ETV Bharat / sports

Ticket Scam in Kolkata: টিকিট কেলেঙ্কারি কাণ্ডে 7 জনকে গ্রেফতার করল কলকাতা পুলিশ - Ticket Scam in Kolkata

টিকিট কেলেঙ্কারি কাণ্ডে অভিযুক্ত সন্দেহে 7 জনকে গ্রেফতার করল কলকাতা পুলিশ । গত কয়েক দিন ধরেই এই নিয়ে শোরগোল পড়ে গিয়েছে ইডেন চত্বরে ৷

Ticket Scam in Kolkata
7 জনকে গ্রেফতার করলো কলকাতা পুলিশ
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 2, 2023, 9:31 PM IST

কলকাতা, 2 সেপ্টেম্বর: ক্রিকেটের নন্দন কাননে টিকিট কেলেঙ্কারি নিয়ে বেশ কিছুদিন ধরেই উত্তপ্ত হয়ে রয়েছে পরিস্থিতি । এরই মধ্যে সিএবি-র প্রেসিডেন্ট তথা সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের কাছে জবাব তলব করে ময়দান থানা ৷ তাঁর কাছ থেকে এই টিকিটের কালোবাজারি বিষয়ে লিখিত ব্যখ্যা চেয়েছে কলকাতা পুলিশ । এই ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই 7 জনকে গ্রেফতার করেছে তারা ৷

কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়েল বলেন, "টিকিট কেলেঙ্কারির বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে দেখছি । কারা কারা এই কেলেঙ্কারির সঙ্গে যুক্ত রয়েছে তাও খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে । আমরা সিএবি'র সঙ্গেও এই নিয়ে বারংবার বৈঠক করেছি । এই ঘটনার তদন্ত নেমে এখনও পর্যন্ত সন্দেহভাজন 7 জন ব্যক্তিকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি । টিকিট কেলেঙ্কারির সঙ্গে যুক্ত থাকা অন্যান্য ব্যক্তিদের খোঁজ চালানো হচ্ছে ।"

লালবাজার সূত্রে খবর, ফেসবুকে একটি পেজ খুলে সেখানে ফোন নম্বরও দিয়ে দেওয়া হয়েছিল ৷ দাবি করা হয়েছিল তাঁদের কাছে নাকি রয়েছে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের টিকিট ৷ এই খবর সামনে আসার পরেই কার্যত নড়েচড়ে বসে সিএবি এবং কলকাতা পুলিশ । এর আগে ঘটনায় যুক্ত সন্দেহে প্রথমে ইডেন গার্ডেন্স চত্বর থেকেই অঙ্কিত আগরওয়াল নামে এক যুবককে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ ।

তার কাছ থেকে উদ্ধার হয় 2500 টাকা মূল্যের 20টি টিকিট । জানা যায়, কালোবাজারে এই টিকিট বিক্রি হচ্ছিল প্রায় 11000 থেকে 15000 টাকায়।
বৃহস্পতিবারও ইডেন চত্বরে টিকিট বিক্রিকে কেন্দ্র করে ব্যপক গোলমাল শুরু হয় ৷ ক্রিকেট সমর্থকদের সঙ্গে সিএবির আধিকারিক এবং কর্তাদের সঙ্গে বেশ উত্তপ্ত বাক্য বিনিময় হয় । পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যায় ৷ ঘটনাস্থলে আসতে হয় ময়দান থানার পুলিশ এবং লালবাজারের উচ্চপদস্থ আধিকারিকদের ।

আরও পড়ুন: বিশ্বকাপ টিকিটের দেদার কালোবাজারি, সিএবি সভাপতি স্নেহাশিসের জবাব তলব লালবাজারের

অনেক ক্রিকেট সমর্থকদের অভিযোগ আগে থেকেই ইডেন গার্ডেন্সের কিছু টিকিট ইচ্ছাকৃতভাবে সরিয়ে দেওয়া হয়েছে । কিছু কিছু ব্যক্তি ইচ্ছাকৃতভাবে অনলাইনে টিকিট কেটে কালোবাজারি শুরু করেছে । প্রশ্নের মুখে সিএবিও ৷ তারা কি এভাবে দায়িত্ব এড়িয়ে যেতে পারে প্রশ্ন সেটাই ৷
বৃহস্পতিবার এই নিয়ে সিএবি কর্তাদের সঙ্গে বৈঠকেও বসেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় ।

কলকাতা, 2 সেপ্টেম্বর: ক্রিকেটের নন্দন কাননে টিকিট কেলেঙ্কারি নিয়ে বেশ কিছুদিন ধরেই উত্তপ্ত হয়ে রয়েছে পরিস্থিতি । এরই মধ্যে সিএবি-র প্রেসিডেন্ট তথা সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের কাছে জবাব তলব করে ময়দান থানা ৷ তাঁর কাছ থেকে এই টিকিটের কালোবাজারি বিষয়ে লিখিত ব্যখ্যা চেয়েছে কলকাতা পুলিশ । এই ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই 7 জনকে গ্রেফতার করেছে তারা ৷

কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়েল বলেন, "টিকিট কেলেঙ্কারির বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে দেখছি । কারা কারা এই কেলেঙ্কারির সঙ্গে যুক্ত রয়েছে তাও খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে । আমরা সিএবি'র সঙ্গেও এই নিয়ে বারংবার বৈঠক করেছি । এই ঘটনার তদন্ত নেমে এখনও পর্যন্ত সন্দেহভাজন 7 জন ব্যক্তিকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি । টিকিট কেলেঙ্কারির সঙ্গে যুক্ত থাকা অন্যান্য ব্যক্তিদের খোঁজ চালানো হচ্ছে ।"

লালবাজার সূত্রে খবর, ফেসবুকে একটি পেজ খুলে সেখানে ফোন নম্বরও দিয়ে দেওয়া হয়েছিল ৷ দাবি করা হয়েছিল তাঁদের কাছে নাকি রয়েছে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের টিকিট ৷ এই খবর সামনে আসার পরেই কার্যত নড়েচড়ে বসে সিএবি এবং কলকাতা পুলিশ । এর আগে ঘটনায় যুক্ত সন্দেহে প্রথমে ইডেন গার্ডেন্স চত্বর থেকেই অঙ্কিত আগরওয়াল নামে এক যুবককে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ ।

তার কাছ থেকে উদ্ধার হয় 2500 টাকা মূল্যের 20টি টিকিট । জানা যায়, কালোবাজারে এই টিকিট বিক্রি হচ্ছিল প্রায় 11000 থেকে 15000 টাকায়।
বৃহস্পতিবারও ইডেন চত্বরে টিকিট বিক্রিকে কেন্দ্র করে ব্যপক গোলমাল শুরু হয় ৷ ক্রিকেট সমর্থকদের সঙ্গে সিএবির আধিকারিক এবং কর্তাদের সঙ্গে বেশ উত্তপ্ত বাক্য বিনিময় হয় । পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যায় ৷ ঘটনাস্থলে আসতে হয় ময়দান থানার পুলিশ এবং লালবাজারের উচ্চপদস্থ আধিকারিকদের ।

আরও পড়ুন: বিশ্বকাপ টিকিটের দেদার কালোবাজারি, সিএবি সভাপতি স্নেহাশিসের জবাব তলব লালবাজারের

অনেক ক্রিকেট সমর্থকদের অভিযোগ আগে থেকেই ইডেন গার্ডেন্সের কিছু টিকিট ইচ্ছাকৃতভাবে সরিয়ে দেওয়া হয়েছে । কিছু কিছু ব্যক্তি ইচ্ছাকৃতভাবে অনলাইনে টিকিট কেটে কালোবাজারি শুরু করেছে । প্রশ্নের মুখে সিএবিও ৷ তারা কি এভাবে দায়িত্ব এড়িয়ে যেতে পারে প্রশ্ন সেটাই ৷
বৃহস্পতিবার এই নিয়ে সিএবি কর্তাদের সঙ্গে বৈঠকেও বসেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.