ETV Bharat / sports

কোরোনা আক্রান্ত সাইনা-প্রণয়, রিপোর্টের অপেক্ষায় পি কাশ্যপ - ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন

থাইল্যান্ডে খেলতে গিয়েই কোরোনা আক্রান্ত সাইনা ও প্রণয় ৷ দু'জনেই ভরতি হাসপাতালে ৷

Thailand Open: Saina Nehwal, HS Prannoy test positive for COVID-19
কোরোনায় আক্রান্ত সাইনা-প্রণয়, রিপোর্টের অপেক্ষায় গোপীচাঁদ
author img

By

Published : Jan 12, 2021, 1:32 PM IST

ব্যাঙ্কক, 12 জানুয়ারি : কোরোনায় আক্রান্ত হলেন ভারতীয় ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়াল ৷ একই সঙ্গে রিপোর্ট পজ়িটিভ এসেছে আরও এক ব্যাডমিন্টন খেলোয়াড় এইচএস প্রণয়ের ৷ দুই খেলোয়াড়কেই আরও কয়েকটি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে ৷

সাইনা ও প্রণয় দুজনেই থাইল্যান্ড ওপেন দিয়ে কোরোনা পরবর্তী সময়ে খেলা শুরু করতে যাচ্ছিলেন ৷ সেই প্রক্রিয়া শুরুতেই ধাক্কা খেল ৷ সাইনার সঙ্গেই ব্যাঙ্ককে রয়েছেন তাঁর স্বামী পারুপল্লি কাশ্যপ ৷ তাঁকে হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ তাঁরও কোরোনা পরীক্ষা করানো হয়েছে ৷ তবে রিপোর্ট এখনও আসেনি ৷

থাইল্যান্ডের এই সফরে খেলোয়াড়দের সঙ্গে ফিজ়িও ও ট্রেনারদের দেখা করার বিষয়ে নিষেধাজ্ঞা রয়েছে ৷ এই নিয়ে গত সপ্তাহেই উদ্বেগপ্রকাশ করেছিলেন সাইনা ৷ তিনি এই নিয়ে ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশনকে প্রশ্ন করেছিলেন ৷ এদিকে সাইনা কোরোনা পজ়িটিভ হওয়ায় সুবিধা পেয়ে গেলেন মালয়েশিয়ার কিসোনা সেলভাদুরে ৷ তাঁর প্রথম ম্যাচ ছিল সাইনার বিরুদ্ধে ৷ তিনি ম্যাচের আগেই ওয়াকওভার পেয়ে যান ৷ তিনি প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গেছেন ৷

আরও পড়ুন : চতুর্থ টেস্ট থেকে ছিটকে গেলেন বুমরা

এর আগে জাপানের কেন্টো মোমোটা কোরোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন ৷ তিনি বিশ্বের এক নম্বর পুরুষ ব্যডমিন্টন তারকা ৷ এর পর জাপান ও চিন থাইল্যান্ড ওপেন থেকে সরে যায় ৷

ব্যাঙ্কক, 12 জানুয়ারি : কোরোনায় আক্রান্ত হলেন ভারতীয় ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়াল ৷ একই সঙ্গে রিপোর্ট পজ়িটিভ এসেছে আরও এক ব্যাডমিন্টন খেলোয়াড় এইচএস প্রণয়ের ৷ দুই খেলোয়াড়কেই আরও কয়েকটি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে ৷

সাইনা ও প্রণয় দুজনেই থাইল্যান্ড ওপেন দিয়ে কোরোনা পরবর্তী সময়ে খেলা শুরু করতে যাচ্ছিলেন ৷ সেই প্রক্রিয়া শুরুতেই ধাক্কা খেল ৷ সাইনার সঙ্গেই ব্যাঙ্ককে রয়েছেন তাঁর স্বামী পারুপল্লি কাশ্যপ ৷ তাঁকে হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ তাঁরও কোরোনা পরীক্ষা করানো হয়েছে ৷ তবে রিপোর্ট এখনও আসেনি ৷

থাইল্যান্ডের এই সফরে খেলোয়াড়দের সঙ্গে ফিজ়িও ও ট্রেনারদের দেখা করার বিষয়ে নিষেধাজ্ঞা রয়েছে ৷ এই নিয়ে গত সপ্তাহেই উদ্বেগপ্রকাশ করেছিলেন সাইনা ৷ তিনি এই নিয়ে ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশনকে প্রশ্ন করেছিলেন ৷ এদিকে সাইনা কোরোনা পজ়িটিভ হওয়ায় সুবিধা পেয়ে গেলেন মালয়েশিয়ার কিসোনা সেলভাদুরে ৷ তাঁর প্রথম ম্যাচ ছিল সাইনার বিরুদ্ধে ৷ তিনি ম্যাচের আগেই ওয়াকওভার পেয়ে যান ৷ তিনি প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গেছেন ৷

আরও পড়ুন : চতুর্থ টেস্ট থেকে ছিটকে গেলেন বুমরা

এর আগে জাপানের কেন্টো মোমোটা কোরোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন ৷ তিনি বিশ্বের এক নম্বর পুরুষ ব্যডমিন্টন তারকা ৷ এর পর জাপান ও চিন থাইল্যান্ড ওপেন থেকে সরে যায় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.