খেলেন ৷ আফগানিস্তানের পরের দু’টি ম্যাচে প্রতিপক্ষ অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা ৷ লড়াইটা অসম হলেও, অসম্ভব কখনই নয় ৷ অন্যদিকে নিউজিল্যান্ড খেলবে পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে ৷

লখনউ, 3 নভেম্বর: আইসিসি ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনালে আফগানরা উঠতে পারবে কি, পারবে না ? তা সময় বলবে ৷ কিন্তু, এবারের বিশ্বকাপ মনে থেকে যাবে আফগানিস্তানের লড়াইয়ের জন্য ৷ কারণ, গতবার পয়েন্টস টেবিলে সবার নিচে থাকা আফগানরা, প্রবলভাবে চলে এসেছে শেষ চারের দৌড়ে ৷ হাসমাতুল্লাহ শাহিদি, রশিদ খান এবং রহমানুল্লাহ গুরবাজদের এই সাফল্য আজও চর্চার বিষয় ৷ একানা স্টেডিয়ামে এদিন 7 উইকেটে ম্যাচ জিতে 5 নম্বরে উঠে এল আফগানরা ৷

নেদারল্যান্ডসের দেওয়া 180 রান তাড়া করতে নেমে আফগানিস্তানের লাগল 31.3 ওভার ৷ এদিন অবশ্য আফগানদের দুই ওপেনারই ব্যর্থ ৷ গুরবাজের ব্যাটে এল 10 রান ৷ 20 রান করে ফেরেন ইব্রাহিম জাদরান ৷ যদিও হাসমাদুল্লাহ শাহিদির ক্যাপ্টেনস নকে (64 বলে 56) অনায়াস জয় তুলে নেয় আফগানিস্তান ৷ যোগ্য সঙ্গত দেন রহমত শাহ (54 বলে 52) ৷ শেষটা করেন আজমাতুল্লাহ ওমরাজাই (31 রান) ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

প্রথমে বল করে মাত্র 179 রানে ডাচদের প্রথম ইনিংস শেষ করে দিয়েছিলেন মহম্মদ নবিরা ৷ কিন্তু, এখানে আফগান বোলারদের থেকে ফিল্ডারদের কৃতিত্বটা কিছুটা হলেও বেশি ৷ নেদারল্যান্ডসের দশ উইকেটের মধ্যে 4টি রান-আউট ৷ ওপেনার ম্যাক্স ওডউড থেকে পাঁচ নম্বর পর্যন্ত সকলেই এ দিন রান-আউট হলেন ৷ আর বাকি কাজটা করলেন অভিজ্ঞ অফস্পিনার মহম্মদ নবি ৷ তিনি 9.3 ওভারে 1টি মেডেন-সহ 28 রান দিয়ে 3 উইকেট নিয়েছেন ৷ 2টি উইকেট পেয়েছেন নূর আহমেদ ৷ রাশিদ 10 ওভারে 31 রান দিলেও উইকেট পাননি ৷

আরও পড়ুন: সেমিফাইনালে ওঠায় রোহিতদের অভিনন্দন সচিনের, ঘোষণা করলেন সেরা ফিল্ডারের নাম

2023 সালের ক্রিকেট বিশ্বকাপ অঘটনের জন্য মনে থেকে যাবে ৷ কিন্তু, পুরো টুর্নামেন্টে বিশেষত, শেষের দিকে ধারাবাহিকভাবে ভালো খেলে এসেছে আফগানিস্তান ক্রিকেট দল ৷ এ দিন তুলনামূলক সহজ প্রতিপক্ষের সামনেও বলহাতে নিজেদের দাপট বজায় রেখেছে তারা ৷ তবে, ডাচদের ইনিংসে আফগান বোলারদের থেকে বেশি দাপট দেখিয়েছেন ফিল্ডাররা ৷ আর তাতে সহযোগিতা করেছেন স্বয়ং নেদারল্যান্ডসের ব্যাটাররা ৷ দুই থেকে পাঁচ নম্বর, ব্যাটিং-অর্ডারে পরপর চারজন রান-আউট ৷ এ দিন নেদারল্যান্ডসের হয়ে সর্বোচ্চ 58 রান করেছেন সিব্র্যান্ড অ্যাঙ্গেলব্র্যাখট ৷

আরও পড়ুন: বিশ্বকাপের টিকিটের কালোবাজারির দায় সিএবি’র ঘাড়ে ঠেললেন মন্ত্রী মনোজ

তবে, তাঁর এই ইনিংস খুব একটা সুবিধা করতে পারেনি স্কোরবোর্ডে ৷ ওপেনার ম্যাক্স ওডউড 42 এবং মাঝে অ্যাকারম্যান 29 রানের ইনিংস খেলেন ৷ আফগানিস্তানের পরের দু’টি ম্যাচে প্রতিপক্ষ অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা ৷ লড়াইটা অসম হলেও, অসম্ভব কখনই নয় ৷ অন্যদিকে নিউজিল্যান্ড খেলবে পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে ৷

Last Updated : Nov 3, 2023, 10:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.