কেপটাউন, 19 নভেম্বর : অবশেষে ব্যাট তুলে রাখার সিদ্ধান্ত নিলেন প্রোটিয়া তারকা ক্রিকেটার এবি ডি'ভিলিয়ার্স ৷ শুক্রবার তাঁর অফিসিয়াল টুইটারে সব ধরনের ক্রিকেটকে গুডবাই জানানোর কথা ঘোষণা করেন এবিডি ৷ ফলে 2022 আইপিএলেও খেলতে দেখা যাবে না এই প্রোটিয়া ব্যাটারকে ৷
শুক্রবার সোশ্যাল মিডিয়ায় বাইশ গজকে বিদায় জানানোর কথা ঘোষণা করেন ডি'ভিলিয়ার্স ৷ টুইটারে এবিডি জানান, তাঁর মধ্যে আর খেলার ইচ্ছা খুব বেশি বেঁচে নেই ৷ টুইটে তিনি লেখেন, "অবিশ্বাস্য সফর ছিল, কিন্তু আমি এবার সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিলাম ৷ দাদার সঙ্গে থেকে খেলা শুরু করেছিলাম ৷ খেলা নিয়ে প্রচণ্ড উত্তেজিত ছিলাম ৷ কিন্তু 37 বছর বয়সে এসে নিজের মধ্যে সেই আগুনটা আর দেখতে পাচ্ছি না ৷"
চলতি বছরেই অবসর ভেঙে এবিডি'র জাতীয় দলে ফেরার সম্ভাবনা জোরাল হয়েছিল ৷ কিন্তু গত মে মাসে সেই জল্পনায় ইতি টানেন ডি’ভিলিয়ার্স ৷ ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ড সফরের জন্য দল ঘোষণা করতে গিয়ে এমনটাই জানিয়েছিল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড ৷ কারণ তাঁর ইচ্ছের কথা বোর্ডকে জানিয়েছিলেন এবিডি ৷ মিস্টার 360 ডিগ্রি জানিয়ে দিয়েছিয়েছিলেন, আন্তর্জাতিক ক্রিকেট থেকে তাঁর অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত ৷ সেই সিদ্ধান্ত থেকে তিনি সরে আসবেন না ৷
এদিন সব ধরনের ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত কথা ঘোষণা করেন এবি ৷ ফলে আইপিএলেও আর দেখা যাবে না তারকা প্রোটিয়া ক্রিকেটারকে ৷ বছর তিনেক আগে আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই জানালেও নিয়মিত আইপিএল এবং অনান্য ক্রিকেট লিগ খেলে গিয়েছেন এবিডি ৷ কিন্তু শুক্রবার তাতেও ইতি টানলেন তিনি ৷
আরও পড়ুন : যৌন হেনস্থার দায় স্বীকার করে অস্ট্রেলিয়ার অধিনায়কত্ব ছাড়লেন পেইন
-
It has been an incredible journey, but I have decided to retire from all cricket.
— AB de Villiers (@ABdeVilliers17) November 19, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Ever since the back yard matches with my older brothers, I have played the game with pure enjoyment and unbridled enthusiasm. Now, at the age of 37, that flame no longer burns so brightly. pic.twitter.com/W1Z41wFeli
">It has been an incredible journey, but I have decided to retire from all cricket.
— AB de Villiers (@ABdeVilliers17) November 19, 2021
Ever since the back yard matches with my older brothers, I have played the game with pure enjoyment and unbridled enthusiasm. Now, at the age of 37, that flame no longer burns so brightly. pic.twitter.com/W1Z41wFeliIt has been an incredible journey, but I have decided to retire from all cricket.
— AB de Villiers (@ABdeVilliers17) November 19, 2021
Ever since the back yard matches with my older brothers, I have played the game with pure enjoyment and unbridled enthusiasm. Now, at the age of 37, that flame no longer burns so brightly. pic.twitter.com/W1Z41wFeli
এবিডি শেষবার আন্তর্জাতিক ক্রিকেটে নেমেছিলেন 2018 সালের এপ্রিলে ৷ জো'বার্গে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট খেলেছিলেন ডি'ভিলিয়ার্স ৷ দেশের জার্সিতে শেষ ওয়ান ডে খেলেছেন 2018 সালের 16 ফেব্রুয়ারি সেঞ্চুরিয়নে ৷ আর দক্ষিণ আফ্রিকা জার্সিতে শেষ টি-20 ম্যাচ খেলেছেন 2017 সালের 29 অক্টোবর ৷