ETV Bharat / sports

PV Sindhu loses in QF : ফের কাঁটা তাই জু, কোয়ার্টারে হেরে বিশ্ব চ্যাম্পিয়নশিপে দৌড় থামল সিন্ধুর - Tai Tzu Ying beats PV Sindhu in QF of World Championships

খেতাবরক্ষা তো হলই না, শুক্রবার কোয়ার্টার ফাইনালে হেরে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ঐতিহাসিক ষষ্ঠ পদকজয়ের সম্ভাবনাও শেষ হল হায়দরাবাদি শাটলারের (PV Sindhu's title hope ends in BWF World Championships) ৷

PV Sindhu loses in QF
ফের কাঁটা তাই জু, কোয়ার্টারে হেরে বিশ্ব চ্যাম্পিয়নশিপে দৌড় থামল সিন্ধুর
author img

By

Published : Dec 17, 2021, 5:03 PM IST

হুয়েলভা, 17 ডিসেম্বর : টোকিয়ো অলিম্পিকসের পর বিশ্ব চ্যাম্পিয়নশিপ ৷ ফের তাই জু জিং কাঁটায় স্বপ্নভঙ্গ পুসারলা ভেঙ্কট সিন্ধুর ৷ খেতাবরক্ষা তো হলই না, শুক্রবার কোয়ার্টার ফাইনালে হেরে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ঐতিহাসিক ষষ্ঠ পদকজয়ের সম্ভাবনাও শেষ হল হায়দরাবাদি শাটলারের (PV Sindhu's title hope ends in BWF World Championships) ৷ এদিন হুয়েলভার ক্যারোলিনা মারিন স্টেডিয়ামে মাত্র 42 মিনিটের লড়াইয়ে ভারতীয় শাটলারকে স্ট্রেট গেমে হারালেন চিনা তাইপেই শাটলার (Tai Tzu Ying beats PV Sindhu in QF of World Championships) ৷

টোকিয়ো অলিম্পিকসের রুপোজয়ী এবং ব্রোঞ্জজয়ীর লড়াই ঘিরে পারদ চড়েছিল বিশ্ব চ্যাম্পিয়নশিপের আসরে ৷ কিন্তু কার্যত একপেশে লড়াইয়ে সিন্ধুকে মাটি ধরালেন টোকিয়োয় রুপোজয়ী তাই জু ৷ চিনা তাইপেই শাটলারের পক্ষে ম্য়াচের ফল 21-17, 21-13 ৷ এর আগে 2013, 2014 ব্রোঞ্জ পদক, 2017, 2018 রুপোজয়ের পর 2019 বিশ্ব চ্যাম্পিয়নশিপে বহু প্রতীক্ষীত সোনা জিতেছিলেন সিন্ধু ৷

গত বছর কোভিডের কারণে চ্যাম্পিয়নশিপ বাতিল হওয়ায় এবছর খেতাব ধরে রাখার হাতছানি ছিল টানা দু'বারের অলিম্পিক পদকজয়ীর কাছে ৷ কিন্তু কোয়ার্টার ফাইনালে এদিন প্রথম গেমে 6-11 ব্যবধানে পিছিয়ে থেকে বিরতিতে যান সিন্ধু ৷ যদিও একটা সময় ব্যবধান 16-18তে কমিয়ে এনেছিলেন হায়দরাবাদি শাটলার, কিন্তু শেষটা সুখের হয়নি ৷ 17-21 ব্যবধানে প্রথম গেম খোয়াতে হয় তাঁকে ৷

আরও পড়ুন : BWF World Championships : ঝড় তুলে বিশ্ব চ্যাম্পিয়নশিপের প্রি-কোয়ার্টারে সিন্ধু

দ্বিতীয় গেমে প্রত্যাশা থাকলেও ঘুরে দাঁড়াতে পারেননি সিন্ধু ৷ তাই জু দ্বিতীয় গেমের বিরতিতে এগিয়ে গিয়েছিলেন 11-8 ব্যবধানে ৷ সিন্ধুকে এদিন খোলস ছেড়েই বেরোতে দেননি চিনা তাইপেই শাটলার ৷ তাই দ্বিতীয় গেমে বিরতির পর বেশিদূর এগোতে পারেননি সিন্ধু ৷ শেষ পর্যন্ত 13-21 ব্যবধানে দ্বিতীয় গেম হেরে বিশ্ব চ্যাম্পিয়নশিপের আসরে দৌড় থেমে যায় ভারতীয় শাটলারের ৷ এই নিয়ে চিনা তাইপেই শাটলারের বিরুদ্ধে শেষ পাঁচটি সাক্ষাতেই হারলেন সিন্ধু ৷

হুয়েলভা, 17 ডিসেম্বর : টোকিয়ো অলিম্পিকসের পর বিশ্ব চ্যাম্পিয়নশিপ ৷ ফের তাই জু জিং কাঁটায় স্বপ্নভঙ্গ পুসারলা ভেঙ্কট সিন্ধুর ৷ খেতাবরক্ষা তো হলই না, শুক্রবার কোয়ার্টার ফাইনালে হেরে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ঐতিহাসিক ষষ্ঠ পদকজয়ের সম্ভাবনাও শেষ হল হায়দরাবাদি শাটলারের (PV Sindhu's title hope ends in BWF World Championships) ৷ এদিন হুয়েলভার ক্যারোলিনা মারিন স্টেডিয়ামে মাত্র 42 মিনিটের লড়াইয়ে ভারতীয় শাটলারকে স্ট্রেট গেমে হারালেন চিনা তাইপেই শাটলার (Tai Tzu Ying beats PV Sindhu in QF of World Championships) ৷

টোকিয়ো অলিম্পিকসের রুপোজয়ী এবং ব্রোঞ্জজয়ীর লড়াই ঘিরে পারদ চড়েছিল বিশ্ব চ্যাম্পিয়নশিপের আসরে ৷ কিন্তু কার্যত একপেশে লড়াইয়ে সিন্ধুকে মাটি ধরালেন টোকিয়োয় রুপোজয়ী তাই জু ৷ চিনা তাইপেই শাটলারের পক্ষে ম্য়াচের ফল 21-17, 21-13 ৷ এর আগে 2013, 2014 ব্রোঞ্জ পদক, 2017, 2018 রুপোজয়ের পর 2019 বিশ্ব চ্যাম্পিয়নশিপে বহু প্রতীক্ষীত সোনা জিতেছিলেন সিন্ধু ৷

গত বছর কোভিডের কারণে চ্যাম্পিয়নশিপ বাতিল হওয়ায় এবছর খেতাব ধরে রাখার হাতছানি ছিল টানা দু'বারের অলিম্পিক পদকজয়ীর কাছে ৷ কিন্তু কোয়ার্টার ফাইনালে এদিন প্রথম গেমে 6-11 ব্যবধানে পিছিয়ে থেকে বিরতিতে যান সিন্ধু ৷ যদিও একটা সময় ব্যবধান 16-18তে কমিয়ে এনেছিলেন হায়দরাবাদি শাটলার, কিন্তু শেষটা সুখের হয়নি ৷ 17-21 ব্যবধানে প্রথম গেম খোয়াতে হয় তাঁকে ৷

আরও পড়ুন : BWF World Championships : ঝড় তুলে বিশ্ব চ্যাম্পিয়নশিপের প্রি-কোয়ার্টারে সিন্ধু

দ্বিতীয় গেমে প্রত্যাশা থাকলেও ঘুরে দাঁড়াতে পারেননি সিন্ধু ৷ তাই জু দ্বিতীয় গেমের বিরতিতে এগিয়ে গিয়েছিলেন 11-8 ব্যবধানে ৷ সিন্ধুকে এদিন খোলস ছেড়েই বেরোতে দেননি চিনা তাইপেই শাটলার ৷ তাই দ্বিতীয় গেমে বিরতির পর বেশিদূর এগোতে পারেননি সিন্ধু ৷ শেষ পর্যন্ত 13-21 ব্যবধানে দ্বিতীয় গেম হেরে বিশ্ব চ্যাম্পিয়নশিপের আসরে দৌড় থেমে যায় ভারতীয় শাটলারের ৷ এই নিয়ে চিনা তাইপেই শাটলারের বিরুদ্ধে শেষ পাঁচটি সাক্ষাতেই হারলেন সিন্ধু ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.