সাউদাম্পটন, 21 মে : করোনা পরিস্থিতিতে দর্শকশূন্য স্টেডিয়ামে খেলাটা অভ্যাসে পরিণত করে ফেলেছে বিরাট কোহলির দল ৷ মাঝে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে দর্শক প্রবেশের অনুমতি দিয়েছিল বিসিসিআই ৷ কিন্তু করোনা সংক্রমণ বাড়তে থাকায় পরে দর্শক প্রবেশ বন্ধ করে দেওয়া হয় ৷ আগামী মাসে সাউদাম্পটনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঐতিহাসিক বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ৷ মেগা ফাইনালে দর্শকশূন্য স্টেডিয়ামে খেলতে হবে না কোহলিদের ৷ সাউদাম্পটনে কোহলি-উইলিয়ামসন দ্বৈরথের সাক্ষী থাকতে পারবেন চার হাজার দর্শক ৷
হ্যাম্পশায়ার কাউন্টি ক্লাবের প্রধান রড ব্র্যানসগ্রোভ এই খবর নিশ্চিত করেছেন ৷ ইংল্যান্ডের একটি ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, "বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে 4 হাজার দর্শক প্রবেশের অনুমতি দিয়েছে আইসিসি ও ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড ৷ 2019 সালের সেপ্টেম্বর থেকে হ্যাম্পশায়ারের এগিয়াস বোলে দর্শক প্রবেশ ঘটেনি ৷ সম্প্রতি আমরা চারদিনের কাউন্টি ম্যাচে দর্শক প্রবেশের অনুমতি দিয়েছি ৷" অন্যান্য দেশের তুলনায় ইংল্যান্ডের করোনা পরিস্থিতির এখন উন্নতি হয়েছে ৷ তাই অল্প হলেও দর্শক প্রবেশে অনুমতি দিয়েছে ইসিবি ৷
আরও পড়ুন : দ্বিতীয় ধাপের আইপিএল আয়োজনে কোন চ্যালেঞ্জের সম্মুখীন সৌরভরা ?
বর্তমানে কোহলি অ্যান্ড কোং মুম্বইয়ে কোয়ারান্টিনে রয়েছে ৷ 2 জুন সেখান থেকে পুরো স্কোয়াড ইংল্যান্ডের উদ্দেশে রওনা দেবে ৷ সাউদাম্পটনে পৌঁছে 10 দিনের কোয়ারান্টিনে থাকতে হবে বিরাটদের ৷ এই সময়ের মধ্যে বিরাটদের অনুশীলনের অনুমতি দেওয়া হতে পারে ৷