লাহোর, 6 সেপ্টেম্বর: সুপার ফোরে কোয়ালিফাই করতে পারেনি আফগানিস্তান ৷ কোয়ালিফাই করার খুব কাছে পৌঁছেও আশাহত হয়েছেন রাশিদ খানরা ৷ কিন্তু, ম্যাচ শেষে আরও বড় অভিযোগ করলেন আফগানদের ব্রিটিশ কোচ জোনাথন ট্রট ৷ অভিযোগ করলেন, আয়োজকরা তাঁদের কেবল 37 দশমিক 1 ওভারের পরিসংখ্যানের কথাই বলেছিল ৷ তার পরেও যে সুপার ফোরে কোয়ালিফাই করার সুযোগ রয়েছে, সেই খবর এবং পরিসংখ্যান তাঁদের দেওয়া হয়নি ৷ বিষয়টি তিনি ম্যাচ শেষে জানতে পেরেছেন বলে অভিযোগ করলেন ট্রট ৷
এশিয়া কাপ টুর্নামেন্টের সুপার ফোরে যেতে হলে আফগানিস্তানকে শ্রীলঙ্কার বিরুদ্ধে শুধু জিতলেই হত না ৷ বড় ব্যবধানে জয় দরকার ছিল ৷ গতকালের সেই ম্যাচে প্রথমে ব্যাট করে 50 ওভারে 291 রান তোলে শ্রীলঙ্কা ৷ আফগানিস্তানকে কোয়ালিফাই করতে হলে 292 রানের টার্গেট 37.1 ওভারের মধ্যে তাড়া করতে হত ৷ কিন্তু, তা সম্ভব হয়নি ৷ 37 নম্বর ওভারের শেষ বলে রাশিদ খান বাউন্ডারি মারেন ৷ আর আফগানদের রান গিয়ে দাঁড়ায় 289 রান ৷ সেই সময় তাদের 8 উইকেট পড়ে গিয়েছিল ৷
-
Afghnistan Head Coach @Trotty addressed the post-match Press Conference after AfghanAtalan's unfortunate loss to @OfficialSLC in their 2nd game at the ACC Men's Asia Cup 2023.#AfghanAtalan | #AsiaCup2023 | #AFGvSL | #SuperCola | #WakhtDyDaBarya https://t.co/REufhC5DP5
— Afghanistan Cricket Board (@ACBofficials) September 5, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Afghnistan Head Coach @Trotty addressed the post-match Press Conference after AfghanAtalan's unfortunate loss to @OfficialSLC in their 2nd game at the ACC Men's Asia Cup 2023.#AfghanAtalan | #AsiaCup2023 | #AFGvSL | #SuperCola | #WakhtDyDaBarya https://t.co/REufhC5DP5
— Afghanistan Cricket Board (@ACBofficials) September 5, 2023Afghnistan Head Coach @Trotty addressed the post-match Press Conference after AfghanAtalan's unfortunate loss to @OfficialSLC in their 2nd game at the ACC Men's Asia Cup 2023.#AfghanAtalan | #AsiaCup2023 | #AFGvSL | #SuperCola | #WakhtDyDaBarya https://t.co/REufhC5DP5
— Afghanistan Cricket Board (@ACBofficials) September 5, 2023
এই পরিস্থিতিতে কোয়ালিফাই করতে হলে 1 বলে 3 রান করতে হত রাশিদদের ৷ স্ট্রাইকে ছিলেন মুজিব উর-রহমান ৷ শ্রীলঙ্কান অধিনায়ক দাসুন শনাকা বল করতে পাঠান ধনঞ্জয় ডি-সিলভাকে ৷ ওই বলে বড় শট খেলতে গিয়ে লং-অন বাউন্ডারিতে ক্যাচআউট হন মুজিব ৷ কিন্তু, ম্যাচ সেখানেই শেষ হয়ে যায়নি ৷ তখনও সুযোগ ছিল রাশিদ খানের কাছে ৷ কিন্তু, সেই খবরটা জানতেই না রাশিদ বা তাঁর টিম ম্যানেজমেন্ট ৷ ম্যাচের পর সাংবাদিক বৈঠকে এমনই অভিযোগ করেছেন আফগানিস্তানের কোচ জোনাথন ট্রট ৷
আরও পড়ুন: রুদ্ধশ্বাস লড়াইয়েও শেষরক্ষা হল না রশিদদের, আফগানদের হারিয়ে সুপার ফোরে শ্রীলঙ্কা
তিনি বলেন, ‘‘আমাদের শুধু বলা হয়েছিল 37.1 ওভারে 292 রান তাড়া করতে হবে ৷ তার পরেও যে আমাদের কোয়ালিফাই করার সুযোগ ছিল, তা বলা হয়নি ৷’’ কীভাবে সেটা সম্ভব ছিল ? পরিসংখ্যানগতভাবে, 37.4 ওভারের মধ্যে আফগানিস্তান যদি 295 রান তুলে ম্যাচ জিতত, তাহলে তারা বাংলাদেশের সঙ্গে পরের রাউন্ডে যেতে পারত ৷ আর তা না হলেও, 38.1 ওভারের মধ্যে 297 রান তুলতে হত ৷ আর সেটা সম্ভব ছিল কেবলমাত্র 291 রান তুলে স্কোর টাই করা এবং অন্তিম রানের জন্য ছয় মারা ৷
আরও পড়ুন: 'অহংকার ও ক্ষমতার লোভেই রাজনীতিতে আসেন ক্রীড়াবিদরা', বীরুর নিশানায় কে ?
কিন্তু, ট্রটের দাবি অনুযায়ী, তাঁদের এই পরিসংখ্যান সম্প্রচারকারী চ্যানেল এবং স্কোরার কেউই জানায়নি ৷ আফগান কোচের এই দাবিকে সত্যি বলেই মনে করছে অধিকাংশ বিশেষজ্ঞমহল ৷ কারণ, মুজিব আউট হওয়ার পর রাশিদ খান মাথা নিচু করে হতাশায় মাঠে বসে পড়েন ৷ এমনকি তাদের 11 নম্বর ব্যাটার ফজলহক ফারুকি তাঁর প্রথম দু’টি বল ডট খেলেন ৷ কোয়ালিফাই করার সুযোগ রয়েছে জানলে, তিনি অবশ্যই রাশিদ খানকে স্ট্রাইকে আনতেন ৷ আর তেমনটা হলে রাশিদ শেষ দুই বলে 295 রান তোলার চেষ্টা অবশ্যই করতেন ৷