ETV Bharat / sports

বলের গতি, বাউন্স ও মুভমেন্টে নিয়ন্ত্রণ করতে পারা সিরাজের স্পেশালিটি : লক্ষ্মণ - Mohammed siraj

মহম্মদ সিরাজের বোলিং স্কিল ও লম্বা স্পেল করতে পারার ক্ষমতায় মুগ্ধ প্রাক্তন ভারতীয় ব্যাটসম্যান ভিভিএস লক্ষ্মণ ৷ এক সাক্ষাৎকারে তিনি সিরাজের প্রশংসা করেছেন ৷

ability-to-maintain-speed-and-movement-over-long-period-makes-mohammed-siraj-special-vvs-laxman
বলের গতি, বাউন্স ও মুভমেন্টে নিয়ন্ত্রণ করতে পারা সিরাজের স্পেশালিটি : লক্ষ্মণ
author img

By

Published : May 20, 2021, 6:52 PM IST

নয়াদিল্লি, 20 মে : ভারতীয় পেসার মহম্মদ সিরাজের প্রশংসা ভিভিএস লক্ষ্মণের মুখে ৷ ভারতীয় পেস স্টারের বলের গতি, বাউন্স এবং মুভমেন্টের উপর অসাধারণ নিয়ন্ত্রণ তাঁকে ভয়ঙ্কর করে তুলেছে বলে জানান প্রাক্তন ভারতীয় ব্যাটসম্যান ৷ প্রসঙ্গত, গতকাল কিংবদন্তী ব্যাটসম্যান সুনীল গাভাসস্করও মহম্মদ সিরাজের প্রশংসা করেছিলেন ৷

আজ সিরাজকে নিয়ে লক্ষ্মণ জানিয়েছেন, সিরাজ খুবই স্কিলফুল বোলার ৷ একজন ফাস্ট বোলারের জন্য দু’টো জিনিস খুবই গুরুত্বপূর্ণ ৷ প্রথমত, একজন বোলারের ব্যাটসম্যানকে বোকা বানাবে এমনভাবে বল সুইং করানোর ক্ষমতা থাকা চাই ৷ আর সিরাজের সেই দক্ষতা ভরপুর রয়েছে ৷ আর দ্বিতীয়ত, একজন পেসারের লম্বা স্পেলে বল করার ক্ষমতা থাকা দরকার ৷ আর সেই ক্ষমতাও সিরাজের মধ্যে রয়েছে ৷

আরও পড়ুন : ভারত-নিউজিল্যান্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে থাকতে পারবেন 4 হাজার দর্শক

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই ডানহাতি পেসার নিজের টেস্ট ম্যাচ ডেবিউ করেন ৷ যে ম্যাচে ভারতকে জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন মহম্মদ সিরাজ ৷

নয়াদিল্লি, 20 মে : ভারতীয় পেসার মহম্মদ সিরাজের প্রশংসা ভিভিএস লক্ষ্মণের মুখে ৷ ভারতীয় পেস স্টারের বলের গতি, বাউন্স এবং মুভমেন্টের উপর অসাধারণ নিয়ন্ত্রণ তাঁকে ভয়ঙ্কর করে তুলেছে বলে জানান প্রাক্তন ভারতীয় ব্যাটসম্যান ৷ প্রসঙ্গত, গতকাল কিংবদন্তী ব্যাটসম্যান সুনীল গাভাসস্করও মহম্মদ সিরাজের প্রশংসা করেছিলেন ৷

আজ সিরাজকে নিয়ে লক্ষ্মণ জানিয়েছেন, সিরাজ খুবই স্কিলফুল বোলার ৷ একজন ফাস্ট বোলারের জন্য দু’টো জিনিস খুবই গুরুত্বপূর্ণ ৷ প্রথমত, একজন বোলারের ব্যাটসম্যানকে বোকা বানাবে এমনভাবে বল সুইং করানোর ক্ষমতা থাকা চাই ৷ আর সিরাজের সেই দক্ষতা ভরপুর রয়েছে ৷ আর দ্বিতীয়ত, একজন পেসারের লম্বা স্পেলে বল করার ক্ষমতা থাকা দরকার ৷ আর সেই ক্ষমতাও সিরাজের মধ্যে রয়েছে ৷

আরও পড়ুন : ভারত-নিউজিল্যান্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে থাকতে পারবেন 4 হাজার দর্শক

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই ডানহাতি পেসার নিজের টেস্ট ম্যাচ ডেবিউ করেন ৷ যে ম্যাচে ভারতকে জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন মহম্মদ সিরাজ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.