ETV Bharat / sports

Virat Kohli As Test Captain : ক্যাঙ্গারুর দেশে সিরিজ জয় থেকে সফলতম অধিনায়ক, টেস্ট ক্যাপ্টেন বিরাটের মুকুটে ছড়ানো মণিমাণিক্য

দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ হারের পরদিনই টেস্ট অধিনায়কের পদ ছাড়লেন কোহলি (Virat Kohli steps down as test captain of India on Saturday) ৷ এবার থেকে তিনি ভারতীয় দলের আর পাঁচজন সাধারণ ব্যাটারের মতোই ৷ বিপক্ষ উইকেট হারালে গলার শিরা ফুলিয়ে আর কি উদ্ধত আচরণ করতে দেখা যাবে বিরাটকে ? আজকের পর এমন প্রশ্ন মনে উঁকি দেওয়া ভীষণই স্বাভাবিক ৷

achievements-of-virat-kohli-as-test-captain-of-india
ক্যাঙ্গারুর দেশে সিরিজ জয় থেকে দেশের সফলতম অধিনায়ক, টেস্ট ক্যাপ্টেন বিরাটের মুকুটে ছড়ানো মনিমাণিক্য
author img

By

Published : Jan 15, 2022, 10:22 PM IST

Updated : Jan 16, 2022, 6:51 AM IST

হায়দরাবাদ, 15 জানুয়ারি : টি-20, ওয়ান-ডে'র পর পাঁচদিনের ক্রিকেট ৷ শেষ তিন মাসে তিল তিল করে ভারতীয় ক্রিকেটে তাঁর বিরাট সাম্রাজ্য খুঁইয়ে বসলেন কোহলি ৷ দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ হারের পরদিনই টেস্ট অধিনায়কের পদ ছাড়লেন বিরাট (Virat Kohli steps down as test captain of India on Saturday) ৷ এবার থেকে তিনি ভারতীয় দলের আর পাঁচজন সাধারণ ব্যাটারের মতোই ৷ বিপক্ষ উইকেট হারালে গলার শিরা ফুলিয়ে আর কি উদ্ধত আচরণ করতে দেখা যাবে বিরাটকে ? আজকের পর এমন প্রশ্ন মনে উঁকি দেওয়া ভীষণই স্বাভাবিক ৷ কারণ টি-20 কিংবা ওয়ান-ডে'তে অধিনায়ক বিরাটের সফর লম্বা না-হওয়ার পিছনে জুতসই কারণ বাতলানো সম্ভব হলেও লাল বলের ক্রিকেটে সাফল্যের নিরিখে তো সৌরভ গঙ্গোপাধ্যায়, মহেন্দ্র সিং ধোনিদেরও পিছনে ফেলেছিলেন কোহলি ৷ তাহলে কেন আচমকা এমন পদ থেকে অব্যাহতি দিল্লির ছেলের !

তাহলে কি অন্য কোনও দেওয়াল লিখন পড়তে পেরেছিলেন কোহলি ? বিশেষ করে ওয়ান-ডে ক্যাপ্টেন্সি থেকে বাদ পড়ার পর বোর্ডের প্রতি যেভাবে বিষোদ্গার ছুঁড়ে দিয়েছিলেন, তার ফল কি মারাত্মক কিছু হতে চলেছিল ৷ কারণ, দক্ষিণ আফ্রিকায় এগিয়ে থেকেও সিরিজ হার বেদনার ৷ কিন্তু ফুলের ঘায়ে মূর্ছা যাওয়ার পাত্র তো বিরাট নন ৷ তাই প্রশ্ন ইতিউতি থেকে উঁকি দিচ্ছেই ৷

2014 অস্ট্রেলিয়া সফরে ধোনির জুতোয় পা-গলিয়ে শুরু, থামলেন 2022 শুরুতে দক্ষিণ আফ্রিকায় ৷ মাঝের কয়েকটা বছরে টেস্ট অধিনায়ক বিরাটের মুকুটে জুড়েছে প্রচুর মণিমাণিক্য ৷ একনজরে দেখে নেওয়া যাক (Glimpse of Virat Kohli's achievements as test captain of India) ৷

আরও পড়ুন : Virat Kohli : বিরাট যুগের অবসান, টেস্টের নেতৃত্ব ছাড়লেন কোহলি

  • ভারতের অধিনায়ক হিসেবে দেশকে সর্বাধিক 68টি টেস্টে নেতৃত্ব দিয়েছেন বিরাট ৷ জয়ও পেয়েছেন সর্বাধিক 40টি টেস্টে ৷ তাঁর সামনে কেবল ছিলেন গ্রেম স্মিথ, রিকি পন্টিং এবং স্টিভ ওয়া ৷
  • অধিনায়ক বিরাট ব্যাটার হিসেবেও ছিলেন সাফল্যের চূড়ায় ৷ টেস্টে তাঁর 7টি দ্বিশতরানের সবক'টিই অধিনায়ক হিসেবে ৷ যা বিশ্বরেকর্ড ৷
  • অধিনায়ক হিসেবে তাঁর টেস্ট শতরান 20টি ৷ ভারত অধিনায়কদের মধ্যে যা সর্বাধিক ৷
  • ঘরের মাঠে সর্বাধিক 24টি টেস্ট জয়ের নজির রয়েছে অধিনায়ক কোহলির ঝুলিতেই ৷
  • বিদেশেও কোহলির ভারতের সাফল্য প্রশ্নাতীত ৷ 2018-19 অস্ট্রেলিয়ায় কোহলির নেতৃত্বেই প্রথম টেস্ট সিরিজ জেতে টিম ইন্ডিয়া ৷
  • কোহলির নেতৃত্বে প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলেছিল ভারত ৷ তবে কিউয়িদের কাছে হেরে ট্রফি জয় অধরাই থাকে ৷

হায়দরাবাদ, 15 জানুয়ারি : টি-20, ওয়ান-ডে'র পর পাঁচদিনের ক্রিকেট ৷ শেষ তিন মাসে তিল তিল করে ভারতীয় ক্রিকেটে তাঁর বিরাট সাম্রাজ্য খুঁইয়ে বসলেন কোহলি ৷ দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ হারের পরদিনই টেস্ট অধিনায়কের পদ ছাড়লেন বিরাট (Virat Kohli steps down as test captain of India on Saturday) ৷ এবার থেকে তিনি ভারতীয় দলের আর পাঁচজন সাধারণ ব্যাটারের মতোই ৷ বিপক্ষ উইকেট হারালে গলার শিরা ফুলিয়ে আর কি উদ্ধত আচরণ করতে দেখা যাবে বিরাটকে ? আজকের পর এমন প্রশ্ন মনে উঁকি দেওয়া ভীষণই স্বাভাবিক ৷ কারণ টি-20 কিংবা ওয়ান-ডে'তে অধিনায়ক বিরাটের সফর লম্বা না-হওয়ার পিছনে জুতসই কারণ বাতলানো সম্ভব হলেও লাল বলের ক্রিকেটে সাফল্যের নিরিখে তো সৌরভ গঙ্গোপাধ্যায়, মহেন্দ্র সিং ধোনিদেরও পিছনে ফেলেছিলেন কোহলি ৷ তাহলে কেন আচমকা এমন পদ থেকে অব্যাহতি দিল্লির ছেলের !

তাহলে কি অন্য কোনও দেওয়াল লিখন পড়তে পেরেছিলেন কোহলি ? বিশেষ করে ওয়ান-ডে ক্যাপ্টেন্সি থেকে বাদ পড়ার পর বোর্ডের প্রতি যেভাবে বিষোদ্গার ছুঁড়ে দিয়েছিলেন, তার ফল কি মারাত্মক কিছু হতে চলেছিল ৷ কারণ, দক্ষিণ আফ্রিকায় এগিয়ে থেকেও সিরিজ হার বেদনার ৷ কিন্তু ফুলের ঘায়ে মূর্ছা যাওয়ার পাত্র তো বিরাট নন ৷ তাই প্রশ্ন ইতিউতি থেকে উঁকি দিচ্ছেই ৷

2014 অস্ট্রেলিয়া সফরে ধোনির জুতোয় পা-গলিয়ে শুরু, থামলেন 2022 শুরুতে দক্ষিণ আফ্রিকায় ৷ মাঝের কয়েকটা বছরে টেস্ট অধিনায়ক বিরাটের মুকুটে জুড়েছে প্রচুর মণিমাণিক্য ৷ একনজরে দেখে নেওয়া যাক (Glimpse of Virat Kohli's achievements as test captain of India) ৷

আরও পড়ুন : Virat Kohli : বিরাট যুগের অবসান, টেস্টের নেতৃত্ব ছাড়লেন কোহলি

  • ভারতের অধিনায়ক হিসেবে দেশকে সর্বাধিক 68টি টেস্টে নেতৃত্ব দিয়েছেন বিরাট ৷ জয়ও পেয়েছেন সর্বাধিক 40টি টেস্টে ৷ তাঁর সামনে কেবল ছিলেন গ্রেম স্মিথ, রিকি পন্টিং এবং স্টিভ ওয়া ৷
  • অধিনায়ক বিরাট ব্যাটার হিসেবেও ছিলেন সাফল্যের চূড়ায় ৷ টেস্টে তাঁর 7টি দ্বিশতরানের সবক'টিই অধিনায়ক হিসেবে ৷ যা বিশ্বরেকর্ড ৷
  • অধিনায়ক হিসেবে তাঁর টেস্ট শতরান 20টি ৷ ভারত অধিনায়কদের মধ্যে যা সর্বাধিক ৷
  • ঘরের মাঠে সর্বাধিক 24টি টেস্ট জয়ের নজির রয়েছে অধিনায়ক কোহলির ঝুলিতেই ৷
  • বিদেশেও কোহলির ভারতের সাফল্য প্রশ্নাতীত ৷ 2018-19 অস্ট্রেলিয়ায় কোহলির নেতৃত্বেই প্রথম টেস্ট সিরিজ জেতে টিম ইন্ডিয়া ৷
  • কোহলির নেতৃত্বে প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলেছিল ভারত ৷ তবে কিউয়িদের কাছে হেরে ট্রফি জয় অধরাই থাকে ৷
Last Updated : Jan 16, 2022, 6:51 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.