মুম্বই, 11 ডিসম্বর: এক সপ্তাহ পরেই আইপিএল অকশন ৷ এবারের নিলাম পর্বে অংশ নেবেন 333 জন ক্রিকেটার ৷ দুবাইয়ের কোকা কোলা এরিনায় 19 ডিসেম্বর হতে চলেছে এই নিলাম পর্ব ৷ নিলামের দিকে চোখ থাকবে অনেকেরই ৷ কয়েকদিন আগেই ওয়ান ডে বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়া দলের একাধিক খেলোয়াড় থাকবেন এই নিলামে ৷ থাকছেন অধিনায়ক প্যাট কামিন্স, প্রাক্তন অধিনায়ক স্টিভেন স্মিথ, ট্র্যাভিস হেডের মতো একাধিক খেলোয়াড় ৷
বিসিসিআই সেক্রেটারি জয় শাহ একটি বিবৃতিতে জানিয়েছেন, 333 জন ক্রিকেটারের মধ্যে 214 জন ভারতীয় এবং 119 জন বিদেশি থাকছেন ৷ দু'জন খেলোয়াড় রয়েছেন অ্যসোসিয়েট নেশন থেকে ৷ এদের মধ্যে 116 জন খেলোয়াড় জাতীয় দলে খেলেছেন ৷ 215 জন এবং দু'জন অ্যসোসিয়েট নেশনের খেলোয়াড় অবশ্য এখনও জাতীয় দলে খেলার সুযোগ পাননি ৷
সব দল মিলিয়ে প্রায় 77টি আসন ফাঁকা রয়েছে ৷ তার মধ্যে 30টি আসন বিদেশি খেলোয়াড়দের জন্য রক্ষিত ৷ খেলোয়াড়দের জন্য় সর্বাধিক বেস প্রাইস থাকছে 2 কোটি টাকা ৷ সর্বাধিক বেস প্রাইসে থাকেছেন 23 জন খেলোয়াড় ৷ অন্য়দিকে 13 জন খেলোয়াড়ের বেস প্রাইস রাখা হয়েছে 1.5 কোটি টাকা করে ৷ কেকেআর এবার ছেড়ে দিয়েছে অলরাউন্ডার শার্দূল ঠাকুরকে ৷ তাঁর বেস প্রাইস 2 কোটি টাকা ৷ একই মূল্য নির্ধারণ করা হয়েছে হর্শল প্যাটেলের জন্যও ৷ এছাড়া মিচেল স্টার্ক, হ্যারি ব্রুক, মুজিব-উর রহমান, আদিল রশিদ-সহ আরও অনেকেই রয়েছেন এই তালিকায় ৷
নিউজিল্যান্ডের তারকা রাচিন রবীন্দ্র বিশ্বকাপের ইয়ং সেনসেশন হয়ে উঠেছিলেন ৷ একের পর এক শতরান কর সকলকে চমকে দিয়েছেন তিনি ৷ তিনিও থাকছেন এই তালিকায় ৷ এছাড়া কিউয়ি পেসার লকি ফার্গুসন, অজি পেসার জস হেজেলউড, ভারতীয় দলের প্রাক্তন খেলোয়াড় করুণ নায়ার, মনীশ পাণ্ডে-সহ আরও অনেকেই উঠবেন নিলামে ৷
আরও পড়ুন: