ETV Bharat / sports

800 Movie Trailer: মুম্বইয়ে মুরলিথরনের বায়োপিকের ট্রেলার লঞ্চ করলেন সচিন

কিংবদন্তি ক্রিকেটার মুথাইয়া মুরলিথরনের বায়োপিক আসছে ৷ মুরলিথরনের '800'-র বায়োপিকের আজ ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে দেখা গেল কিংবদন্তি আরও এক ক্রিকেটার সচিন তেন্ডুলকরকে ৷ মাঠে চির প্রতিদ্বন্দ্বী হলেও বাইরে ততটাই চির বন্ধু তাঁরা ৷ তাই বন্ধুর বায়োপিকের ট্রেলার লঞ্চের অনুষ্ঠানেও দেখা গেল মাস্টার ব্লাস্টারকে ৷

800 Movie Trailer
800 এর ট্রেলার লঞ্চে মাস্টার ব্লাস্টার সচিন
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 5, 2023, 10:59 PM IST

মুম্বই, 5 সেপ্টেম্বর: আসছে শ্রীলঙ্কার কিংবদন্তি ক্রিকেটার মুথাইয়া মুরলিথরনের বায়োপিক ৷ আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে একমাত্র 800 উইকেটের মালিক মুরলিথরন ৷ তাঁর এই অ্যাচিভমেন্টকে সম্মান জানাতেই ছবির নাম রাখা হয়েছে '800' ৷ মঙ্গলবার মুম্বইয়ে ছিল তাঁর বায়োপিক '800'-র ট্রেলার লঞ্চ ৷ বাণিজ্যনগরীতে কিংবদন্তির বায়েপিকের ট্রেলার লঞ্চ করলেন আরেক কিংবদন্তি সচিন তেন্ডুলকর ৷ মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী হলেও মাঠের বাইরে ততটাই বন্ধু তাঁরা ৷ তাই বিশেষ দিনে বন্ধু সচিনকে আমন্ত্রণ জানাতে ভোলেননি মুরলি ৷

মুম্বইয়ে অফিসিয়াল ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে এদিন মাস্টার ব্লাস্টার ছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন শ্রীলঙ্কান অলরাউন্ডার সনথ জয়সূর্য ৷ '800' ছবিটি এমএস শ্রীপাথির লেখা ও তারই পরিচালনা ৷ ছবিটি প্রযোজনা করেছেন মুভি ট্রেন মোশন পিকচার্স এবং বিবেক রাঙ্গাচারী ৷ ছবিটির ট্রেলার হিন্দি-সহ পাঁচটি ভাষায় লঞ্চ করা হয়েছে। হিন্দির পাশাপাশি ছবিটি তামিল, হিন্দি ও তেলেগু ভাষায় মুক্তি পাবে। বিশ্বের সর্বকালের সফলতম বোলার শ্রীলঙ্কার মুথাইয়া মুরলীধরনের বায়োপিক মুক্তি পেতে চলেছে 6 অক্টোবর। একাধিক ভাষায় মুক্তিও পাবে সিনেমাটি। মুরলীধরনের চরিত্রে অভিনয় করেছেন মধুর মিত্তল।

ট্রেলার লঞ্চ অনুষ্ঠানের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুরলিথরন বলেন, "আমি খুব গর্বিত ৷ কারণ সচিন তেন্ডুলকার এবং সনথ জয়সূর্য এসেছে আমার জন্য ৷ গত পাঁচ বছরের দীর্ঘ প্রচেষ্টায় আজ তা সফল হল ৷ আশা করি, দর্শক ছবিটি খুবই উপভোগ করবেন ৷ অস্কারজয়ী স্লামডগ মিলিয়নিয়ার ছবির অভিনেতা মধুর মিত্তলকেও অনেক ধন্যবাদ ৷ এ নিয়ে সিনে সমালোচক তরণ আদর্শ একটি ভিডিয়ো টুইট করে শেয়ার করেছেন ও অভিনেতা মধুর মিত্তলকেও শুভেচ্ছা জানিয়েছেন ৷ ট্রেলার লঞ্চের পর এবার শুধু বড় পর্দায় মুরলীধরনের বায়োপিক দেখার অপেক্ষা।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

উল্লেখ্য, একসময় বিশ্ব ক্রিকেটের তাবড় ব্যাটসম্যানদের ত্রাস ছিলেন মুথাইয়া মুরলিথরন। কিংবদন্তিক সেই জীবনচিত্রই এবার বড়পর্দায় আসতে চলেছে। 2021 সাল থেকেই এই ছবি নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছে । শুরুতে মুরলিথরনের চরিত্রে ছবিতে বিজয় সেতুপতির অভিনয় করার কথা ছিল। সেই মতো ছবির কাজও এগোচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত বায়োপিকে মুরলির চরিত্রে জায়গা করে নেন স্লামডগ মিলিয়নিয়র-খ্যাত অভিনেতা মধুর মিত্তাল।

আরও পড়ুন: বলিউডে সিক্যুয়ালের সাফল্যের আবহে মুক্তি পেল 'ফুকরে 3' ছবির ট্রেলার

মুম্বই, 5 সেপ্টেম্বর: আসছে শ্রীলঙ্কার কিংবদন্তি ক্রিকেটার মুথাইয়া মুরলিথরনের বায়োপিক ৷ আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে একমাত্র 800 উইকেটের মালিক মুরলিথরন ৷ তাঁর এই অ্যাচিভমেন্টকে সম্মান জানাতেই ছবির নাম রাখা হয়েছে '800' ৷ মঙ্গলবার মুম্বইয়ে ছিল তাঁর বায়োপিক '800'-র ট্রেলার লঞ্চ ৷ বাণিজ্যনগরীতে কিংবদন্তির বায়েপিকের ট্রেলার লঞ্চ করলেন আরেক কিংবদন্তি সচিন তেন্ডুলকর ৷ মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী হলেও মাঠের বাইরে ততটাই বন্ধু তাঁরা ৷ তাই বিশেষ দিনে বন্ধু সচিনকে আমন্ত্রণ জানাতে ভোলেননি মুরলি ৷

মুম্বইয়ে অফিসিয়াল ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে এদিন মাস্টার ব্লাস্টার ছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন শ্রীলঙ্কান অলরাউন্ডার সনথ জয়সূর্য ৷ '800' ছবিটি এমএস শ্রীপাথির লেখা ও তারই পরিচালনা ৷ ছবিটি প্রযোজনা করেছেন মুভি ট্রেন মোশন পিকচার্স এবং বিবেক রাঙ্গাচারী ৷ ছবিটির ট্রেলার হিন্দি-সহ পাঁচটি ভাষায় লঞ্চ করা হয়েছে। হিন্দির পাশাপাশি ছবিটি তামিল, হিন্দি ও তেলেগু ভাষায় মুক্তি পাবে। বিশ্বের সর্বকালের সফলতম বোলার শ্রীলঙ্কার মুথাইয়া মুরলীধরনের বায়োপিক মুক্তি পেতে চলেছে 6 অক্টোবর। একাধিক ভাষায় মুক্তিও পাবে সিনেমাটি। মুরলীধরনের চরিত্রে অভিনয় করেছেন মধুর মিত্তল।

ট্রেলার লঞ্চ অনুষ্ঠানের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুরলিথরন বলেন, "আমি খুব গর্বিত ৷ কারণ সচিন তেন্ডুলকার এবং সনথ জয়সূর্য এসেছে আমার জন্য ৷ গত পাঁচ বছরের দীর্ঘ প্রচেষ্টায় আজ তা সফল হল ৷ আশা করি, দর্শক ছবিটি খুবই উপভোগ করবেন ৷ অস্কারজয়ী স্লামডগ মিলিয়নিয়ার ছবির অভিনেতা মধুর মিত্তলকেও অনেক ধন্যবাদ ৷ এ নিয়ে সিনে সমালোচক তরণ আদর্শ একটি ভিডিয়ো টুইট করে শেয়ার করেছেন ও অভিনেতা মধুর মিত্তলকেও শুভেচ্ছা জানিয়েছেন ৷ ট্রেলার লঞ্চের পর এবার শুধু বড় পর্দায় মুরলীধরনের বায়োপিক দেখার অপেক্ষা।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

উল্লেখ্য, একসময় বিশ্ব ক্রিকেটের তাবড় ব্যাটসম্যানদের ত্রাস ছিলেন মুথাইয়া মুরলিথরন। কিংবদন্তিক সেই জীবনচিত্রই এবার বড়পর্দায় আসতে চলেছে। 2021 সাল থেকেই এই ছবি নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছে । শুরুতে মুরলিথরনের চরিত্রে ছবিতে বিজয় সেতুপতির অভিনয় করার কথা ছিল। সেই মতো ছবির কাজও এগোচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত বায়োপিকে মুরলির চরিত্রে জায়গা করে নেন স্লামডগ মিলিয়নিয়র-খ্যাত অভিনেতা মধুর মিত্তাল।

আরও পড়ুন: বলিউডে সিক্যুয়ালের সাফল্যের আবহে মুক্তি পেল 'ফুকরে 3' ছবির ট্রেলার

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.