ETV Bharat / sports

WPL 2023 Auction: পয়লা সংস্করণের নিলামে 409 ক্রিকেটার, সর্বাধিক বেস প্রাইস ক্যাটেগরিতে ভারতের চার - Jay Shah

সর্বমোট 409 জন ক্রিকেটারকে নিয়ে আগামী সোমবার অনুষ্ঠিত হবে উইমেন্স প্রিমিয়র লিগ 2023 (WPL 2023)-এর নিলাম পর্ব ৷ মঙ্গলবার নিলাম সম্পর্কিত পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ করা হল ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)-এর তরফে ৷

Etv Bharat
সর্বাধিক বেস প্রাইস ক্যাটেগরিতে মন্ধনা-হরমনপ্রীত
author img

By

Published : Feb 7, 2023, 8:45 PM IST

মুম্বই, 7 ফেব্রুয়ারি: দামামা বেজে গিয়েছিল আগেই ৷ এবার চূড়ান্ত হয়ে গেল নিলামের খুটিনাটি ৷ আগামী 13 ফেব্রুয়ারি মুম্বইয়ে যে ডব্লিউপিএলের প্রথম সংস্করণের নিলাম পর্ব অনুষ্ঠিত হবে, সেই ঘোষণা হয়ে গিয়েছিল আগেই ৷ মঙ্গলবার নিলাম সম্পর্কিত পূর্ণাঙ্গ তথ্য সামনে নিয়ে এল বিসিসিআই ৷ আত্মপ্রকাশে সর্বমোট 409 জন ক্রিকেটারকে নিয়ে অনুষ্ঠিত হবে উইমেন্স প্রিমিয়র লিগের নিলাম পর্ব (409 players to go under the hammer) ৷ এদিন এক বিবৃতিতে জানালেন বোর্ডের সচিব জয় শাহ (Jay Shah) ৷ আসুন জেনে নেওয়া যাক নিলাম সম্পর্কিত যাবতীয় তথ্য ৷

নিলামে কতজন ভারতীয় অংশ নিচ্ছেন: প্রাথমিকভাবে নথিবদ্ধ হয়েছিলেন দেশ-বিদেশের 1525 জন ক্রিকেটার ৷ এঁদের মধ্যে নিলামের জন্য বেছে নেওয়া হয়েছে 409 জনকে ৷ তাঁদের মধ্যে আবার 246 জন ভারতীয় ক্রিকেটার এবং বিদেশি ক্রিকেটার 163 জন ৷ এর মধ্যে আইসিসি'র অ্যাসোসিয়েট দেশগুলোর 8 জন ক্রিকেটার থাকছেন ৷

নিলামে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি দলে ঠাঁই পাবেন কতজন: সর্বাধিক 90 জন ক্রিকেটারকে ভাগ-বাটোয়ারা করে নেবে পাঁচটি ফ্র্যাঞ্চাইজি ৷ যার মধ্যে 30 জন বিদেশি ক্রিকেটার ৷ বাকি 60 জন ভারতীয় ৷

সর্বাধিক বেস প্রাইস ক্যাটেগরিতে কতজন ক্রিকেটার: নিলামে সর্বাধিক বেস প্রাইস ক্যাটেগরি রাখা হয়েছে 50 লক্ষ ৷ তালিকায় রয়েছেন এলিস পেরি, সোফি একলেস্টন-সহ 13 জন বিদেশি ক্রিকেটার ৷ চারজন ভারতীয়ও রয়েছেন সেই তালিকায় ৷ জাতীয় দলের অধিনায়িকা হরমনপ্রীত কর, স্মৃতি মন্ধনা, দীপ্তি শর্মা এবং সদ্য কুড়ি-বিশে বিশ্বজয়ী অনূর্ধ্ব-19 দলনায়িকা শেফালি বর্মা রয়েছেন সর্বাধিক বেস প্রাইস ক্যাটেগরিতে ৷ পরবর্তী 40 লক্ষ বেস প্রাইস ক্যাটেগরিতে সর্বমোট 30 জন ক্রিকেটার রয়েছেন ৷

আরও পড়ুন: ব্রাত্য নয়, তবে প্রয়োজনীয়তা বুঝেই ডব্লিউপিএলে সুযোগ পাবে বাংলার মেয়েরা: ঝুলন

কোথায় অনুষ্ঠিত হবে নিলামের অনুষ্ঠান: আগামী 13 ফেব্রুয়ারি সোমবার মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে ডব্লিউপিএল-এর নিলাম ৷

টুর্নামেন্টের দিনক্ষণ: আগামী 4 মার্চ-26 মার্চ মুম্বইয়েই অনুষ্ঠিত হবে মেয়েদের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগের প্রথম সংস্করণ ৷ খেলাগুলি হবে ব্রেবোর্ন এবং ডিওয়াই পাতিল স্টেডিয়ামে ৷

মুম্বই, 7 ফেব্রুয়ারি: দামামা বেজে গিয়েছিল আগেই ৷ এবার চূড়ান্ত হয়ে গেল নিলামের খুটিনাটি ৷ আগামী 13 ফেব্রুয়ারি মুম্বইয়ে যে ডব্লিউপিএলের প্রথম সংস্করণের নিলাম পর্ব অনুষ্ঠিত হবে, সেই ঘোষণা হয়ে গিয়েছিল আগেই ৷ মঙ্গলবার নিলাম সম্পর্কিত পূর্ণাঙ্গ তথ্য সামনে নিয়ে এল বিসিসিআই ৷ আত্মপ্রকাশে সর্বমোট 409 জন ক্রিকেটারকে নিয়ে অনুষ্ঠিত হবে উইমেন্স প্রিমিয়র লিগের নিলাম পর্ব (409 players to go under the hammer) ৷ এদিন এক বিবৃতিতে জানালেন বোর্ডের সচিব জয় শাহ (Jay Shah) ৷ আসুন জেনে নেওয়া যাক নিলাম সম্পর্কিত যাবতীয় তথ্য ৷

নিলামে কতজন ভারতীয় অংশ নিচ্ছেন: প্রাথমিকভাবে নথিবদ্ধ হয়েছিলেন দেশ-বিদেশের 1525 জন ক্রিকেটার ৷ এঁদের মধ্যে নিলামের জন্য বেছে নেওয়া হয়েছে 409 জনকে ৷ তাঁদের মধ্যে আবার 246 জন ভারতীয় ক্রিকেটার এবং বিদেশি ক্রিকেটার 163 জন ৷ এর মধ্যে আইসিসি'র অ্যাসোসিয়েট দেশগুলোর 8 জন ক্রিকেটার থাকছেন ৷

নিলামে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি দলে ঠাঁই পাবেন কতজন: সর্বাধিক 90 জন ক্রিকেটারকে ভাগ-বাটোয়ারা করে নেবে পাঁচটি ফ্র্যাঞ্চাইজি ৷ যার মধ্যে 30 জন বিদেশি ক্রিকেটার ৷ বাকি 60 জন ভারতীয় ৷

সর্বাধিক বেস প্রাইস ক্যাটেগরিতে কতজন ক্রিকেটার: নিলামে সর্বাধিক বেস প্রাইস ক্যাটেগরি রাখা হয়েছে 50 লক্ষ ৷ তালিকায় রয়েছেন এলিস পেরি, সোফি একলেস্টন-সহ 13 জন বিদেশি ক্রিকেটার ৷ চারজন ভারতীয়ও রয়েছেন সেই তালিকায় ৷ জাতীয় দলের অধিনায়িকা হরমনপ্রীত কর, স্মৃতি মন্ধনা, দীপ্তি শর্মা এবং সদ্য কুড়ি-বিশে বিশ্বজয়ী অনূর্ধ্ব-19 দলনায়িকা শেফালি বর্মা রয়েছেন সর্বাধিক বেস প্রাইস ক্যাটেগরিতে ৷ পরবর্তী 40 লক্ষ বেস প্রাইস ক্যাটেগরিতে সর্বমোট 30 জন ক্রিকেটার রয়েছেন ৷

আরও পড়ুন: ব্রাত্য নয়, তবে প্রয়োজনীয়তা বুঝেই ডব্লিউপিএলে সুযোগ পাবে বাংলার মেয়েরা: ঝুলন

কোথায় অনুষ্ঠিত হবে নিলামের অনুষ্ঠান: আগামী 13 ফেব্রুয়ারি সোমবার মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে ডব্লিউপিএল-এর নিলাম ৷

টুর্নামেন্টের দিনক্ষণ: আগামী 4 মার্চ-26 মার্চ মুম্বইয়েই অনুষ্ঠিত হবে মেয়েদের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগের প্রথম সংস্করণ ৷ খেলাগুলি হবে ব্রেবোর্ন এবং ডিওয়াই পাতিল স্টেডিয়ামে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.